নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

শাহ সাহেবের ডায়রি ।। আমরা উকিলরা কেউ চিন্ময়ের পক্ষে দাঁড়াবো না , না এবং না

০৩ রা ডিসেম্বর, ২০২৪ দুপুর ১২:৪২




সাবাস বাংলাদেশের উকিল ।

মন্তব্য ৩১ টি রেটিং +১/-০

মন্তব্য (৩১) মন্তব্য লিখুন

১| ০৩ রা ডিসেম্বর, ২০২৪ দুপুর ১:০০

শাহিন-৯৯ বলেছেন:


ন্যায় বিচার পাওয়া সকল ব্যাক্তির সাংবিধানিক অধিকার, উনার যতটুকু অপরাধ ততটুকু শাস্তি উনার প্রাপ্য তারচেয়ে এক দিন বেশি শাস্তি হওয়া উনার সাথে অন্যায় হয়েছে বলে গণ্য হবে। আইনজীবির কাজ তার মক্কেলকে আইনের বিষয় অবহিত করা সাথে আদলতে মক্কেলের জন্য ন্যায় বিচারের জন্য লড়াই করা।

সরকারের নিজের পক্ষ থেকে তাকে উকিল নিয়োগ দেওয়া প্রয়োজন ছিল।

০৩ রা ডিসেম্বর, ২০২৪ দুপুর ১:০৪

শাহ আজিজ বলেছেন: আমিও তাই জানি , দেখি সরকার কি করে।

২| ০৩ রা ডিসেম্বর, ২০২৪ দুপুর ১:১৯

মহাজাগতিক চিন্তা বলেছেন: আমরা উকিলরা কেউ চিন্ময়ের পক্ষে দাঁড়াবো না , না এবং না তাহলে সরকার তার পক্ষে উকিল কিভাবে দিবে? চিন্ময়ের মুক্তি যারা চায় উকিল তারা দিবে।

৩| ০৩ রা ডিসেম্বর, ২০২৪ দুপুর ১:২২

মেঘনা বলেছেন: চিন্ময় কৃষ্ণ আপনার জানা মতে ঠিক কী অপরাধ করছে।

০৩ রা ডিসেম্বর, ২০২৪ দুপুর ১:৩৯

শাহ আজিজ বলেছেন: গত ২৫ অক্টোবর বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চ চট্টগ্রামে একটি মহাসমাবেশ আয়োজন করে। এই মঞ্চের মুখপাত্র ছিলেন চিন্ময় কৃষ্ণ দাস। মহাসমাবেশের পর ৩১ অক্টোবর বিএনপি নেতা ফিরোজ খান চট্টগ্রামের কোতোয়ালি থানায় চিন্ময়ের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ এনে রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের করেন।


শক্ত মামলা নয় , জামিন হয়ে যাবে ।

৪| ০৩ রা ডিসেম্বর, ২০২৪ দুপুর ১:২২

শাহিন-৯৯ বলেছেন:

মহাজাগতিক চিন্তা বলেছেন: আমরা উকিলরা কেউ চিন্ময়ের পক্ষে দাঁড়াবো না , না এবং না তাহলে সরকার তার পক্ষে উকিল কিভাবে দিবে? চিন্ময়ের মুক্তি যারা চায় উকিল তারা দিবে।

মুক্তির বিষয় আসছে কেন? ন্যায় বিচার আর মুক্তি ভিন্ন জিনিস। মুক্তি দিতেই হবে এটা হলো শক্তি প্রদর্শন। সরকারের নিয়োগকৃত পিপি থাকে প্রতিটি আদালতে তার কাজ আইনের সাংবিধানিক অধিকার নিশ্চিত করা।

৫| ০৩ রা ডিসেম্বর, ২০২৪ দুপুর ১:৩২

নতুন বলেছেন: পক্ষে দাড়াবেনা এটা ঠিক না।

উকিলরা খুনি, ধর্ষক সব রকমের দূনিতিবাজের বিরুদ্ধে দাড়াচ্ছে,

এখন উনার পক্ষে না দাড়ানোর স্টান্ডবাজী করছে।

উনাকে ন্যায় বিচার দিতে হবে, উনি অন্যায় করলে তার সাজা দিতে হবে।

বর্তমানে অবশ্য কট্টরবাদী হিন্দুরা একটু চুপ আছে এই বিষয়ে। অনেক সময় চুপ থাকাটাও ঝড়ের আভাস।

