নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

শাহ সাহেবের ডায়রি ।।ছেলেটি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলো

০৬ ই মার্চ, ২০২৫ দুপুর ১২:০৯





ছেলেটি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলো, আমরা ১২০ বছর পিছিয়ে আছি। ১৯০৫ সালে প্রথম উড়োজাহাজ পরীক্ষামূলকভাবে উড়েছিল, আর ১২০ বছর পর এক বাংলাদেশি মেকানিক ইউটিউব দেখে একটি উড়োজাহাজ বানিয়ে সেটি আকাশে উড়ালেন। এটা প্রশংসনীয়, তবে এতে আনন্দিত হওয়ার চেয়ে আমাদের লজ্জিত হওয়া উচিত। ১২০ বছর আগে যাদের কাছে আজকের মতো প্রযুক্তি ছিল না, তারা নতুন কিছু সৃষ্টি করেছিল, আর আমরা শুধু নকল করছি।

আমাদের ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়গুলো কেন পিছিয়ে যাচ্ছে? কারণ, সেগুলো উদ্ভাবক তৈরি করছে না, বরং বিদেশি কোম্পানির জন্য শিক্ষিত শ্রমিক তৈরি করছে। ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থা আমাদের কর্মচারী বানিয়েছে, গবেষক নয়।

তাহলে, নতুন কিছু করো—যা বিশ্বে প্রথম হবে। কপি না, আবিষ্কার করো, যাতে তোমার পরিচয় হয় উদ্ভাবক হিসেবে, মেকানিক হিসেবে নয়।



সন্দীপ

মন্তব্য ২২ টি রেটিং +২/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ০৬ ই মার্চ, ২০২৫ দুপুর ১২:২৩

শোভন শামস বলেছেন:
চীনারা তাদের দরকারে নতুন কত কিছু বানায়। সে সময় আমরা চাঁদা তুলি আর চাঁদা দেই।
ঘুষ লুট লোনের টাকা সব সহজ অর্থ , পলিসি বানাও আর টাকা মার
বাংক লুট করে টাকা পেলে কে কষ্ট করে।
কবে আমাদের সেই বোধ আসবে

০৬ ই মার্চ, ২০২৫ দুপুর ১২:৩৬

শাহ আজিজ বলেছেন: দেশের চারটি বিভাগীয় শহরের কাছে গবেষণাগার দরকার । বিজ্ঞানে গ্র্যাজুয়েটরা তাদের বিসয়বস্তুর উন্নয়ন করবেন । দেশে রাজনৈতিক মিটিং আর তাবলীগ জামাতের আয়োজন বন্ধ করতে হবে ।

২| ০৬ ই মার্চ, ২০২৫ দুপুর ১২:৪৫

কলাবাগান১ বলেছেন: বিজ্ঞান হতে হবে ধর্মীয় আদলে...এখন সময় হল টাকনুর নিচে প্যান্ট পড়লে কিভাবে হরমোন নি:সরন বন্ধ হয় এসব নিয়ে। কি হবে নতুন ঔষুধ/টেকনোলজি আবিস্কার করার ধকল নেওয়ার

০৬ ই মার্চ, ২০২৫ দুপুর ১২:৫৪

শাহ আজিজ বলেছেন: :``>> :-B B:-/

৩| ০৬ ই মার্চ, ২০২৫ দুপুর ১:২১

আফলাতুন হায়দার চৌধুরী বলেছেন: সহমত।

০৬ ই মার্চ, ২০২৫ দুপুর ১:২৪

শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ ।

৪| ০৬ ই মার্চ, ২০২৫ দুপুর ১:৫৬

শফিউল রনি বলেছেন: যাদের টাকনুর নীচে প্যান্ট নিয়ে চুলকানি আছে তাদের কাছে জিজ্ঞাসা দেশে কয় শতাংশ গবেষক বা ছাত্র-ছাত্রী ধর্মীয় অনুশাসন মেনে চলেন, যারা মেনে চলেন তাদের হরমোন নিঃস্বরনের গবেষনা আছে ধরে নিলাম, বাকিদের কে বাধা দিয়েছে? সব কিছুর মধ্যে নিজের চেহারা না চেনালে ভালো লাগে না, না?

