নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

শাহ সাহেবের ডায়রি ।। ইসরায়েল- হামাসের যুদ্ধ বিরতি চুক্তি , কি আছে চুক্তিতে??

২২ শে নভেম্বর, ২০২৩ সকাল ১১:৫৭



হামাস জানিয়েছে, গাজা উপত্যকায় সব এলাকায় আকাশ ও স্থলপথে যেকোনো ধরনের অভিযান পরিচালনা থেকে বিরত থাকবে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলি সামরিক যান চলাচল বন্ধ রাখা হবে।

চিকিৎসা উপকরণ, জ্বালানিসহ মানবিক সহায়তা নিয়ে শত শত ট্রাক সীমান্ত পেরিয়ে অবরুদ্ধ গাজা উপত্যকায় প্রবেশের অপেক্ষায় রয়েছে। ইসরায়েলি কর্তৃপক্ষ এসব ট্রাককে গাজায় ঢোকার অনুমতি দেবে।

হামাস জানিয়েছে, দক্ষিণ গাজায় চার দিনের জন্য ড্রোন ওড়ানো বন্ধ রাখতে সম্মত হয়েছে ইসরায়েল। উত্তর গাজায় প্রতিদিন ছয় ঘণ্টা (স্থানীয় সময় সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত) ড্রোন ওড়ানো বন্ধ রাখা হবে।

সাময়িক যুদ্ধবিরতি কার্যকর থাকা অবস্থায় গাজার যেকোনো এলাকা থেকে যে কাউকে আটক করা কিংবা কারও ওপর হামলা না করার বিষয়েও সম্মত হয়েছে ইসরায়েল, এমনটাই জানিয়েছে হামাস।

ইসরায়েল সরকারের বিবৃতিতে বলা হয়েছে, হামাসের হাতে আটক থাকা ৫০ জনের মতো জিম্মিকে (নারী ও শিশু) আগামী চার দিনের মধ্যে মুক্তি দেওয়া হবে। তাঁদের নিরাপদে ইসরায়েলে ফেরত আনার ব্যবস্থা করা হবে। কেননা, ইসরায়েল সরকার সব জিম্মিকে মুক্ত করার বিষয়ে দায়বদ্ধ।

এ ছাড়া জিম্মি মুক্তির প্রক্রিয়াটি চলমান থাকবে। অতিরিক্ত ১০ জন করে জিম্মিকে মুক্তি দিলে যুদ্ধবিরতিতে একটি করে অতিরিক্ত দিন যোগ করা হবে বলেও জানিয়েছে ইসরায়েল সরকার।

তবে গাজায় সাময়িক যুদ্ধবিরতি কার্যকর করা হলেও হামাসের বিরুদ্ধে যুদ্ধ শেষ হয়ে যায়নি বলে সতর্ক করে দিয়েছে ইসরায়েল সরকার। এ বিষয়ে বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েল সরকার, দেশের সেনাবাহিনী ও নিরাপত্তা বাহিনী যুদ্ধ চালিয়ে যাবে। সব জিম্মিকে দেশে ফেরানো, হামাসকে পুরোপুরি নির্মূল করা এবং গাজা থেকে ইসরায়েল রাষ্ট্রের বিরুদ্ধে নতুন করে আর কোনো হুমকি নেই, এমনটা নিশ্চিত না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবে।


আজ বুধবার এই চুক্তিপত্র সই সাবুদ হবে । অপেক্ষা করুন পরবর্তী পোস্টের জন্য ।

মন্তব্য ২৮ টি রেটিং +০/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ২২ শে নভেম্বর, ২০২৩ দুপুর ১২:০৮

শেরজা তপন বলেছেন: ইসরাইলের একটা নৈতিক পরাজয়। সারাবিশ্বের সবাই ভাবছিল যে, ওরা সমরাস্ত্র ও টেকনোলজিক্যালি প্রায় এলিয়েনের পর্যায়ে পৌছে গেছে সে দম্ভ চুর্ন হল।