০৩ রা ডিসেম্বর, ২০২৪ দুপুর ১:৪৩

শাহ আজিজ বলেছেন: আমি নিজেও পরিস্কার জানতাম না তার বিরুদ্ধে অভিযোগটা কি ? এখন হোম ওয়ার্ক করে দেখি খুবই ঠুনকো বিষয় , ইস্কনের গেরুয়া ত্যানা বাংলাদেশের পতাকার উপরে উড়িয়েছিল ।

৬| ০৩ রা ডিসেম্বর, ২০২৪ দুপুর ১:৪৩

নান্দাইলের ইউনুছ বলেছেন:



এটা খুবই অন্যায় ও অমানবিক আচরণ।

আইনী সহায়তা পাওয়া একটি অধিকার। সারা পৃথিবীতে এটা স্বীকৃত।
আগামীতে জুলাই গন্ডগোলেরর নেতাদেরও বিচার হবে এই বাংলাদেশে।
তখন কি তারা আইনী সহায়তা পাবে না।

সেই দিন বেশী দূরে নয় জুলাই বিপ্লবীদের বিচার হবে। তাদের ফাঁসি হবে।

০৩ রা ডিসেম্বর, ২০২৪ দুপুর ১:৪৬

শাহ আজিজ বলেছেন: চিন্ময়কে নিয়ে হাউকাউ বেশি হয়ে গেছে ।

৭| ০৩ রা ডিসেম্বর, ২০২৪ দুপুর ১:৪৫

নান্দাইলের ইউনুছ বলেছেন:

০৩ রা ডিসেম্বর, ২০২৪ দুপুর ১:৩৯০

লেখক বলেছেন: গত ২৫ অক্টোবর বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চ চট্টগ্রামে একটি মহাসমাবেশ আয়োজন করে। এই মঞ্চের মুখপাত্র ছিলেন চিন্ময় কৃষ্ণ দাস। মহাসমাবেশের পর ৩১ অক্টোবর বিএনপি নেতা ফিরোজ খান চট্টগ্রামের কোতোয়ালি থানায় চিন্ময়ের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ এনে রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের করেন।


শক্ত মামলা নয় , জামিন হয়ে যাবে ।


জাতীয় পতকার সব চেয়ে বেশী অপমান অবমাননা করেছে তথাকথিত জুলাই বিপ্লবীরা। তাদের কঠিন শাস্তি দিতে হবে। নৈলে এই সব দাসফাস দের নিয়ে হৈচৈ করে কোন লাভ হবে না।

০৩ রা ডিসেম্বর, ২০২৪ বিকাল ৩:২৩

শাহ আজিজ বলেছেন: জুলাই বিপ্লবীদের পতাকা অবমাননা নিয়ে কিছু লিখুন ।

৮| ০৩ রা ডিসেম্বর, ২০২৪ দুপুর ২:২৮

মেঠোপথ২৩ বলেছেন: এটা ভাল খবর নয় । আইনি সহায়তা একজন নাগরিকের মৌ্লিক অধিকার । বর্তমান সরকার করছেটা কি? আগরতলায় বাংলাদেশি দুতাবাস আক্রমনের পর সরকারের তরফ থেকে জোরালো কোন পদক্ষেপ নিতে একেবারেই দেখা যাচ্ছে না। এক আসিফ নজরুল শুধু বিবৃতি দিয়েছে তাও আবার ফেসবুকে!! বাদ বাকি উপদেষ্টাদের কার্যত দেখাই যাচ্ছে না কোথাও। অথচ এই সময়ে দরকার ছিল সরকারের উপদেষ্টাদের অফিসিয়াল ব্রিফিং এর মাধ্যমে ভারতের বিভিন্ন উস্কানিমুলক কর্মকান্ডের বিষয়ে বাংলাদেশের অবস্থান ব্যখ্যা করা। ভারতীয় রাস্ট্রদুতের সাথে বৈঠকে বসে উত্তেজনা নিরসনে পদক্ষেপ নেয়া। বাংলাদেশের হিন্দু জোটের নেতাদের সামনে এনে দেশের প্রকৃত অবস্থা তুলে ধরার প্রয়াস নেয়া। এসব কোণ কিছুই করতে দেখা যাচ্ছে না উপদেষ্টাদের।

