নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

শাহ্‌ সাহেবের ডায়রি ।। আপাতত ফেসবুক খুলছে না ; আই সি টি প্রতিমন্ত্রী

২৫ শে জুলাই, ২০২৪ দুপুর ১২:৩৩

কিছুক্ষন আগের ৭১ এর খবর আপাতত ফেসবুক খুলছে না ; আ ই সিটি প্রতিমন্ত্রী । একটি সরকার কত দুর্বল হতে পারে যে একটি বিনোদন মুলক সামাজিক মাধ্যমকে পরম শত্রু ভেবে তাকে বন্ধ করে দিতে পারে । আওয়ামীলীগে পরিবর্তন আনতে হবে । একজন আওয়ামী পরিবারের সদস্য হয়েও চাইছি লীগের আগাগোড়া পদে পরিবর্তন আনতে হবে । নতুন অব্যাবসায়ি কর্মীদের জায়গা করে দিতে হবে । দেশটা আমাদের সকলের , বেদনাও আমাদের সবার ।

মন্তব্য ৩০ টি রেটিং +২/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ২৫ শে জুলাই, ২০২৪ দুপুর ১২:৪৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: এরা এখন নিজের ছায়াকেও ভয় পাচ্ছে!

২৫ শে জুলাই, ২০২৪ দুপুর ১২:৫৭

শাহ আজিজ বলেছেন: এত ভয় পাক হানাদাররাও পায়নি , আমার চোখে দেখা ৭১ সাল ।

২| ২৫ শে জুলাই, ২০২৪ দুপুর ১২:৫৮

ধুলো মেঘ বলেছেন: আওয়ামী লীগ এখন আর আওয়ামী পরিবারের সদস্যদের হাতে নেই। টাকা পয়সার কাছে পুরোপুরি বিক্রি হয়ে গেছে। ধনী এমপিদের মাসোহারার টাকাই টিকিয়ে রেখেছে আওয়ামী লীগকে। টাকার কাছে পুলিশ, র‍্যাব, বিজিবি, আর্মি - সবাই নিজেদের বিবেক বিক্রি করে দিয়েছে।

২৫ শে জুলাই, ২০২৪ দুপুর ১:০৭

শাহ আজিজ বলেছেন: বড্ড সত্যি উচ্চারন করেছেন । গেল বিকেলে একজন বলছিল এসব ডাণ্ডাবাজি নিজেদের শক্তি প্রদর্শনের জন্য করা হয়েছে । আরও শোষণ আরও নির্যাতন এবং আরও রক্ত যেন বিবাদীদের বুকের রক্ত হিম করে এবং এই মেসেজ দেয় নো মোর রেভুলুশন ।

৩| ২৫ শে জুলাই, ২০২৪ দুপুর ১২:৫৮

ধুলো মেঘ বলেছেন: আওয়ামী লীগ এখন আর আওয়ামী পরিবারের সদস্যদের হাতে নেই। টাকা পয়সার কাছে পুরোপুরি বিক্রি হয়ে গেছে। ধনী এমপিদের মাসোহারার টাকাই টিকিয়ে রেখেছে আওয়ামী লীগকে। টাকার কাছে পুলিশ, র‍্যাব, বিজিবি, আর্মি - সবাই নিজেদের বিবেক বিক্রি করে দিয়েছে।

২৫ শে জুলাই, ২০২৪ দুপুর ১:৪৯

শাহ আজিজ বলেছেন: চাদাবাজি এত বেড়েছে যে তার প্রকৃত হিসাব লীগের ক্যাডাররাও জানেনা ।

৪| ২৫ শে জুলাই, ২০২৪ দুপুর ১২:৫৯

করুণাধারা বলেছেন: দুর্বৃত্ত সন্ত্রাসীরা ফেসবুকের বই পুড়িয়ে দিয়ে গেছে। সরকার আপ্রাণ চেষ্টা করছে সেটা ঠিক করার। অনুগ্রহ করে ধৈর্য ধরুন।

২৫ শে জুলাই, ২০২৪ দুপুর ১:১১

শাহ আজিজ বলেছেন: অপেক্ষা করছি সেই ৭১ থেকে । ৭৩ সালেই বইখাতা ফেলে মুঠি উচু করে বলেছিলাম আর একনয়ায়ক নয় ।

৫| ২৫ শে জুলাই, ২০২৪ দুপুর ১:১৫

শাওন আহমাদ বলেছেন: দেশটা আমাদের সকলের , বেদনাও আমাদের সবার ।

এটাইতো হওয়া উচিৎ

২৫ শে জুলাই, ২০২৪ দুপুর ১:৪৬

শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ ।

৬| ২৫ শে জুলাই, ২০২৪ দুপুর ২:০১

রিফাত হোসেন বলেছেন: ২. মন্তব্যের সাথে আংশিক একমত যে তাদের হাতে পুরোপুরি নিয়ন্ত্রণ নেই। তবে সব গুরুত্বপূর্ণ জায়গাতেই(যেমন: পুলিশ, র‍্যাব, বিজিবি, আর্মি) তাদেরই লোকজন রয়েছে। সেটা কিভাবে, আমি তা ব্যাখ্যা করতে চাচ্ছি না। আগ্রহ থাকলে ঘাটাঘাটি করে দেখতে পারেন। তথ্য/সাইবার/ডিজিটাল নিরাপত্তা আইনে সামুকে জড়ানোর ইচ্ছা নাই।
যেমন মানুষ তেমনি নেতৃত্ব!

