নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

শাহ সাহেবের ডায়রি ।। ওয়েলকাম পুডিং

২৭ শে জুন, ২০২৪ রাত ৯:৪৯

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ২৪ বছর পর উত্তর কোরিয়া সফরে গেছেন। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে তিনি পিয়ংইয়ংয়ে পৌঁছান। বিমানবন্দরে পুতিনকে স্বাগত জানান উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন। পুতিনের অপেক্ষায় তিনি এত রাতেও পিয়ংইয়ংয়ের বিমানবন্দরের টারমাকে দাঁড়িয়ে ছিলেন।

ছবিতে দেখা যায়, বিমানবন্দরের টারমাকে বিছানো লালগালিচায় একা দাঁড়িয়ে কিম। উড়োজাহাজ থেকে পুতিন নামতেই তাঁর সঙ্গে কিম উষ্ণ আলিঙ্গন করেন। পরে দুই নেতা একই লিমোজিন গাড়িতে করে বিমানবন্দর ত্যাগ করেন।

মন্তব্য ১৫ টি রেটিং +১/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ২৭ শে জুন, ২০২৪ রাত ১০:০১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ওয়েলকাম পুডিং দেখে তো ভাবছিলাম পুডিং-কে ওয়েলকাম করছেন বা আমাদেরকে পুডিঙের দাওয়াত দিচ্ছেন। এটা কি ভুলে পুতিন হয়ে গেছেন পুডিং, নাকি গভীরতম কোনো অর্থ লুকায়িত আছে পুডিঙের অভ্যন্তরে?

যাক, তাদের মোলাকাত হলো, ভালোই হলো। ফলাফল কী?

২৭ শে জুন, ২০২৪ রাত ১০:১৮

শাহ আজিজ বলেছেন: কামাল ভাই উত্তর দিয়েছেন ।

২| ২৭ শে জুন, ২০২৪ রাত ১০:০৬

কামাল১৮ বলেছেন: বিশ্ব দুই ভাগে বিভক্ত হয়ে গেছে।সবাই যার যার জোটকে শক্তিশালী করছে।তৃতীয় বিশ্ব যুদ্ধের আলামত।দুই পক্ষেই সাঁজ সাঁজ রব।যুদ্ধ হবে এশিয়া আর আমেরিকার মধ্যে।

২৭ শে জুন, ২০২৪ রাত ১০:২১

শাহ আজিজ বলেছেন: রাশিয়া এখন একটা ফকিন্নি পার্টি । । দল গোছাইতে ভিতু কিমের কাছে দৌড়াইছে । লাভ হবে না ।

৩| ২৭ শে জুন, ২০২৪ রাত ১০:৩৩

কামাল১৮ বলেছেন: আমেরিকার মুল ভুখন্ডে আঘাত করার মতো অস্ত্র কিমের আছে।আনবিক অস্ত্র আছে,শক্তিশালী সাবমেরিন আছে আর কি চাই।

২৮ শে জুন, ২০২৪ সকাল ১০:১০

শাহ আজিজ বলেছেন: মনে হয় ঘটনা ঘনায়া আসতেছে । তবে আমেরিকার শক্তিকে তুচ্ছ করা উচিত নয় । কিমের মিসাইল কিমের মাথার উপ্রে ফাটবে । ইরানের দুই জেনারেল আর আল আকায়দার নেতাকে কি কায়দায় কুচায়া দিল যা সামরিক বিশেষজ্ঞরা এখনো বয়ান করতে পারছে না ।

৪| ২৭ শে জুন, ২০২৪ রাত ১১:১৬

মনিরা সুলতানা বলেছেন: কামাল ভাইয়ের কথায় সত্যতা আছে।

২৮ শে জুন, ২০২৪ সকাল ১০:১১

শাহ আজিজ বলেছেন: কামাল ভাই প্রবীণএবং অভিজ্ঞ মানুষ ।

৫| ২৮ শে জুন, ২০২৪ সকাল ১১:০৩

কামাল১৮ বলেছেন: আমেরিকা তার বিমানবাহী রণতরীকে হুতিদের হাত থেকে রক্ষা করতে পারলো না।হুতি আর কিম এক না।পুরা পশ্চিমা বিশ্ব ইউক্রেনে মার খেয়ে ভূত হয়ে যাচ্ছে।

২৮ শে জুন, ২০২৪ দুপুর ১:৫৭

শাহ আজিজ বলেছেন: আমেরিকানরা হুতিদের একটু অবজ্ঞা করেছে বলেই ঘা খেয়েছে ।

যাক হয়ত আমরা একটা সুপার ডুপার ডিজিটাল যুদ্ধ দেখে যেতে পারব ।

২৮ শে জুন, ২০২৪ সন্ধ্যা ৭:৩৯

শাহ আজিজ বলেছেন: ইরাকের সাদ্দাম হোসেনকে একদম বড় হিরো বানিয়ে শেষ মেষ তাকে একদম ফালতু প্রেসিডেন্ট হিসাবে পাওয়া গেল । কিমের অবস্থা সেইরকম হবে ।

৬| ২৮ শে জুন, ২০২৪ সন্ধ্যা ৭:০৭

প্রামানিক বলেছেন: আমি তো মনে করেছিলাম পুতিনকে পুডিং দিয়ে অভ্যর্থনা জানানো হয়েছে।

২৮ শে জুন, ২০২৪ সন্ধ্যা ৭:৩৪

শাহ আজিজ বলেছেন: আমিই পুতিনকে পুডিং বানিয়েছি ।

৭| ২৮ শে জুন, ২০২৪ রাত ৮:২৬

কামাল১৮ বলেছেন: আজকের দিনে হলে সাদ্দামের এই অবস্থা হতো না।বড়জোর গুপ্ত হত্যার শিকার হতো।আফগান থেকে ব্যর্থ হয়ে ফিরে আসছে।আমেরিকা একটি ক্ষয়িস্ঞু শক্তি।বেচে থাকলে দশ বছর পর তার কি অবস্থা হয় দেখে যেতে পারবেন।তার মোট সম্পদের থেকে ঋন অনেক বেশি।ডলারের পতন আমেরিকার পতন।সৌদি এখন ডালার ছাড়া ইয়েনে তার তেল বেচাশুরু করেছে চীনের কাছে।

২৮ শে জুন, ২০২৪ রাত ৮:৫৬

শাহ আজিজ বলেছেন: সবই সত্য কিন্তু সময় পাল্টাতে পারে যে কোন মুহূর্তে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.