![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইলিশের দাম সব সময় ক্রেতার নাগালের বাইরে থাকে। এবার মাছটি সহজলভ্য করতে রবিবার (১৯ জানুয়ারি) থেকে কেজিপ্রতি ৬০০ টাকায় বিক্রি করবে সরকার। এসব ইলিশের ওজন ৪৫০ থেকে ৮৫০ গ্রাম।
জানা গেছে, রবিবার (১৯ জানুয়ারি) দুপুরে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতারের আনুষ্ঠানিক উদ্বোধনের পর এই ইলিশ কারওয়ান বাজারের বিএফডিসি ভবনের মৎস্যবিতানে বিক্রি করা হবে।
কিনবেন না ভাই , চলে আসুন টেকা টুকা লইয়া ।
১৮ ই জানুয়ারি, ২০২৫ রাত ১০:২১
শাহ আজিজ বলেছেন: গো আর্লি মর্নিং , কুইক
২| ১৯ শে জানুয়ারি, ২০২৫ রাত ১২:১৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: জিনিসের দাম বেড়ে গেলে কম কিনতে হবে। জীবন রক্ষাকারী বস্তু না হইলে কিনাই বন্ধ কইরা দিতে হবে। আপনার লাস্ট লাইনের আহবানের সাথে একমত।
১৯ শে জানুয়ারি, ২০২৫ সকাল ৮:৪০
শাহ আজিজ বলেছেন: হুম , সরকার দয়াবান । ধন্যবাদ।
৩| ১৯ শে জানুয়ারি, ২০২৫ রাত ১২:৫৩
এইচ এন নার্গিস বলেছেন: চমৎকার !
১৯ শে জানুয়ারি, ২০২৫ সকাল ৮:৪১
শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ নার্গিস ।
৪| ১৯ শে জানুয়ারি, ২০২৫ সকাল ১১:০৪
কলাবাগান১ বলেছেন: বাংলাদেশ প্রতিদিন এর প্রধান শিরোনাম " রপ্তানি খাতে ভরাডুবির শঙ্কা
উৎপাদন কমেছে ৩০-৪০ শতাংশ কাঁচামাল আমদানিতে জটিলতা শতাধিক কারখানা হয়েছে বন্ধ"। বিশ্বব্যাংক বলছে গ্রোথ রেট হবে ৪% যেখানে হাসিনার সময় এ ৭% ছিল...এরা ইকোনমি বুঝে না..বুঝে শুধু উগ্র কথাবার্তা, লড়কে লংগে ..।ভারত ভারত দখল.. সেভেন সিস্টার দখল, এর ধর, ওরে মার....আর বুঝে দাড়িজুব্বা/হিজাব...লাখ লাখ ইয়াং ছেলেরা ধর্মের বয়ান শুনতে (আজাহারী সাহেব) ট্রেনের বগী দখল করে আসছে (ঈদের ট্রেনের চেয়ে বেশী ভিড়), এরা বয়ান শুনলে কি সখিনার প্লেটে ভাত আসবে? কিন্তু ঐ সময়ে কাজ করলে দেশের উপকার হত...ওয়াজ এখন ইউটিউবেই শুনা যায়...।দু:খ যে এমন ইয়াং ছেলে/মেয়েরা যদি কোন গনিত/সাইন্স উৎসবে এমন দলে দলে যোগদান করত, তাহলে একটা নলেজ বেইসড সমাজ গড়া যেত কিন্তু ওয়াজ শুনার জন্য এত ইয়াং ছেলেদের উন্মাদনা দেখে সত্যিই টাস্কিত...। একজন বলেছে, আমি নাকি ছাত্র ছাত্রীদের 'গু' মাথায় ঢুকাই, জ্ঞান না..।ঐ বেকুব ছাগলটা কোনদিন আমেরিকান বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্হা দেখেছে কিনা জানা নাই...।প্রতি সেমিস্টারে একেবারে অংক করে পড়ানোর আউটকাম মেজার করে ইভ্যালুয়েট করে ...। 'মগজে 'গু' ঢুকালে পরের সেমিস্টারে কান টা ধরে বের করে দেয় চাকরী থেকে। ১১ বছর এর ইভ্যালুয়েশন হিসাব করেই এসিস্ট্যান্ট প্রফেসর থেকে ফুল প্রফেসর হয়েছি সম্প্রতি......
এনিওয়ে দেশের ধর্ম নিয়ে জামাত/শিবির এমন জজবা দেখে, দ:খে এত বড় কমেন্ট করলাম... পছন্দ না হলে মুছে দিবেন..।আগের মন্তব্য এর জন্য ক্ষমা প্রার্থী
১৯ শে জানুয়ারি, ২০২৫ সকাল ১১:৫৬
শাহ আজিজ বলেছেন: কলাবাগান , সব্জির বাম্পার উৎপাদনে আমি খুব আশান্বিত আমাদের দেশ নিয়ে । চালের উৎপাদনও তেমনি । সব সরকারই ব্যাবসায়িদের স্বার্থ দেখে । খুব শক্ত হাতওয়ালা সরকার দরকার এসব হ্যান্দেল করার জন্য । উৎপাদক হতে ভোক্তা একটা সহজ সরল চেইন দরকার যা ৫ টাকার বস্তু ভোক্তাতক পৌঁছাবে ১০ টাকায় । গত ৫০ বছরে একটা লুটেরা দল সৃষ্টি হয়েছে বা করা হয়েছে বিবিধ গোষ্ঠীর উপকারে । এসব মূলোৎপাটন করলেই রাষ্ট্র স্থিত হবে ।
৫| ১৯ শে জানুয়ারি, ২০২৫ দুপুর ১২:১৫
খায়রুল আহসান বলেছেন: যাবো একদিন, আশাকরি।
সেদিন ৫৮৪ গ্রামের একটি ইলিশ ১৬০০ টাকা কেজি দরে কিনতে বাধ্য হলাম, কারণ প্রয়োজন ছিল।
১৯ শে জানুয়ারি, ২০২৫ দুপুর ১:১৬
শাহ আজিজ বলেছেন: আহারে ! এটা সীমিত সময়ের জন্য , কাজেই দ্রুত !!!!
৬| ২০ শে জানুয়ারি, ২০২৫ দুপুর ১২:০০
রাজীব নুর বলেছেন: এলাকায় গলির মধ্যে প্রতিদিন সকালে মাছ বিক্রি করে।
বাজারে যেতে হয় না।
©somewhere in net ltd.
১|
১৮ ই জানুয়ারি, ২০২৫ রাত ১০:১৪
সৈয়দ কুতুব বলেছেন: আই ওম কামিং!