নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

শাহ সাহেবের ডায়রি ।। ক্যাডার কর্মকর্তারা বিধি ভাঙলে সরকারের কী করার আছে?

৩০ শে ডিসেম্বর, ২০২৪ দুপুর ১২:৪২



বাংলাদেশে অন্তর্বর্তী সরকার ঘোষিত জনপ্রশাসন সংস্কার কমিশনের সম্ভাব্য সুপারিশ ঘিরে বেশ অস্থিরতা দেখা যাচ্ছে বিসিএস ক্যাডারের কর্মকর্তাদের মধ্যে। একদিকে প্রশাসন ক্যাডারের কর্মকর্তা ও অন্যদিকে বাকি ২৫টি ক্যাডারের মধ্যে পাল্টাপাল্টি অবস্থান নিয়ে এরই মধ্যে সরকারের মধ্যে বেশ অস্বস্তিও দেখা যাচ্ছে।

এমন পরিস্থিতিতে শুক্রবার রাজধানীতে এক অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, "যারা আন্দোলনের নামে চাকরিবিধি লঙ্ঘন করছে তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। এবং সেটি এক সপ্তাহের মধ্যেই নেওয়া হবে।"

এরপরই প্রশ্ন উঠেছে, সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ করলে চাকরি বিধি অনুযায়ী কি ব্যবস্থা নেওয়া যায়? সেটি সম্ভব কি না?জনপ্রশাসন সংস্কার কমিশনের সুপারিশের পর সরকার কি ব্যবস্থা নিতে পারে, এমন প্রশ্নে সাবেক সচিব আবু আলম শহীদ খান বিবিসি বাংলাকে বলেছেন, "কোনও ধারায় যদি অপরাধ হয়ে থাকে তাহলে শোকজ করার বিধান আছে। তবে সেটি করার আগে আলাপ আলোচনার মাধ্যমে সংকটের সমাধান করা যেতে পারে।"আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের সমন্বয়ক ড. মুহম্মদ মফিজুর রহমান বিবিসি বাংলাকে বলেছেন, "আমরা হালকা কর্মসূচি দিয়ে সারা দেশের কর্মকর্তাদের শান্ত করেছি। চেষ্টা করছি যাতে অস্থিতিশীল পরিবেশ তৈরি না হয়।"তবে প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন বা বিএএসএ বলছে, আপাতত তারা কোনও কর্মসূচি পালন করবে না। এখনও সরকারের দিকে তাকিয়ে তারা।

মন্তব্য ৭ টি রেটিং +২/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ৩০ শে ডিসেম্বর, ২০২৪ দুপুর ২:১১

সৈয়দ কুতুব বলেছেন: এ সরকার মাইনকার চিপায় পড়তে যাচ্ছে।

৩০ শে ডিসেম্বর, ২০২৪ বিকাল ৩:৫৪

শাহ আজিজ বলেছেন: যাচ্ছে না অলরেডি পইড়া গেছে ।

২| ৩০ শে ডিসেম্বর, ২০২৪ দুপুর ২:২৯

কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: তুরস্কের প্রেসিডেন্ট যা করেছিলো তাই করা উচিত!

৩০ শে ডিসেম্বর, ২০২৪ বিকাল ৩:৫৫

শাহ আজিজ বলেছেন: একটু খুলে বলুন কি হয়েছিল ?

৩| ৩০ শে ডিসেম্বর, ২০২৪ বিকাল ৪:৫৪

কাঁউটাল বলেছেন: সরকার মাইনকা চিপায় পড়ছে
কি মজা ! কি মজা !!

৩০ শে ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৪৮

শাহ আজিজ বলেছেন: এতে মজার কি দেখলেন ? আমরা সবাই এখন বিপদের মুখে ।

৪| ০১ লা জানুয়ারি, ২০২৫ দুপুর ২:৩৯

রাজীব নুর বলেছেন: বর্তমান উপদেষ্টারা পালাবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.