২৫ শে জুলাই, ২০২৪ বিকাল ৪:২১

শাহ আজিজ বলেছেন: হুম , কোটার আওতায় ঐ ওরা ঢুকে বসে আছে । অর্ডার পেলেই গুলি চালাচ্ছে । আমি প্রথমেই পুরো কোটা সিস্টেম তুলে দেবার পক্ষে মত দিয়েছি । হাসিনা যদি জিদ করে গো ধরে বসে থাকে তাহলে আবারো সংঘর্ষ হবে ।

৭| ২৫ শে জুলাই, ২০২৪ দুপুর ২:০৮

শায়মা বলেছেন: আমার ভয় হচ্ছে কখন এটাও হারাই। :(

হারানোর কোনো কূল কিনারা বুঝতে পারছি না। :(

২৫ শে জুলাই, ২০২৪ বিকাল ৪:২৪

শাহ আজিজ বলেছেন: হুম , পুরাতন ইস্যু ধরে আবারো তা করতে পারে । তবে পিপলস পাওয়ার একটা আলাদা বিষয় । আজতক পিপলস পাওয়ারের কাছে সব স্বৈরতন্ত্র পরাজিত ।

৮| ২৫ শে জুলাই, ২০২৪ বিকাল ৩:১১

সামরিন হক বলেছেন: ব্যথা সকলের।

২৫ শে জুলাই, ২০২৪ বিকাল ৪:২৫

শাহ আজিজ বলেছেন: হুম, আসলেও তাই ।

৯| ২৫ শে জুলাই, ২০২৪ বিকাল ৩:৩৩

নজসু বলেছেন:



ডিজিটাল বাংলাদেশ কিছুদিন সম্পূর্ণ এনালগ থাকুক। :D

২৫ শে জুলাই, ২০২৪ বিকাল ৪:২৬

শাহ আজিজ বলেছেন: আমরাও তাই বলছিলাম ।

১০| ২৫ শে জুলাই, ২০২৪ বিকাল ৪:১৭

সোনাগাজী বলেছেন:



আওয়ামী লীগ এখন লা ঠিয়াল লীগ।
এটা কি কোটা আন্দোলন ছিলো, নাকি শিবিরের আক্রমণ ছিলো?


unction at() {
[native code]
}

২৫ শে জুলাই, ২০২৪ বিকাল ৪:২৭

শাহ আজিজ বলেছেন: এটা লীগের রাজাকারদের আক্রমন ছিল ।

১১| ২৫ শে জুলাই, ২০২৪ সন্ধ্যা ৭:৫৯

কামাল১৮ বলেছেন: দলগুলি গনতান্ত্রিক না হলে নতুন নেতৃত্ব গড়ে উঠবে না।

২৫ শে জুলাই, ২০২৪ রাত ৮:০২

শাহ আজিজ বলেছেন: খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট টেনেছেন ।

১২| ২৫ শে জুলাই, ২০২৪ রাত ৮:০২

কামাল১৮ বলেছেন: ফেসবুকে বেশি সক্রিয় জামাতিরা।সরকার এটা জানে।

২৫ শে জুলাই, ২০২৪ রাত ৮:৫৯

শাহ আজিজ বলেছেন: ইদানিং তাবলীগ জামাত খুব সক্রিয় ।

১৩| ২৬ শে জুলাই, ২০২৪ রাত ১২:২৭

মাহমুদুর রহমান সুজন বলেছেন: সত্য প্রকাশে এতো ভয় কেনো!

২৬ শে জুলাই, ২০২৪ সকাল ১০:২৬

শাহ আজিজ বলেছেন: সত্য যে কাপড় খুইলা নাঙ্গা করে দেয় ।

১৪| ২৬ শে জুলাই, ২০২৪ রাত ১২:৫৭

নতুন বলেছেন: প্রথম কয়েকদিনে যেই পরিমান ভিডিও ছবি ছড়িয়েছে তাতে সরকার ইমেজ বলতে কিছু বাকি নাই সভ্য দেশে।

সবার হাতেই মোবাইলেই আরো হাজারো ভিডিও ছবি আছে, সরকার সেইগুলি সবার সামনে প্রকাশ হতে দিতে চাইছে না।

কিন্তু সেটা সম্ভবনা।

২০২৫ সালে স্টারলিংক বাংলাদেশে কাজ শুরু করবে। কয়েক বছরে সারাদেশেই ছড়াবে। তখন সরকার ঘরে ঘরে গিয়ে ইন্টারনেট বন্ধ করতে পুলিশ আর্মি পাঠাবে। ;)

দেশের জনগন ভিপিএন সম্পর্কে জানে, দেশের সবাই ফেসবুক ব্যবহার করছে। আমি একটু আগেই বাড়ীতে কথা বললাম।

শুধুই প্রযুক্তি মুন্ত্রিই জানেনা যে ভিপিএন দিয়ে কি কি করা যায়। =p~

২৬ শে জুলাই, ২০২৪ সকাল ১০:২৩

শাহ আজিজ বলেছেন: মন্ত্রী তো এল এল বি , মানুষ ফাসাইতে জানে ।

১৫| ২৬ শে জুলাই, ২০২৪ সকাল ১০:১৭

জ্যাক স্মিথ বলেছেন: ফেসবুক বন্ধ থাকা আর না থাকা একই কথা, ভিপিএন দিয়ে সবাই ইউজ করতেছে।

২৬ শে জুলাই, ২০২৪ সকাল ১০:২৫

শাহ আজিজ বলেছেন: আমিও করেছি তবে স্লো কেন জানিনা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.