নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

শাহ সাহেবের ডায়রি ।। দেশের স্বার্থে আমরা কাজ করে যাচ্ছি: সেনাপ্রধান

০১ লা ডিসেম্বর, ২০২৪ দুপুর ১:১৮





সেনাবাহিনী দেশের ক্রান্তিকালে কাজ করে যাচ্ছে। দিনরাত পরিশ্রম করে যাচ্ছে। দেশ ও জাতির স্বার্থে আমরা কাজ করে যাচ্ছি। সবাই মিলে কাজ করলে দেশের এই ক্রান্তিলগ্ন থেকে বের হওয়া যাবে বলে মন্তব্য করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। আজ রবিবার (১ ডিসেম্বর) সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা সেনা সদস্যদের সংবর্ধনা ও সেনাবাহিনীর শান্তিকালীন পদক প্রদান অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।


সেনাপ্রধান বলেন, আমরা যেন দেশ জাতিকে একটি ভালো ও নিরাপদ জায়গায় নিয়ে যেতে পারি সেজন্য কাজ করে যাচ্ছি। দেশের যে পরিস্থিতি চলছে, সেখান থেকে কীভাবে বেরিয়ে আসা যায় সেভাবে আমরা কাজ করছি। অনুষ্ঠানটি ঢাকা সেনানিবাসস্থ ‘আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্স’ এ মহান স্বাধীনতা যুদ্ধে সেনাবাহিনীর খেতাবপ্রাপ্ত এবং অন্যান্য বীর মুক্তিযোদ্ধা সেনাসদস্য ও তাদের নিকটাত্মীয়দের সংবর্ধনার জন্য আয়োজন করা হয়। অনুষ্ঠানে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান খেতাবপ্রাপ্ত ও বীর মুক্তিযোদ্ধা সেনাসদস্য এবং তাদের নিকটাত্মীয়দের সাথে কুশলাদি বিনিময় করেন।


এছাড়াও ২০২৩-২০২৪ অর্থ বছরে শান্তিকালীন সময়ে বিভিন্ন বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ পাঁচ জন সেনাবাহিনী পদক (এসবিপি), পাঁচ জন অসামান্য সেবা পদক (ওএসপি) ও ১৮ জন বিশিষ্ট সেবা পদক (বিএসপি) প্রাপ্ত সর্বমোট ২৮ জন সেনাসদস্যকে পদক পরিয়ে দেন। অনুষ্ঠানের শুরুতে খেতাবপ্রাপ্ত ও বীর মুক্তিযোদ্ধা সেনাসদস্যদের মহান মুক্তিযুদ্ধকালীন বীরত্বগাঁথা এবং শান্তিকালীন পদক প্রাপ্ত সেনাসদস্যদের প্রশংসনীয় কর্মকাণ্ডের সারসংক্ষেপ তুলে ধরা হয়।


উল্লেখ্য, দেশের স্বাধীনতা সংগ্রামে বীর মুক্তিযোদ্ধা সেনাসদস্যদের অবদানকে চিরস্মরণীয় করে রাখতে প্রতিবছর সেনাসদর এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে থাকে। অনুষ্ঠানে খেতাবপ্রাপ্ত ও বীর মুক্তিযোদ্ধা সেনাসদস্য, তাঁদের নিকটাত্মীয়, ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা ও সেনাসদস্যগণ, আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং গণমাধ্যম ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০১ লা ডিসেম্বর, ২০২৪ দুপুর ১:৫৪

সৈয়দ কুতুব বলেছেন: কি যে কাজ করছে তার বরকতে অপরাধ বেড়ে গেছে। তিনমাসে ৬০০ ধর্ষণ হয়েছে দেশে ।

০১ লা ডিসেম্বর, ২০২৪ দুপুর ২:০৪

শাহ আজিজ বলেছেন: পর্যাপ্ত পুলিশিং এর অভাবে অপরাধের মাত্রা বেড়েছে ।

২| ০১ লা ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:১৩

নাহল তরকারি বলেছেন: সেনাবাহিনীর এই দুঃসময়ে তাদের নিরলস পরিশ্রম ও দেশের জন্য অগ্রণী ভূমিকার জন্য অসীম শ্রদ্ধা জানাই। বীর মুক্তিযোদ্ধাদের সম্মান জানাতে ও শান্তিকালীন পদক প্রদান অনুষ্ঠানের আয়োজন একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই উদ্যোগ দেশপ্রেম ও জাতীয় ঐক্যের উজ্জ্বল দৃষ্টান্ত।

০১ লা ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:২৬

শাহ আজিজ বলেছেন: সহমত ।

৩| ০১ লা ডিসেম্বর, ২০২৪ রাত ৮:২৬

জেনারেশন৭১ বলেছেন:



সবাই তো দেশের ভালোর জন্য সেনাবাহিনীর সাথে মিলেমিশে সেনাবাহিনীতে কাজ করতে চায়।

০১ লা ডিসেম্বর, ২০২৪ রাত ৮:৪০

শাহ আজিজ বলেছেন: কিছু কিছু সেনা অফিসার তা চায় না ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.