দেশের জনগনের জন্য স্বস্তিদায়ক ও শান্তিপুর্ন পরিবেশ নিশ্চিত করার দ্বায়িত্ব দেশের সরকারের। বিগত বেশ কয়েকদিন ধরে যে ধরনের আতংকময় ও উত্তেজনাময় পরিবেশ সৃষ্টি হয়েছে তা সামাল দিতে সরকারের ব্যার্থতার চিহ্ন এখন স্পষ্ট।

৯| ০৩ রা ডিসেম্বর, ২০২৪ দুপুর ২:৩১

নতুন বলেছেন: জাতীয় পতকার সব চেয়ে বেশী অপমান অবমাননা করেছে তথাকথিত জুলাই বিপ্লবীরা। তাদের কঠিন শাস্তি দিতে হবে। নৈলে এই সব দাসফাস দের নিয়ে হৈচৈ করে কোন লাভ হবে না।



B-))

যারা আয়ামীলীগের এতো বড় অন্যায়ের পক্ষে কথা বলে তাদের ভাবনা সম্পর্কে জানতে ইচ্ছে করে। ;)

হারপিক মজুমদারের বিষয়ে কিছুটা জানি, উনি দেওয়ানবাগীর মুরিদ, তিনি আয়ামীলীগের মুরিদ হতেই পারেন।

১০| ০৩ রা ডিসেম্বর, ২০২৪ দুপুর ২:৩৩

নতুন বলেছেন: নান্দাইলের ইউনুছ বলেছেন: <<<<<

জাতীয় পতকার সব চেয়ে বেশী অপমান অবমাননা করেছে তথাকথিত জুলাই বিপ্লবীরা। তাদের কঠিন শাস্তি দিতে হবে। নৈলে এই সব দাসফাস দের নিয়ে হৈচৈ করে কোন লাভ হবে না।




B-))

যারা আয়ামীলীগের এতো বড় অন্যায়ের পক্ষে কথা বলে তাদের ভাবনা সম্পর্কে জানতে ইচ্ছে করে। ;)

হারপিক মজুমদারের বিষয়ে কিছুটা জানি, উনি দেওয়ানবাগীর মুরিদ, তিনি আয়ামীলীগের মুরিদ হতেই পারেন।

১১| ০৩ রা ডিসেম্বর, ২০২৪ বিকাল ৩:২৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আইনি সহায়তা পাওয়া একজন নাগরিকের মৌলিক অধিকার। সঠিক বিচারিক প্রক্রিয়ায়ই তার অপরাধ বেরিয়ে আসুক এবং প্রাপ্য শাস্তি পাক।

আমাদের জয়পাড়ার কুদ্দুস ভাই এবার প্রতি-বিপ্লব ঘটাইয়াই ফালাইব। তার জন্য অজস্র অভিনন্দন। আমি বিখ্যাত পচার দোকান থেকে ৫সের রসগোল্লা নিয়া তার জন্য দাঁড়াইয়া আছি :)

০৩ রা ডিসেম্বর, ২০২৪ বিকাল ৩:৪০

শাহ আজিজ বলেছেন: কুদ্দুসটা কে ?

১২| ০৩ রা ডিসেম্বর, ২০২৪ বিকাল ৪:২৯

মেঘনা বলেছেন: চিন্ময় বাবু কে গ্রেপ্তার করা হয়েছে সরকারের সমর্থকগোষ্ঠীর অভ্যন্তরীণ চাপে। এখন ইউনিস সরকার এইটা কিভাবে সামলায় সেইটাই দেখার বিষয়। কারন্ ইস্কন একটা ইন্টারন্যাশনাল সংগঠন, হেড অফিস আমেরিকা।

১৩| ০৩ রা ডিসেম্বর, ২০২৪ বিকাল ৪:৩২

নতুন বলেছেন: মেঘনা বলেছেন: চিন্ময় বাবু কে গ্রেপ্তার করা হয়েছে সরকারের সমর্থকগোষ্ঠীর অভ্যন্তরীণ চাপে।

