নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

শাহ্‌ সাহেবের ডায়রি।। হাসিনার পদত্যাগ ইস্যুতে রাষ্ট্রপতি মিথ্যাচার করেছেন: আসিফ নজরুল

২১ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৪:০৭



সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ইস্যুতে বর্তমান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মিথ্যাচার করেছেন- এমন মন্তব্য আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা আসিফ নজরুলের।দুপুরে সচিবালয়ে আইন মন্ত্রণালয়ে নিজ অফিসকক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি।

আইন উপদেষ্টা বলেন, তার এ পদে থাকার যোগ্যতা আছে কি না, এ নিয়ে প্রশ্ন রয়েছে। তিনি যদি তার বক্তব্যে অটল থাকেন, তাহলে বিষয়টি উপদেষ্টা পরিষদে আলোচনা হতে পারে।

দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরীর সঙ্গে আলাপকালে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগপত্রের বিষয়ে জানতে চাইলে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে বলেন, তিনি শুনেছেন শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন। তবে তার কাছে এর কোনো দালিলিক প্রমাণ নেই।

প্রেসিডেন্ট যা বল্লেনঃ শেখ হাসিনার পদত্যাগের কোনো দালিলিক প্রমাণ খুঁজে পাননি বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দিন। তিনি বলেছেন, ‘আমিও খুঁজছি (হাসিনার পদত্যাগপত্র), তিনি হয়তো সময় পাননি।’দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরীর সঙ্গে কথোপকথনে রাষ্ট্রপতি জানিয়েছেন, পাঁচ আগস্ট সকাল সাড়ে দশটায় বঙ্গভবনে ফোন এলো প্রধানমন্ত্রীর বাসভবন থেকে। বলা হলো, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গভবনে আসবেন মহামান্য প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাতের জন্য। এটা শুনেই প্রস্তুতি শুরু হলো বঙ্গভবনে। ঘণ্টাখানেকের মধ্যেই ফোন এলো তিনি আসছেন না।

মো. শাহাবুদ্দিন বলেন, ‘চারদিকে অস্থিরতার খবর। কী হতে যাচ্ছে জানি না। আমি তো গুজবের ওপর নির্ভর করে বসে থাকতে পারি না। তাই সামরিক সচিব জেনারেল আদিলকে বললাম খোঁজ নিতে। তার কাছেও কোনো খবর নেই। আমরা অপেক্ষা করছি। টেলিভিশনের স্ক্রলও দেখছি। কোথাও কোনো খবর নেই।’‘এক পর্যায়ে শুনলাম, তিনি দেশ ছেড়ে চলে গেছেন। আমাকে কিছুই বলে গেলেন না। যা সত্য তাই আপনাকে বললাম।’

রাষ্ট্রপতি আরও বলেন, ‘যাই হোক, সেনাপ্রধান জেনারেল ওয়াকার যখন বঙ্গভবনে এলেন তখন জানার চেষ্টা করেছি প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন কি না। একই জবাব। শুনেছি তিনি পদত্যাগ করেছেন। মনে হয় সে সময় পাননি জানানোর।’

‘সব কিছু যখন নিয়ন্ত্রণে এলো তখন একদিন মন্ত্রিপরিষদ সচিব এলেন পদত্যাগপত্রের কপি সংগ্রহ করতে। তাকে বললাম, আমিও খুঁজছি।’কথোপকথনের এক পর্যায়ে প্রেসিডেন্ট বললেন, ‘এ নিয়ে আর বিতর্কের কিছু নেই। প্রধানমন্ত্রী চলে গেছেন এটাই সত্য। তারপরও কখনো যাতে এ প্রশ্ন না ওঠে, সেজন্য সুপ্রিম কোর্টের মতামত নিয়েছি।’

বিবিধ

মন্তব্য ৩৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ২১ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৪:১৮

