নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নয়া দিগন্তের প্রধান শিরোনাম, ‘দেশে বিশৃঙ্খলার পেছনে রয়েছে ইন্ধনদাতারা’।
প্রতিবেদনে সেনাসদর আয়োজিত এক সংবাদ সম্মেলনে মিলিটারি অপারেশনস ডিরেক্টরেটের কর্নেল স্টাফ ইন্তেখাব হায়দার খানের বক্তব্য তুলে ধরা হয়।
দেশের আইনশৃঙ্খলা রক্ষায় গত দুই সপ্তাহে সেনাবাহিনীর কার্যক্রম সম্পর্কে ধারণা দিতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সেখানে সেনাবাহিনী দেশব্যাপী নানা ধরনের বিশৃঙ্খলার পেছনে ‘উদ্দেশ্যমূলক ইন্ধন’ দেখছে। দেশে অস্থিতিশীলতা তৈরি করাই এদের উদ্দেশ্য।
তবে এ ইন্ধনদাতা কারা, তাদের বলার মতো কোনো পরিচয় আছে কি না এবং তাদের উদ্দেশ্য কী সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো কিছু বলা হয়নি।
কিন্তু তারা কী চায় সেটা সবাই জানে বলে মন্তব্য করেছেন মি. খান।
তিনি বলেন, “তারা দেশে একটা অরাজক পরিস্থিতি তৈরি করতে চায়। ইন্ধনদাতারা সবসময় ছিল, থাকবে। কিন্তু আমরা যারা সাধারণ জনতা তাদের দায়িত্ব হচ্ছে ইন্ধনে প্ররোচিত না হওয়া।”
২৯ শে নভেম্বর, ২০২৪ রাত ৮:৩০
শাহ আজিজ বলেছেন: হুম , কথা সত্যি । কিন্তু কে ক্যামনে করবে দমন ।
২| ২৯ শে নভেম্বর, ২০২৪ রাত ৮:৫৬
জেনারেশন৭১ বলেছেন:
কর্ণেল ষ্টাফ বলেছেন, "আমরা যারা সাধারণা জনতা ..."; আসলেই তো, আমাদের সেনা অফিসারেরা সাধারণ জনতা!
২৯ শে নভেম্বর, ২০২৪ রাত ৯:৫২
শাহ আজিজ বলেছেন: মানে ব্লাডি সিভিলিয়ান ।
৩| ২৯ শে নভেম্বর, ২০২৪ রাত ৯:২০
জেনারেশন৭১ বলেছেন:
জিয়া, এরশাদ, মইন, ওয়াকারের মত সাধারণ জনতারা ভারতের ক্ষমতা দখল করতে পারেনি বলেই ওরা আজকের বিশ্বে ৪র্থ অর্থনীতি, আমারা ইয়েমেন!
২৯ শে নভেম্বর, ২০২৪ রাত ৯:৫৩
শাহ আজিজ বলেছেন: হুম , আসলেও তাই--------------------------------
৪| ২৯ শে নভেম্বর, ২০২৪ রাত ৯:২৩
বিষাদ সময় বলেছেন: বিশৃঙ্খলায় ইন্ধনদাতারা
এই আবিষ্কারের জন্য নোবেল পাওয়ার সম্ভাবনা আছে। সরাক্ষণ মুখে বলবে ১৫ বছরের ফ্যাসিস্ট সরকার আর আশা করবে ফ্যাসিস্ট ক্ষমতাচ্যুত হয়ে ললিপপ খাবে।
সেনাবাহিনীকে জনগনের বন্ধু না, রাষ্ট্রের রক্ষক হতে হবে আর জনগনের বন্ধু হতে হবে পুলিশকে। না হলে এ খেলা কোন দিন শেষ হবে না।
২৯ শে নভেম্বর, ২০২৪ রাত ৯:৫৩
শাহ আজিজ বলেছেন: জী , সঠিক বলেছেন ।
৫| ২৯ শে নভেম্বর, ২০২৪ রাত ৯:২৬
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সে উঠতে-বসতে এ-কথা বলতো, জামাত-বিএনপি এ দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায়। কী অবাক কাণ্ড, দেশ থেকে পালিয়ে গিয়ে এখন সে নিজেই পুরো দেশটাকে ব্যর্থ করতে উঠে-পড়ে লেগেছে। দেশের সমস্ত নৈরাজ্যের মূলে একজনই - পলাতকা স্বৈরাচারী খুনি হাসিনা।
২৯ শে নভেম্বর, ২০২৪ রাত ৯:৫৫
শাহ আজিজ বলেছেন: তাকে ফাঁসি দিলেও আশা মিটবে না ।
৬| ২৯ শে নভেম্বর, ২০২৪ রাত ১০:৩৪
জেনারেশন৭১ বলেছেন:
শেখ হাসিনাকে ঠিকই উনার বাবার মতো হত্যা করার জন্য সবই ব্যবস্হা নেয়া হয়েছিলো; উহা ফেইল করেছে মিলিটারীতে শেখ হাসিনার লোকজন থাকাতে।
২৯ শে নভেম্বর, ২০২৪ রাত ১১:৩০
শাহ আজিজ বলেছেন: হুম , বাবা - তাই নাকি ?
৭| ৩০ শে নভেম্বর, ২০২৪ ভোর ৬:০২
কামাল১৮ বলেছেন: সবাই যখন জানে,তাকে কষ্ট করে বলার দরকারটা কি।প্রয়োজন হলো ব্যবস্থা করা।
৮| ৩০ শে নভেম্বর, ২০২৪ সকাল ৯:৪২
ক্লোন রাফা বলেছেন: আগামি ১৫ বছর এই বয়ান চলবে! সৈরাচার দেশে বিশৃংখলার জন্য দায়ি। অলরেডি ব্লগের সনামধন্যরা কোরাস শুরু করে দিয়েছে! শেখ হাসিনার শত্রু ছিলো পুরো স্বাধীনতা বিরোধী সহ। খাওয়া , হাওয়া ও খোয়াব ভবনের বাসিন্দা ও চাটুকারেরা। তাদেরকে কন্ট্রোলে রাখা খুবই কঠিন ছিলো।
আর এখন দেশেই নাই এমন একজন’কে নিয়ে ত্রাহি হোলে জনগনের জন্য দুঃসংবাদই বলতে হবে!
৯| ৩০ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৩১
রাজীব নুর বলেছেন: শেখ হাসিনা গ্রেট লিডার। হ্যা তার দলের কিছু লোক বেলাইনে চলে গিয়েছিলো। এজন্যই আজ এই অবস্থা। তবে এখন যারা আছেন, তারা ভালো কিছু করতে পারছে না। তারা দেশকে পাকিস্তান করতে চায়।
৩০ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৩৪
শাহ আজিজ বলেছেন:
©somewhere in net ltd.
১| ২৯ শে নভেম্বর, ২০২৪ রাত ৮:২৪
সৈয়দ কুতুব বলেছেন: চুলের সেনাবাহিনী! সকল টেন্ডার তারা পাচ্ছে। ধান্দা সামলাক তারা দেশ না সামলিয়ে। মুখ খারাপ করলাম সিনিয়র! মনে কিছু নিয়েন না।