০৬ ই মার্চ, ২০২৫ বিকাল ৩:৪৪

শাহ আজিজ বলেছেন: নো গোলমাল প্লিজ

৫| ০৬ ই মার্চ, ২০২৫ দুপুর ১:৫৯

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
নিউজ টা পড়ার পর থেকে খুব মনে পড়ছে।
মানুষ উঠল আকাশে : গল্প সত্যি করার গল্প

৬| ০৬ ই মার্চ, ২০২৫ দুপুর ২:১৩

কথামৃত বলেছেন: সমালোচনা করা সহজ। আপনি দেশকে কি দিয়েছেন?

০৬ ই মার্চ, ২০২৫ বিকাল ৩:৪৫

শাহ আজিজ বলেছেন: আমি একজন চারু শিল্পী , দেশকে সাজিয়েছি ।

৭| ০৬ ই মার্চ, ২০২৫ বিকাল ৪:৪৯

রায়হান চৌঃ বলেছেন: ২০০৩ এর দিকের কথা, আমার এক কলিগ খুব মন খারাপ করে বসে আছে, কারণ জানতে চাইলে কিছু বলে না, মুখ ঘোমড়া করে বসে আছে। আমি ভাবলাম হোয়তো পাসসোনাল মেটার, তাই খুব বেসি কছু না বলে নিজের রুমে গেলাম। ঘন্টা খানেক পর গিয়ে দেখি ও একই জায়গায় সেম কন্ডিশনে বসে আছে। আমি এবার জোর দিয়ে বল্লাম কী হয়েছে না বল্লে সমাধান টা হবে কী করে? সে আমার দিকে তাকিয়ে থেকে বল্ল সমাধান করতে চান? তবে করেন। আমি বল্লাম কী হয়েছে? উত্তরে সে বল্ল আমার ভাগনি (বোনের মেয়ে) হইছে। আমি হাসি মুখে বল্লাম এতে কি হৈছে? এটা তো খুশির খবর। এবার তার বিস্ফোরণ টা আমি আজও ভুলতে পারিনি, সে বলে "বিশ্বাস করে হুজুরের কাছে বোন বিয়ে দিয়ে ছিলাম, তার পাঁছ বছরের সংসার জীবনে এটা নিয়ে ৬ বাচ্ছার মা"

আজকের এই বিমান বানানো বা আকাশে উড়ার খবর টা আমার ঠিক সে দিনের কথা, আমার ঐ কলিগ এর কথা মনে করিয়ে দেয়। আমি ভাবছি এতে খুসি হবো না কী মুখ গোমড়া করে বসে থাকবো?

এক কাজ করলে হয় না? এর একটা রাজনৈতিক পরিচয় দিয়ে জুলাই এর পুটকি যোদ্বা (লোকে বলে, আমি না) দের উৎসর্গ করলে ভালো হয় না?

৮| ০৬ ই মার্চ, ২০২৫ বিকাল ৪:৫০

রায়হান চৌঃ বলেছেন:
২০০৩ এর দিকের কথা, আমার এক কলিগ খুব মন খারাপ করে বসে আছে, কারণ জানতে চাইলে কিছু বলে না, মুখ ঘোমড়া করে বসে আছে। আমি ভাবলাম হোয়তো পাসসোনাল মেটার, তাই খুব বেসি কছু না বলে নিজের রুমে গেলাম। ঘন্টা খানেক পর গিয়ে দেখি ও একই জায়গায় সেম কন্ডিশনে বসে আছে। আমি এবার জোর দিয়ে বল্লাম কী হয়েছে না বল্লে সমাধান টা হবে কী করে? সে আমার দিকে তাকিয়ে থেকে বল্ল সমাধান করতে চান? তবে করেন। আমি বল্লাম কী হয়েছে? উত্তরে সে বল্ল আমার ভাগনি (বোনের মেয়ে) হইছে। আমি হাসি মুখে বল্লাম এতে কি হৈছে? এটা তো খুশির খবর। এবার তার বিস্ফোরণ টা আমি আজও ভুলতে পারিনি, সে বলে "বিশ্বাস করে হুজুরের কাছে বোন বিয়ে দিয়ে ছিলাম, তার পাঁছ বছরের সংসার জীবনে এটা নিয়ে ৬ বাচ্ছার মা"

আজকের এই বিমান বানানো বা আকাশে উড়ার খবর টা আমার ঠিক সে দিনের কথা, আমার ঐ কলিগ এর কথা মনে করিয়ে দেয়। আমি ভাবছি এতে খুসি হবো না কী মুখ গোমড়া করে বসে থাকবো?