ডার্ক ম্যান বলেছেন: রাষ্ট্রপতিকে সরিয়ে দেয়ার জন্য এক ধরণের ট্র্যাপও হতে পারে

২১ শে অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৬:৪১

শাহ আজিজ বলেছেন: আমরা স্বাধীন দেশ পাওয়ার পর এরকমের সমস্যা এই প্রথম । খুব ভাল করে দেখতে হবে কি ঘটে ।

২| ২১ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৪:২০

মহাজাগতিক চিন্তা বলেছেন: খেলা তাহলে এখনো বাকী আছে। যারা এখন ক্ষমতায় আছেন তাদেরকেই এর বিহিত ব্যবস্থা করতে হবে।

২১ শে অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৬:৪২

শাহ আজিজ বলেছেন: আমরা স্বাধীন দেশ পাওয়ার পর এরকমের সমস্যা এই প্রথম । খুব ভাল করে দেখতে হবে কি ঘটে ।

৩| ২১ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৪:৫৩

প্রামানিক বলেছেন: প্রধান মন্ত্রী পালানোর পর দলিল লাগে না, দেশটা ভেসটেট প্রপারটি হয়ে যায় তখন যারা থাকে তারাই দেশের মালিক।

২১ শে অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৬:৪৩

শাহ আজিজ বলেছেন: আমরা স্বাধীন দেশ পাওয়ার পর এরকমের সমস্যা এই প্রথম । খুব ভাল করে দেখতে হবে কি ঘটে ।

৪| ২১ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৫:১৫

অরণি বলেছেন: ইহা ষড়যন্ত্রেরই অংশ। সুতরা সাবধান থাকতে হবে।

২১ শে অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৬:৪৩

শাহ আজিজ বলেছেন: আমরা স্বাধীন দেশ পাওয়ার পর এরকমের সমস্যা এই প্রথম । খুব ভাল করে দেখতে হবে কি ঘটে ।

৫| ২১ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৫:১৬

সৈয়দ মশিউর রহমান বলেছেন: অতিসত্তর রাষ্ট্রপতিকে না সরালে বিপদ অতিসন্নিকটে।

২১ শে অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৬:৪৪

শাহ আজিজ বলেছেন: আমরা স্বাধীন দেশ পাওয়ার পর এরকমের সমস্যা এই প্রথম । খুব ভাল করে দেখতে হবে কি ঘটে ।

৬| ২১ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৫:২৭

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: যেকোন সময় একটা ঝামেলা বাধাবে এরা। রাষ্ট্রপতিকে না সরালে ঝামোলা বাধবে।

২১ শে অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৬:৪৪

শাহ আজিজ বলেছেন: আমরা স্বাধীন দেশ পাওয়ার পর এরকমের সমস্যা এই প্রথম । খুব ভাল করে দেখতে হবে কি ঘটে ।

৭| ২১ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৫:২৯

Sayed Kutub বলেছেন: সব নাটক। রাস্ট্রপতিকে অপসারণের নাটক মঞ্চায়িত হচ্ছে।দেখা যাক কার পারফরম্যান্স সবার থেকে ভালো হয়।

২১ শে অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৬:৪৪

শাহ আজিজ বলেছেন: আমরা স্বাধীন দেশ পাওয়ার পর এরকমের সমস্যা এই প্রথম । খুব ভাল করে দেখতে হবে কি ঘটে ।

৮| ২১ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৫:৩০

রূপক বিধৌত সাধু বলেছেন: পদত্যাগের দলিল পাওয়া না গেলেও কি বলতে হবে পাওয়া গেছে? দলিল না খুঁজে তাকে দোষারোপ করা কেন?

২১ শে অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৬:৪৫

শাহ আজিজ বলেছেন: আমরা স্বাধীন দেশ পাওয়ার পর এরকমের সমস্যা এই প্রথম । খুব ভাল করে দেখতে হবে কি ঘটে ।

৯| ২১ শে অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৬:১৮

এস.এম.সাগর বলেছেন: পলাতক হাসিনার পদত্যাগ পত্র কেন লাগবে? পালিয়ে স্ত্রীর আবার ডিবোর্স পেপার লাগে?

