নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চিকিৎসার জন্য ভারতে যাওয়া বাংলাদেশি রোগীদের বয়কট না করার সিদ্ধান্ত ঘোষণা করেছে দেশটির চিকিৎসকদের কেন্দ্রীয় সংগঠন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন (আইএম)। বুধবার কলকাতায় এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দিয়েছে সংগঠনটির পশ্চিমবঙ্গ শাখা।
আইএমএর পশ্চিমবঙ্গ শাখার সদস্য ও চিকিৎসক এন কাঞ্জিলাল এবং কৌশিক চৌধুরী সংবাদ সম্মেলনে কথা বলেছেন। এ সময় তারা বলেন, চিকিৎসা পরিষেবা নিতে পশ্চিমবঙ্গে আসা রোগীদের দেশের জাতীয় পতাকা প্রণাম করে ঢোকা এবং রোগী না দেখা চিকিৎসা নিয়মের পরিপন্থী। চিকিৎসকদের কাছে সকল রোগী রোগীই। চিকিৎসকদের কাছে রোগীদের কোনও জাত, ধর্ম ও দেশ হয় না।
ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের ওই দুই সদস্য বলেন, ভারতে আসা বাংলাদেশি রোগীদের কোনোভাবেই চিকিৎসা বন্ধ কিংবা হয়রানি করা যাবে না। বাংলাদেশি রোগীদের চিকিৎসা দিতেই হবে।
ঢাকা পোস্ট
০৫ ই ডিসেম্বর, ২০২৪ সকাল ১০:০১
শাহ আজিজ বলেছেন: হুম , ভিসা ইস্যুও বন্ধ মনে হয় ।
২| ০৫ ই ডিসেম্বর, ২০২৪ সকাল ১১:১৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
এন কাঞ্জিলাল ও কৌশিক চৌধুরী ভালো কথা বলেছেন। তাদের মাহাত্ম্যের জন্য তাদের ধন্যবাদ জানাই।
বাংলাদেশের রোগী যোগাড় করার জন্য অনেক মিডিয়া গ্রুপ আছে, যারা এটাকে পেশা হিসাবে নিয়েছে। বাংলাদেশের রোগী দেখা বন্ধ হলে তারাই প্রতিবাদ করতে এগিয়ে আসবে।
গরু বেচাকেনাসহ দুই দেশের মধ্যকার ব্যবসার ব্যাপারটা অনেক জটিল। ভারত সরকার ঘোষণা দিয়া হুট করে এ ব্যবসা বন্ধ করতে পারবে না, তাহলে ভারতীয় ব্যবসায়ীরাই প্রথম প্রতিবাদ করবে। এটা তাদের ব্যবসা, জীবন ধারণের উপায়, কোনো ছেলেখেলা না।
অন্যদিকে ভারতীয় মিডিয়া যত লাফালাফিই করুক না কেন, এখানেও তাদের দুটো উদ্দেশ্য থাকে, এক। প্রোপাগান্ডা, দুই। যত নেগেটিভ প্রপাগান্ডা, তত বেশি ভিউস, তত অনলাইন ইনকাম। সুতরাং, সবকিছুতে আমাদেরও প্রতিক্রিয়াশীল না হলেও চলবে।
০৫ ই ডিসেম্বর, ২০২৪ সকাল ১১:৩১
শাহ আজিজ বলেছেন: প্রচুর শাড়ি উদ্ধার সীমান্ত থেকে । কলকাতা নিউ মার্কেট বন্ধ প্রায় ঢাকা নিউমার্কেট চাল্লু জমজমাট
৩| ০৫ ই ডিসেম্বর, ২০২৪ সকাল ১১:৫২
ধুলো মেঘ বলেছেন: ভিসা বন্ধ করে দিলে কারা সেখানে চিকিৎসা নিতে যাবে?
০৫ ই ডিসেম্বর, ২০২৪ দুপুর ১:১৯
শাহ আজিজ বলেছেন: খুলে দেবে , এই খুলে দিল বলে । আমাদের দরকার ভাল চিকিৎসা আর ওদের দরকার কড়ি ।
৪| ০৫ ই ডিসেম্বর, ২০২৪ দুপুর ১২:৪৫
মেঠোপথ২৩ বলেছেন: একটা ভিডিওতে দেখলাম , ভারতীয় একটা হাসপাতাল ঘোষনা দিয়েছে যে, বাংলাদেশীদের রোগীদের ক্ষেত্রে ১০% ডিসকাউন্ট
০৫ ই ডিসেম্বর, ২০২৪ দুপুর ১:২১
শাহ আজিজ বলেছেন: এই তো ----------কড়ির টানে কাপড় খুলতে রাজি দিদি ।
৫| ০৫ ই ডিসেম্বর, ২০২৪ দুপুর ১:১৬
রাজীব নুর বলেছেন: ভারত ছাড়া আমাদের উপায় নাই।
কেনাকাটা বলুন, চিকিৎসা বলুন, শিক্ষা বলুন, ভ্রমন বলুন, আমদানি বলুন। কাজেই নিজেদের স্বার্থে আমাদের ভারতের সাথে সুসম্পর্ক রাখিতে হইবে।
০৫ ই ডিসেম্বর, ২০২৪ দুপুর ১:২৩
শাহ আজিজ বলেছেন: সোনাগাছির চাহিদাও আছে দাদা-----------------------
©somewhere in net ltd.
১| ০৫ ই ডিসেম্বর, ২০২৪ সকাল ৯:৫৩
সৈয়দ মশিউর রহমান বলেছেন: ডাক্তারদের কোন ধর্ম হয়না তারা ধর্মের উর্দ্ধে তাছাড়ও ভারতের কিছু চিকিৎসালয় বাংলাদেশকে কেন্দ্রকরে গড়ে উঠেছে সেগুলো কী হবে যদি বাংলাদেশীরা না যায়?