মেঘনা আপনিও কি আফসোসলীগের কর্মী

১৪| ০৩ রা ডিসেম্বর, ২০২৪ বিকাল ৫:০২

মেঘনা বলেছেন: শেখ হাসিনাকে বিতাড়িত করার পর, ইউনিস সাহেবের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের কাছে দেশের সাধারণ জনগণ, রাজনীতিক দল, বিভিন্ন পেশা ভিত্তিক সংগঠন বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে বিভিন্ন দাবি পেশ করেছে। সংখ্যালঘু সনাতনী রাও নিজেদের নিরাপত্তার কথা মাথায় রেখে নিরাপত্তা বিষয়ক হাট দফা দাবি জানাইসে। এই দাবিগুলি রাষ্ট্রের জন্য কোন হুমকি না, খুবই নিরীহ দাবি। কিন্তু সরকার এবং সমন্বয়রা

১৫| ০৩ রা ডিসেম্বর, ২০২৪ বিকাল ৫:০৫

মেঘনা বলেছেন: আগের মন্তব্য এর বাকি অংশ।

এগুলোকে গুরুত্ব দেন নাই। যার জন্যই চিন্ময় বাবুর মত সনাতনী নেতার আবির্ভাব হয়েছে। সরকারকে বুঝতে হবে বাংলাদেশের সংখ্যালঘুরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।

১৬| ০৩ রা ডিসেম্বর, ২০২৪ বিকাল ৫:৩২

পবন সরকার বলেছেন: উকিলদের জন্য চা পাওনা রইল

১৭| ০৩ রা ডিসেম্বর, ২০২৪ বিকাল ৫:৩৮

জেনারেশন৭১ বলেছেন:



উহাকে কিজন্য গ্রেফতার করা হয়েছে?

০৩ রা ডিসেম্বর, ২০২৪ রাত ৮:২১

শাহ আজিজ বলেছেন: আমাদের দেশের পতাকার উপরে গেরুয়া ত্যানা উড়িয়েছিল ।

১৮| ০৩ রা ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৩৩

আজব লিংকন বলেছেন: জেনারেশন৭১ বলেছেন: উহাকে কিজন্য গ্রেফতার করা হয়েছে?
দিস কমেন্ট মেড মাই ডে।
ও গড। হা হা হা

১৯| ০৪ ঠা ডিসেম্বর, ২০২৪ ভোর ৫:০৭

নান্দাইলের ইউনুছ বলেছেন:


অবৈধ আবালরা তো আর সারা জীবন থাকবে না।

২০| ০৪ ঠা ডিসেম্বর, ২০২৪ ভোর ৫:৫৯

নান্দাইলের ইউনুছ বলেছেন:



এ্ই সরকারের আমলে একটা অর্জন হয়েছে। সেটা হচ্ছে - আর্মিরা পুলিশে পরিণত হয়েছে।

২১| ০৪ ঠা ডিসেম্বর, ২০২৪ সকাল ১০:৪৪

রাজীব নুর বলেছেন: সময়ের ব্যাপার। সব ঠিক হয়ে যাবে।

২২| ০৪ ঠা ডিসেম্বর, ২০২৪ সকাল ১১:৪৭

ধুলো মেঘ বলেছেন: একজন আইনজীবী তো ছিল। অন্যেরা নাকি তাকে মেরে ধরে হাসপাতালে পাঠিয়ে দিয়েছে? ওপারের দাদারা তো সেটাই বলে বেড়াচ্ছে।

২৩| ০৪ ঠা ডিসেম্বর, ২০২৪ দুপুর ১:১৫

নতুন বলেছেন: আইনজীবি সহকর্মী হত্যা করেছে বলে তার পক্ষে কেউ দাড়াবেনা এটা ঠিক আছে।

কিন্তু কেউ দাড়াতে চাইলে বাধা দেওয়া অন্যায়।

ভারত যেই গুজব ছড়াচ্ছে এটার বিরুদ্ধে আলোচনা করা দরকার।

০৪ ঠা ডিসেম্বর, ২০২৪ দুপুর ১:৩৭

শাহ আজিজ বলেছেন: শুরু করুন একটা আলোচনা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.