১০| ২১ শে অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৬:১৯

এস.এম.সাগর বলেছেন: পলাতক হাসিনার পদত্যাগ পত্র কেন লাগবে? পালিয়ে যওয়া স্ত্রীর আবার ডিবোর্স পেপার লাগে?

২১ শে অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৬:৪৫

শাহ আজিজ বলেছেন: আমরা স্বাধীন দেশ পাওয়ার পর এরকমের সমস্যা এই প্রথম । খুব ভাল করে দেখতে হবে কি ঘটে ।

১১| ২১ শে অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৬:২১

সোনাগাজী বলেছেন:



পদত্যাগ-পত্র দরকার হলে ও উহা খুঁজে না'পেলে, উনাকে বললে নতুন করে পাঠিয়ে দিবেন নিশ্চয়।
ব্লগারদের কারো কপি লাগলে, সেটার ব্যবস্হাও নিশ্চয় করা হবে।

২১ শে অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৬:৪৬

শাহ আজিজ বলেছেন: আমরা স্বাধীন দেশ পাওয়ার পর এরকমের সমস্যা এই প্রথম । খুব ভাল করে দেখতে হবে কি ঘটে ।

১২| ২১ শে অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৭:১৭

সোনাগাজী বলেছেন:


লেখক বলেছেন: আমরা স্বাধীন দেশ পাওয়ার পর এরকমের সমস্যা এই প্রথম । খুব ভাল করে দেখতে হবে কি ঘটে ।

ইহা ১৯৭৫ সাল থেকে শুরু হয়েছে, প্রতিবার ইহা নতুন করে আসে।

২১ শে অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৭:৩৭

শাহ আজিজ বলেছেন: হুম , আমার স্মৃতিশক্তি লোপ পেয়েছে , আসলেই ৭৫ সালে তো প্রেসিডেন্টকে পুরা গায়েব করে দিয়েছিল ।

১৩| ২১ শে অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৭:১৮

ঢাকার লোক বলেছেন: পদত্যাগ করেছেন কি করেননি, কোনো বিষয় হতে পারে না ! কেউ মারা গেলে যেমন সে পদত্যাগ করেছিল কিনা দেখার দরকার নেই, তেমনি কেউ তার কর্মস্থলে গুরুতর অপরাধ করে কর্মস্থল ছেড়ে পালিয়ে গেলে এবং তার সাথে যোগাযোগ করার কোনো সুস্পষ্ট ঠিকানা বা উপায় না জানিয়ে অনির্দিষ্ট কাল অনুপস্থিত থাকলে, তাকে তার পদ থেকে অব্যাহতি দিতে তার পদত্যাগপত্রে আবশ্যক হতে পারে না !
একটা স্বার্থান্বেষী মহল পদত্যাগপত্র ইস্যু নিয়ে খামাখা হৈচৈ করছে !

২১ শে অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৭:৩৫

শাহ আজিজ বলেছেন: খুবই যুক্তিপূর্ণ কথা বলেছেন ।

১৪| ২১ শে অক্টোবর, ২০২৪ রাত ৯:১১

কামাল১৮ বলেছেন: আন্তর্জাতিক মহলও পদত্যাগপত্র দেখার দাবি তোলছে।

২১ শে অক্টোবর, ২০২৪ রাত ৯:৩৪

শাহ আজিজ বলেছেন: আরেকটি ক্যাচালের অপেক্ষায় । হাসিনা তার গ্রহণযোগ্যতা পুরোপুরি হারিয়ে ফেলল । ক্ষমতার লোভ সাংঘাতিক ।

