![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওনের জামালপুরের গ্রামের বাড়িতে আগুন দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে জামালপুর সদর উপজেলার নরুন্দি রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় অবস্থিত বাড়িতে এ ঘটনা ঘটে।
জানা গেছে, স্থানীয় ছাত্র-জনতার একাংশ এই আগুন দেয়।
শাওনের বাবা প্রকৌশলী মোহাম্মদ আলীর এই বাড়িটি তার পারিবারিক সম্পত্তি। তিনি জামালপুর-৫ (সদর) আসন থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ছিলেন। তার স্ত্রী বেগম তহুরা আলী ১৯৯৬-২০০১ ও ২০০৯-২০১৪ মেয়াদে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ছিলেন। শাওন নিজেও আওয়ামী লীগের সংরক্ষিত নারী আসনের মনোনয়নপ্রত্যাশী ছিলেন।
ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনাস্থলে পৌঁছে তারা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ ও অগ্নিসংযোগের পেছনের প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শী জাহাঙ্গীর আলম জানান, নরুন্দি বাজারে একটি বিক্ষোভ মিছিল বের হওয়ার পর কিছু বিক্ষোভকারী শাওনের বাবার বাড়ির সামনে গিয়ে আগুন ধরিয়ে দেয়।
সম্প্রতি শাওনের রাজনৈতিক অবস্থান ও কিছু মন্তব্যকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনা হয়। এরই ধারাবাহিকতায় স্থানীয় বিক্ষুব্ধ ছাত্র-জনতা তার পরিবারের রাজনৈতিক সম্পৃক্ততার বিরুদ্ধে অবস্থান নিয়ে বিক্ষোভ করে এবং বাড়িটিতে আগুন ধরিয়ে দেয়।
০৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১০:০৫
শাহ আজিজ বলেছেন: শাওনের এইসব সস্তা বিষয় গ্রাহ্য করিনা । খবরটি ছাপালাম এজন্য যে সন্ধ্যায় শাওন গ্রেফতার হয়েছে
২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৯:৫৬
এ পথের পথিক বলেছেন: তিনি যে খুনি হাসিনাকে এখনো ধোঁয়া তুলসি আর ছাত্রদের তাচ্ছিল্য করে এবং তিনি যে খুনিদের দোষর ছিলেন ।
০৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১০:০৬
শাহ আজিজ বলেছেন: লাইম লাইট পাচ্ছে না ।
৩| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১১:২০
কামাল১৮ বলেছেন: সবকিছু পুড়ে শেষ হওয়ার পরেই নতুন করে গড়ে উঠবে।ধ্বংস ছাড়া সৃষ্টি সম্ভব নয়।
০৭ ই ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১০:২৮
শাহ আজিজ বলেছেন: সবারই এখন সংযত আচরন , কথাবার্তা বলা উচিত । এসব জালাও পোড়াও চলতে থাকলে তা রাষ্ট্রের জন্য হুমকি , নিরাপত্তা বিঘ্নিত হবে । যৌথ বাহিনিকে আর একটু শক্ত হতে হবে।
৪| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১২:৪৭
রাজীব নুর বলেছেন: অত্যন্ত দুঃখজনক।
৫| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৩:৩২
সাড়ে চুয়াত্তর বলেছেন: হাসিনার পতনের পরে শাওন নির্বোধের মত কাজ করেছে। ফলে ধরা খেয়েছে।
০৭ ই ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৪:১২
শাহ আজিজ বলেছেন: আমি ঠিক জানিনা শাওন কি করেছিল ?
৬| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৪:৩০
সাড়ে চুয়াত্তর বলেছেন: কয়েকদিন আগে শাওন এবং সোহানা সাবা নামে আরেকজন অভিনেত্রী/ নায়িকা আওয়ামীলীগের ভারতে অবস্থানরত নেতাদের সাথে মিটিং করেছে। ভারতে আওয়ামীলীগের যারা আছে এরা সবাই শেখ হাসিনার লাঠিয়াল। তাদের সাথে মিটিং শাওন এবং সোহানা সাবা করেছে, এটাই সন্দেহজনক। এই সব লোকদের সাথে কোন ভালো মানুষ মিটিং করতে পারে না। নিশ্চয়ই কোন খারাপ উদ্দেশ্য নিয়ে তারা কিছু পরিকল্পনা করছে।
০৭ ই ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৫:০২
শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ ।
©somewhere in net ltd.
১|
০৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৯:৪৯
সৈয়দ কুতুব বলেছেন: আপনার এসব বিষয়ে কি অনুভূতি? যার সাথে এসব বিষয় নিয়ে আলাপ করা হতো তিনি হারিয়ে গেছেন।।