নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কবিতা ।। জানুয়ারি ৮/ ২০১৯ ঢাকা , শাহ আজিজ
আমি তুমি চাদরে ঢেকে দেহ করেছি নিবারন
পৌষ- মাঘ এবেলা ওবেলা চারুকলা চারুকলা উন্মুক্ত গগন তলে
পাখিরাও পালকে ঢেকে বৃক্ষ ডালে
আপনজনেরে করিছে উষ্ণ দিতেছে ভালবাসা সাথীরে
পৃথিবীর সব সুখচিত্র কালিতে হলেও লেপন পৌষের এই সুখভাব যাবে স্বর্গাবধি
আমাদের তাহাদের লয়ে
০৮ ই জানুয়ারি, ২০২৫ রাত ৯:১৫
শাহ আজিজ বলেছেন: ভাল লাগবে বলেই ছেপেছি ।
২| ০৯ ই জানুয়ারি, ২০২৫ সকাল ১১:১০
সাইফুলসাইফসাই বলেছেন: চমৎকার লাগলো
০৯ ই জানুয়ারি, ২০২৫ সকাল ১১:১৬
শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ ।
৩| ০৯ ই জানুয়ারি, ২০২৫ সকাল ১১:৪২
রাজীব নুর বলেছেন: অতি মনোরম।
০৯ ই জানুয়ারি, ২০২৫ দুপুর ২:০৯
শাহ আজিজ বলেছেন: বেশ বেশ
©somewhere in net ltd.
১| ০৮ ই জানুয়ারি, ২০২৫ রাত ৯:০৮
সৈয়দ কুতুব বলেছেন: কবিতা পড়ে মন ভালো হয়ে গেলো।