১৫| ২১ শে অক্টোবর, ২০২৪ রাত ৯:১৮

কামাল১৮ বলেছেন: জনগন ক্ষমতা ফিরে না পাওয়া পর্যন্ত নানা সমস্যার উদ্ভব হবে।এখন প্রয়োজন জাতিসংঘের অধিনে নির্বাচন।

২১ শে অক্টোবর, ২০২৪ রাত ৯:৩৬

শাহ আজিজ বলেছেন: শেখ হাসিনা যেভাবে দিল্লি গেছে , তার পাসপোর্ট সারেন্ডার , নতুন ভ্রমন পাস , এগুলোও তো বিবেচনার বিষয় ।

১৬| ২১ শে অক্টোবর, ২০২৪ রাত ৯:৪৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: বাংলার লক্ষ্মণ সেন, নবাব সিরাজউদ্দৌলা পালিয়ে গিয়েছিলেন। মুঘল সম্রাটদেরও মনে হয় কেউ কেউ পালিয়ে গিয়েছিল। পালানোর পর পদত্যাগের প্রশ্ন অবান্তর। পৃথিবীর ইতিহাসেও সদ্যপালানো রাজা পাকশেসহ দেশপালানো আরো অনেক ডিক্টেটর আছে। কোনো হালায় তাগো পদত্যাগের ইস্যু নিয়া কি আলোচনা করছে? আলোচনা করলেও কি তার কোনো ফায়দা আছে?

তবে, আসিফ নজরুলের কথাগুলো একটু এক্সট্রিম হয়ে গেছে। এ অবস্থায় প্রেসিডেন্টের পদ ধরে রাখা প্রেসিডেন্টের জন্য সম্মানের না, আবার একই সরকার ব্যবস্থায় আসিফ নজরুল ও প্রেসিডেন্টের একসাথে বহাল থাকাও তাদের জন্য খুব স্বাভাবিক অবস্থা হবে বলে মনে হয় না। খবরে দেখলাম, প্রেসিডেন্টের বরাত দিয়ে বলা হচ্ছে এটা নিয়ে আর বিতর্ক সৃষ্টি না করার জন্য। এ কথায় অবশ্য প্রেসিডেন্টকে বিচক্ষণ মনে হয়েছে।

প্রতিদিন একটার পর একটা ইস্যু তৈরি হচ্ছে। অন্তর্বর্তী সরকার তো আসল কাজ করারই সুযোগ পাচ্ছে না।

শাহ আজিজ ভাই, আপনার উত্তরটা একটু ভিন্নভাবে দিয়েন এবার :)

২১ শে অক্টোবর, ২০২৪ রাত ১০:১৮

শাহ আজিজ বলেছেন: সদ্য পাওয়া চুপ্পু ভাইয়ের বিবৃতি --সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের বিষয়টি মীমাংসিত এবং এ বিষয়ে নতুন করে কোনো বিতর্ক সৃষ্টি করে অন্তর্বর্তী সরকারকে অস্থিতিশীল কিংবা বিব্রত করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। সোমবার (২১ অক্টোবর) রাষ্ট্রপতির কার্যালয়ের উপপ্রেস সচিব শিপলু জামানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, সাবেক প্রধানমন্ত্রীর পদত্যাগ ইস্যুতে রাষ্ট্রপতিকে উদ্ধৃত করে বিভিন্ন মিডিয়ায় যে প্রচারণা চালানো হয়েছে তা জনমনে বিভ্রান্তির সৃষ্টি করেছে। এ বিষয়ে রাষ্ট্রপতির পক্ষ থেকে সুস্পস্ট বক্তব্য হচ্ছে, ছাত্র-জনতার গণবিপ্লবের মুখে প্রধানমন্ত্রীর পদত্যাগ ও দেশত্যাগ, সংসদ ভেঙে দেয়া এবং বর্তমান অন্তর্বর্তী সরকারের সাংবিধানিক বৈধতার উপর যত ধরনের প্রশ্ন জনমনে উদ্রেক হয়েছে সেগুলোর যাবতীয় উত্তর স্পেশাল রেফারেন্স নং-০১/২০২৪ এ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের গত ৮ আগস্ট, ২০২৪ এর আদেশে প্রতিফলিত হয়েছে।আরও বলা হয়, সংবিধানের ১০৬ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি গত ৮ আগস্ট সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মতামত চাওয়ার প্রেক্ষিতে আপিল বিভাগ এই মতামত দিয়েছিলেন। মীমাংসিত এই বিষয়ে নতুন করে কোনো বিতর্ক সৃষ্টি করে অন্তর্বর্তীকালীন সরকারকে অস্থিতিশীল কিংবা বিব্রত করা থেকে বিরত থাকার জন্য রাষ্ট্রপতি সবার প্রতি আহ্বান জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মীমাংসিত এ বিষয়ে নতুন করে কোনো বিতর্ক সৃষ্টি করে অন্তর্বর্তী সরকারকে অস্থিতিশীল কিংবা বিব্রত করা থেকে বিরত থাকার জন্য মহামান্য রাষ্ট্রপতি সকলের প্রতি আহ্বান জানিয়েছেন। -----------------------------------।।

