নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

শাহ সাহেবের ডায়রি ।। বিলুপ্ত হচ্ছে র‍্যাব ????

১৩ ই ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১:৩৯



জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন একটি প্রতিবেদন প্রকাশ করেছে, যেখানে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‍্যাব) বিলুপ্ত করার সুপারিশ করা হয়েছে। জাতিসংঘের এই মিশনটি বিভিন্ন মানবাধিকার লঙ্ঘন, বিশেষ করে মানবাধিকার ভঙ্গের অভিযোগের তদন্ত করার জন্য কাজ করে। তাদের প্রতিবেদনে বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন কর্মকাণ্ড ও অপকর্মের চিত্র তুলে ধরা হয়েছে, যার মধ্যে র‍্যাবের ভূমিকা বেশ গুরুত্বপূর্ণ। র‍্যাবের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে, তারা "এনকাউন্টার" বা "গোলাগুলি" ঘটিয়ে অনেক সন্দেহভাজন ব্যক্তিকে হত্যা করেছে এবং গ্রেপ্তারকৃতদের ওপর অমানবিক নির্যাতন চালিয়েছে। এ কারণে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো এবং জাতিসংঘ র‍্যাবের কার্যক্রমের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে সমালোচনা করে আসছে।স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘র‌্যাব বিলুপ্ত করতে জাতিসংঘের সুপারিশকে স্বাগত জানিয়েছে সরকার। তবে তাদের এই প্রস্তাব আলোচনা পর্যালোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে।’ বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকালে বিদেশি নাগরিকদের জন্য অন অ্যারাইভাল ও ট্রানজিট ভিসা আবেদনের সুযোগ দিয়ে করা অনলাইন অ্যাপ উদ্বোধন শেষে সাংবাদিকদের এই কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।

জাতিসংঘের এই সুপারিশের পর, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এর প্রতি ইতিবাচক প্রতিক্রিয়া দেখিয়েছে এবং র‍্যাবের বিলুপ্তি বা পুনর্গঠন নিয়ে আলোচনা করার আগ্রহ প্রকাশ করেছে। সরকার জানিয়েছে যে, তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রমের সঙ্গে সম্পর্কিত যেকোনো সুপারিশ বাস্তবায়নে গুরুত্ব দেবে এবং এ বিষয়টি আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ রাখতে কাজ করবে। এই পরিস্থিতি বাংলাদেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও মানবাধিকার বিষয়ক আলোচনায় নতুন দৃষ্টিভঙ্গি তৈরি করতে পারে।

মন্তব্য ১৩ টি রেটিং +১/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১:৪৬

অগ্নিবাবা বলেছেন: র‍্যাবের বদলে মব, গুড চয়েস।

১৩ ই ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৩:১৩

শাহ আজিজ বলেছেন: না , আর কোন চয়েস না , বন্ধ করতে হবে এসব ।

২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ২:১৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: এরা হুকুমের গোলাম হয়ে অনেক অন্যায় অবিচার হত্যা গুমের সাথে সংযুক্ত ছিল। বিলুপ্ত হয়ে নতুন কিছু হউক, যারা ন্যায়ের পক্ষে থাকবে, অন্যায়ে প্রতিবাদি হবে।

১৩ ই ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৩:১৫

শাহ আজিজ বলেছেন: গোটা ব্যাবস্থাটাই বিলুপ্ত করতে হবে ।

৩| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ২:৪৩

ঊণকৌটী বলেছেন: কে হুকুমের গুলাম না ? একটু ব্যাখ্যা করবেন? একটা ফোর্স নিজের মর্জি তে চলবে?

১৩ ই ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৩:১২

শাহ আজিজ বলেছেন: র‍্যাবের স্রস্টা দুই মহিলা । আমি প্রথম থেকেই র‍্যাবের কাজকাম দেখছি । এরা দুজন এখন ধরাছোঁয়ার বাইরে , একজন লন্ডনে আর একজন দিল্লিতে । আইনি আওতায় আনতে গেলে দুজনকেই আনতে হবে । কেন তাদের শখ জেগেছিল এমন বাহিনী সৃষ্টির ?

৪| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৩:৫৫

রাজীব নুর বলেছেন: আমি মিস করছি চাঁদগাজী/সোনাগাজির লেখা। ব্লগে ফালতুেখা দিয়ে প্রথম পাতা ঠাসা থাকে। আর গ্রেট চাঁদগাজী/সোনাগাজির লেখা নাই। আফসোস। বিরাট আফসোস।

১৩ ই ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৩:৫৭

শাহ আজিজ বলেছেন: তুমি অন্য কোন ব্লগ খোঁজো ।

৫| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১০:১৯

কামাল১৮ বলেছেন: রেব জন্মের পর থেকেই এই কাজ করে আসছে।এতোদিন পরে টনক নড়লো।

১৪ ই ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ৯:৪৪

শাহ আজিজ বলেছেন: দুই বেগম সাহেব গনতান্ন্ত্রিক উপায়ে র‍্যাবের সেবা নিয়েছে / দিয়েছে । এখন বন্ধ করা উচিত ।

৬| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১০:২৩

কামাল১৮ বলেছেন: RAB বাংলায় লেখার চেষ্টা করে সফল হলাম না।

১৪ ই ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ৯:৪১

শাহ আজিজ বলেছেন: অভ্র দিয়ে চেষ্টা করুন ।

৭| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১১:৩৮

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: তুমি অন্য কোন ব্লগ খোঁজো ।

দুঃখজনক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.