নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

শাহ সাহেবের ডায়রি ।। ৩২ নম্বর এখন সাড়ে বত্রিশ হয়ে গেছে

০৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১০:৪১


কাল লাইভে হাসিনা ছাত্রদের উদ্দেশ্যে বয়ান করবে বলে খবর ছড়িয়েছিল । বয়ান দেখিনি তবে ভাংচুর দেখেছি , আগুন দেখেছি । নাহ আমার খুশি বা দুঃখ কোনটাই লাগেনি বরং হাসিনার প্রতি ক্রোধ বেড়েছে । কে তাকে বুদ্ধি দিয়েছিল দিল্লিতে বসে ঢাকার ছাত্রদের নসিহত করতে ???? ফলাফল হাতে নাতে । খুলনাতে আমার দোস্ত শেখ হেলালের বাড়িটা বুলডোজার দিয়ে গুড়িয়ে দিল , খারাপ লেগেছে । অতি চতুর হেলাল কোথায় আছে কেউ জানেনা । ভাল থাকো দোস্ত ---------




















মন্তব্য ২৪ টি রেটিং +১/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১০:৫৩

সৈয়দ কুতুব বলেছেন: আপনার কি মনে হয় ছাত্রদের রাজনৈতিক দল আম্লিকের ভোট টানতে পারবে? আনার আগে ১% ধারণা ছিলো পারবে। কিন্তু গতকালের পর ১০০% মনে হচ্ছে পারবে না। :-B

০৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১১:২৫

শাহ আজিজ বলেছেন: বুদ্ধিমানরা হাসিনা বিহীন লীগ করবে বা শেখ পরিবারবিহিন লীগ । সেটাই বুদ্ধিমানের কাজ হবে । হাসিনা এখন জিরো ।

২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১০:৫৫

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
"কে তাকে বুদ্ধি দিয়েছিল দিল্লিতে বসে ঢাকার ছাত্রদের নসিহত করতে ????"

তিনি কি কারো নসিয়ত শুনেছেন এ যাবৎকালে ?

০৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১১:২৭

শাহ আজিজ বলেছেন: ওটাই তার বড় দোষ , বাপেরও একই রোগ ছিল ।

৩| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১১:০৫

সৈয়দ মশিউর রহমান বলেছেন: দিল্লি থেকে যত নসিহত আসবে তত ভুমিকন্প হবে আম্লিগের ওপর।

০৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১১:৩০

শাহ আজিজ বলেছেন: এর প্রতিক্রিয়া অন্যান্য শহরেও পড়বে । যৌথ বাহিনীর অ্যাকশন চাই ।

৪| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১১:১২

খাঁজা বাবা বলেছেন: একটা ক্ষমতালোভি উন্মাদ মহিলা

০৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১১:৩১

শাহ আজিজ বলেছেন: বাপ , মেয়ে , পোলা সবাই উন্মাদ ।

৫| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১১:১৮

ধুলো মেঘ বলেছেন: আমি শুনেছি শেখ হাসিনার বক্তব্য। এমন কিছু ছিলনা যার জন্য এত উম্মত্ত আক্রমণ করতে হবে।

০৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১১:৩২

শাহ আজিজ বলেছেন: অর চেহারাই চ্যাতাইতাছে পাব্লিক্রে------------

৬| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১১:৩৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: মহিলার অনুশোচনা এখনও নাই। তার কাছে এসবই স্বাভাবিক ঘটনা :(

"আমার কি অপরাধ, আমি কি করেছি।
ছাত্রদের বিনামূল্যে বই দিলাম
আর ছাত্ররা চায় পদত্যাগ :)"

০৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১২:০২

শাহ আজিজ বলেছেন: এগুলা মানুষ না , শয়তান ।

৭| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১১:৪১

ধুলো মেঘ বলেছেন: লেখক বলেছেন: অর চেহারাই চ্যাতাইতাছে পাব্লিক্রে-----------

সেইটা বুইঝা তো চেহারাও দেখাইলোনা। তারপরেও এত চ্যাতে ক্যা? গলাও শুনাইতে পারব না?

০৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১২:০১

শাহ আজিজ বলেছেন: এখন দিল্লিতে হাসিনা বিরোধী লবি সক্রিয় হবে

৮| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১২:০৫

শাওন আহমাদ বলেছেন: নিজের জ্বালানো ঘৃণার আগুনে, নিজেই পুড়ে শেষ।

০৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১২:২০

শাহ আজিজ বলেছেন: খাটি কথা বলেছেন ।

৯| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১২:২২

নতুন বলেছেন: ৩২ নম্বরের বাড়ী ভাঙ্গা বড় একটা ভুল চাল হলো।

জজবা ভালো কিন্তু অতি জজবা ভালো না। পিনাকি ইলিয়াসের জজবায় ৩২ এ আক্রমনটা ঠিক হলো না।

০৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১২:৪৫

শাহ আজিজ বলেছেন: ও । এর পেছনে তাইলে পিনাকির জজবা ছিল !!

১০| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৩:০৭

এ পথের পথিক বলেছেন: মনে কষ্ট নিয়েন না । আলহামদুলিল্লাহ ভাল কিছু হয়েছে ।

০৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৩:৫১

শাহ আজিজ বলেছেন: নাহ , মনে কষ্ট নেই । পুরো সড়কটাই দখল হয়ে গেছিল ।

১১| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৩:৩৮

রাজীব নুর বলেছেন: খুব বড় একটা অন্যায় কাজ হয়েছে।

০৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৩:৫৩

শাহ আজিজ বলেছেন: গুম করে খুব ন্যায় কাজ করেছিল ।

১২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৬:২৭

বাকপ্রবাস বলেছেন: ছবিগুলো দেখে আহা শান্তি

০৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৮:২৪

শাহ আজিজ বলেছেন: উভয় সঙ্কটে আছি ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.