আসিফ নজরুল একটু বেশিই এগিয়ে গিয়েছিল , আশা করি তারা লাইন ঠিক করে এগিয়ে যাবে ।

১৭| ২১ শে অক্টোবর, ২০২৪ রাত ১০:২৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আমিও তাই মনে করি। শেখ হাসিনা পদত্যাগ করেছেন কী করেন নাই, তার পদত্যাগপত্র আছে কী নাই, সে বিষয়ের কোনো মূল্যই নাই, যখন তিনি ক্ষমতার লোভে ১৫৮১ জন ছাত্রজনতার রক্তে সুখ-স্থান করার পর গণরোষের কবল থেকে প্রাণ বাঁচানোর জন্য এক কলঙ্কময় ইতিহাস সৃষ্টির মাধ্যমে দেশ থেকে পালিয়ে গেছেন। এই নৃশংস ডাইনির পক্ষে যারা কথা বলে, মনে রাখবেন, তাদের মনও অমানবিক হিংস্রতায় পরিপূর্ণ, তারাও বিবেক বিবর্জিত নরপিশাচতুল্য।

আপনার উদ্ধৃতিটা ভালো লেগেছে শাহ আজিজ ভাই। ওটা জানানোর জন্যই মূলত আবার আসা। ধন্যবাদ।

১৮| ২২ শে অক্টোবর, ২০২৪ রাত ১:২০

উদাসীন মেঘ ১২১৯ বলেছেন: একটি সরকার (পড়ুন পতিত সরকার) পালিয়ে গেলো। পালিয়ে গেলো সরকার প্রধান। পালিয়ে যাওয়ার আগে অবৈধ ভোটচোর প্রধানমন্ত্রী পদত্যাগ করলো কি করলো না, তার পরিত্যক্ত দেশের জনগনের তাতে কিছুই যায় আসে না।পৃথিবীর কোন স্বৈরাচার পালিয়া যাওয়ার আগে 'পদত্যাগ পত্র' রেখে গেছে এমন কোন নজির নেই। তাছাড়া বউ পালিয়ে গেলে কাবিননামার কি কাম!

২২ শে অক্টোবর, ২০২৪ সকাল ৯:৪৭

শাহ আজিজ বলেছেন: মাইরের কিছুই হয় নাই তাই মাথা উচিয়ে পটর পটর করছে । রাষ্ট্রীয় আচারে একজন আশ্রয়প্রার্থী পলাতক রাষ্ট্র প্রধানের কথা বলারও অনুমতি চাই । আমার মনে হয় পালিয়ে যাওয়ার বিষয়টি পূর্ব পরিকল্পিত । কি সাঙ্ঘাতিক ডাইনীরে বাবা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.