২২ শে নভেম্বর, ২০২৩ দুপুর ১২:১৪

শাহ আজিজ বলেছেন: কখনো সখনো মাথা নিচু করে বেড়া পার হতে হয় । ইসরায়েল তার নাগরিকদের প্রতি এতই দরদী যে শুধু তাদের জন্য যুদ্ধ বিরতি করছে । আমাদের হলে কি হতো ? ও ভাই আমাদের জেলখানা ভর্তি , কিছু নিয়া বলি দেন হা হা হা ।

২| ২২ শে নভেম্বর, ২০২৩ দুপুর ১২:১৯

শেরজা তপন বলেছেন: এটা নিয়ে আমি আমার শেষ পর্বে লিখেছিলাম। ওরা প্রতিটা নাগরিকের জীবন বাঁচাতে দায়বদ্ধ!
আমরাতো আমরাই- দুনিয়ার খাইস্ট্যা জাতি- কোন নীতি আদর্শ নাই।

২২ শে নভেম্বর, ২০২৩ দুপুর ১২:৪০

শাহ আজিজ বলেছেন: :-B =p~

৩| ২২ শে নভেম্বর, ২০২৩ দুপুর ১২:২০

রাজীব নুর বলেছেন: মূলত ক্ষতিগ্রস্ত হলো ফিলিস্তিন।
যুদ্ধ কখনই ভালো কিছু বয়ে আনে না।
আমাদের ৭১ এ যুদ্ধ হয়েছিলো। সে ঘা আজও শুকায় নাই।

২২ শে নভেম্বর, ২০২৩ দুপুর ১২:৪২

শাহ আজিজ বলেছেন: এবার ফিলিস্তিনের লোকক্ষয় খুব বেশী , গৃহহারা প্রায় সবাই । মরমন্তদ কাহিনী ।

৪| ২২ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৩:০২

স্প্যানকড বলেছেন: সাময়িক বিরতি এই শব্দটা ভীতির ! বিজ্ঞানের এ যুগে যুদ্ধ কেন? উহা হচ্ছে না বোধগম্য ! ভালো থাকবেন, আনন্দে থাকবেন :)

২২ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৩:৩৮

শাহ আজিজ বলেছেন: হামাস তলে তলে কিছু একটা করবে এই সময়ে । সাময়িক এইজন্য যে উভয়েরই আরও প্রস্তুতি দরকার আগত ভয়াবহ এক যুদ্ধের ।

৫| ২২ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৩:৫২

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: ইসরাইল তাদের জনগণের জন্য দরদ, আর একটা দেশের জনগণকে কচুকাটা করছে। এখন গাজায় স্কুলে যাওয়ার জন্য আর কোন ছাত্রছাত্রী অবশিষ্ট নেই । যুদ্ধ কোন স্থায়ী সমাধান দিয়ে পারে না।
আপনার পোস্টের জন্য আন্তরিক ধন্যবাদ।

২২ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৪:২২

শাহ আজিজ বলেছেন: আমরা উন্মুখ চেয়ে দেখছি ইসরায়েলের নিজ শিশুদের জন্য দরদ আর ফিলিস্তিনি শিশুদের জন্য ঘৃণা । এর জন্য দায়ী হামাস সন্ত্রাসীরা । সামনের দিনগুলোতে ভয়াবহ যুদ্ধ হবে হামাস আর হিজবুল্লাহ শয়তানের সাথে ।

৬| ২২ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৪:২০

বাউন্ডেলে বলেছেন: উভয় পক্ষের ক্ষয়ক্ষতি হিসাবের জন্য ৪ দিন যথেষ্ট নয়। বিরতী আরো বাড়ানো উচিৎ। নতুন জাতের আরো কিছু সমরাস্ত্র যোগ হতে যাচ্ছে। বিভিন্ন দেশ থেকে যাওয়া জেহাদীরা ঢুকে পড়বে এই সুযোগে। যুদ্ধ আরো বেশী ভয়ংকর ও দীর্ঘস্থায়ী রুপ নিতে পারে।
ইসরাইল যেমন হামাস ধ্বংষে ওয়াদাবদ্ধ তার চেয়েও অধিক ওয়াদাবদ্ধ ও সংগঠিত হতে যাচ্ছে ফিলিস্তিনিরা।