এক কাজ করলে হয় না? এর একটা রাজনৈতিক পরিচয় দিয়ে জুলাই এর পুটকি যোদ্বা (লোকে বলে, আমি না) দের উৎসর্গ করলে ভালো হয় না?

৯| ০৬ ই মার্চ, ২০২৫ বিকাল ৫:৫৩

ধুলোপরা চিঠি বলেছেন:



সব দেশের সরকার এই ধরণের লোকজনকে কাজে লাগায়; আমাদের বেলায়, আমেরিকান দুতাবাস শিবিরকে কাজে লাগায়েছে।

০৬ ই মার্চ, ২০২৫ সন্ধ্যা ৬:৩৭

শাহ আজিজ বলেছেন: আমাদের দেশ এদের আরবে পাঠাবে জোগাইল্যা খাটার জন্য ।

১০| ০৬ ই মার্চ, ২০২৫ সন্ধ্যা ৭:১৭

ধুলোপরা চিঠি বলেছেন:




আরবে গিয়ে সবাই বেদুইন হয়ে ফেরে।

০৬ ই মার্চ, ২০২৫ সন্ধ্যা ৭:১৯

শাহ আজিজ বলেছেন: :)

১১| ০৬ ই মার্চ, ২০২৫ সন্ধ্যা ৭:১৯

নিমো বলেছেন: এদেশের চেয়ে সেরা সাংঘাতিক বিশ্বে আর হয় না, তার সবচেয়ে বড় উদাহরণ হলো এই আজব গজব খবর। আর সর্বশ্রেষ্ঠ সাংঘাতিক রূপে ইতোমধ্যেই ডাস্টবিন শফিক অত্যুজ্জ্বল ভূমিকায় আছেন।

০৬ ই মার্চ, ২০২৫ সন্ধ্যা ৭:২৫

শাহ আজিজ বলেছেন: আজব গজব খবর এবং ডাস্টবিন শফিক কি ? বয়ান করতেন যদি ।

১২| ০৬ ই মার্চ, ২০২৫ সন্ধ্যা ৭:৩৩

নিমো বলেছেন: শাহ আজিজ বলেছেন: আজব গজব খবর এবং ডাস্টবিন শফিক কি ? বয়ান করতেন যদি

এটা কি আদৌ কোন খবর? দেশে কি কোন গবেষণাই হয় না। সাংঘাতিকরা খু্ঁজতে থাকে পরীমনি কাট বগলের তলে? এসব বাদ দিয়তো চাইলে অন্য খবরও দেয়া যায়। আর ডাস্টবিন শফিক কে জানতে গুগল করুন।

১৩| ০৬ ই মার্চ, ২০২৫ রাত ৮:০৫

আব্দুল হাদী আল নাফী খান বলেছেন: গবেষণার কথা বলছেন? দেশ কোন গবেষক রাখতে চায় না। দেশের শীর্ষ দুই বিজ্ঞান গবেষণা প্রতিষ্ঠানে বিজ্ঞানের চেয়ে ড্যাডির আদর্শ নিয়ে বেশী কাজ হয়েছে গত ১৫ বছর। আর এখন হবে জুলাই চেতনা নিয়ে। কোন সুস্থ মানুষের জন্য দেশে গবেষণা করতে চাওয়া অনেক কঠিন। মেধাবী আর গুণীর কদর আর নেই। প্রশাসনের একটা পিয়নও মনে করে যে, সে বিজ্ঞান ভালো বুঝে। প্রশাসন এসব গবেষণা প্রতিষ্ঠানকে তাদের দেশের বাইরে ঘুরতে যাবার মাধ্যম বানিয়েছে, উৎকৃষ্ট বিনিয়োগের নয়। রিয়েল লাইফ এক্সপেরিয়েন্স থেকে বললাম।

১৪| ০৬ ই মার্চ, ২০২৫ রাত ৯:১৮

কামাল১৮ বলেছেন: কিছুটা এগিয়ে ছিলাম।৭৫ এর পর থেকে পেছানো শুরু।আর এগুতে পারলাম না। এখন তো ১৪ শ বছর পেছনের দিকে যাত্রা শুরু।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.