২২ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৪:২৬

শাহ আজিজ বলেছেন: এটাই সম্ভবত হামাসের শেষ যুদ্ধ । ওদের গুড়িয়ে দেওয়া উচিত যাতে আর যুদ্ধ বাধাবার ফন্দি করতে না পারে । ফিলিস্তিনি শক্তি বলতে কিছুই নেই । হুম নতুন অস্ত্র যোগ হবে এটাও আমার চিন্তায় আছে ।

৭| ২২ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৫:২৭

বাকপ্রবাস বলেছেন: মারার আর লোক খুঁজে পাচ্ছেনা, লোক না পেলে বিরতি তো নিজ থেকেই হয়ে যাবে

২২ শে নভেম্বর, ২০২৩ রাত ৮:৫৩

শাহ আজিজ বলেছেন: ঠিক বলেছেন । বিরতিতে ঠিক করবে নেক্সট কাদের মারতে হবে ।

৮| ২২ শে নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:১৮

রাজীব নুর বলেছেন: আবার এলাম। কে কি মন্তব্য করেছেন সেটা জানতে।

২২ শে নভেম্বর, ২০২৩ রাত ৮:৫১

শাহ আজিজ বলেছেন: :-B

৯| ২২ শে নভেম্বর, ২০২৩ রাত ৮:২৭

যুবায়ের আলিফ বলেছেন: বিদেশি যোগাযোগ বাড়ানোর জন্য হামাসের এই বিরতি দরকার ছিল

২২ শে নভেম্বর, ২০২৩ রাত ৮:৫০

শাহ আজিজ বলেছেন: হামাসের ল্যাঞ্জা ধরে ফেলেছে ইসরায়েল । তাদের যোগাযোগ খুব একটা কাজে দেবে বলে মনে হয় না ।

১০| ২২ শে নভেম্বর, ২০২৩ রাত ৯:১৬

যুবায়ের আলিফ বলেছেন: দেখা যাক শেষ পর্যন্ত কী হয়!

২২ শে নভেম্বর, ২০২৩ রাত ৯:৩৭

শাহ আজিজ বলেছেন: এই টাইপের সমস্যা এই প্রথম , কাজেই এটাকে গভীর পর্যবেক্ষণ করতে হবে ।

১১| ২২ শে নভেম্বর, ২০২৩ রাত ১০:৩০

ছামিউন জামান ছামি বলেছেন: @শাহ আজিজ ঠিক বলেছেন।

২২ শে নভেম্বর, ২০২৩ রাত ১০:৩৩

শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ ছামি ।

১২| ২২ শে নভেম্বর, ২০২৩ রাত ১১:৩৯

কামাল১৮ বলেছেন: এই সুযোগে গাঁজার রাস্তা অনেক প্রশস্ত হয়ে যাবে।পরে যাতে টংঙ্ক নিয়ে ঢুকতে পারে।ক্ষমতা হামাসের কাছ থেকে কেড়ে নিতে হবে।যেমনটা হয়েছে ইরাকে,লিবিয়ায়।

২৩ শে নভেম্বর, ২০২৩ সকাল ৯:২৭

শাহ আজিজ বলেছেন: মনে হয়না তেমন হবে তবে ইসরায়েলকে বিশ্বাস নাই ।

১৩| ২৩ শে নভেম্বর, ২০২৩ সকাল ৯:৪৯

কালো যাদুকর বলেছেন: জেনোসাইটের বিরতি হল। বিরতির পরে আবার শুরু হবে। এর ভেতর যদি জীবিত সবাই গাজা থেকে চলে যায় সেটিই সব থেকে ভাল হয়। কিন্তু যাবে কোথায়?

২৩ শে নভেম্বর, ২০২৩ সকাল ১০:০০

শাহ আজিজ বলেছেন: ওটাই প্রশ্ন যাবে কোথায় । এবার একটা রফা হওয়া দরকার ।

১৪| ২৩ শে নভেম্বর, ২০২৩ দুপুর ১২:০৫

রাজীব নুর বলেছেন: আচ্ছা, বাংলাদেশ থেকে কি ফিলিস্তিনীদের জন্য সাহায্য পাঠানো হয়েছে?

২৩ শে নভেম্বর, ২০২৩ দুপুর ১২:৪০

শাহ আজিজ বলেছেন: জানিনা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.