নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

শাহ সাহেবের ডায়রি ।। গলা-বুক জ্বালা দেখে অম্বলের ওষুধ দিয়েছিলেন চিকিৎসক, চ্যাটজিপিটি ধরল ক্যানসার

২৫ শে এপ্রিল, ২০২৫ বিকাল ৪:২৯






ক্যানসার ধরল চ্যাটজিপিটি! চিকিৎসকেরা ভুল ওষুধ দিয়েছিলেন। তাতে অবস্থা আরও খারাপ হয় মহিলার। চ্যাটজিপিটিই বলে দেয়, কী রোগ বাসা বেঁধেছে তলে তলে। চিকিৎসকেরা ধরতেই পারেননি। কিন্তু চ্যাটজিপিটি সঠিক ভাবে জানাল যে, তলে তলে ক্যানসার বাসা বেঁধেছে মহিলার শরীরে। কী ধরনের ক্যানসার, তা-ও চিহ্নিত করে চিকিৎসাপদ্ধতিও বাতলে দিল। এমনই ঘটনা ঘটেছে আমেরিকায়।

বছর চল্লিশের লরেন ব্যানন জানিয়েছেন, পেশিতে যন্ত্রণা ভোগাচ্ছিল তাঁকে। গাঁটে গাঁটে ব্যথাও হচ্ছিল। তার মধ্যেই পেটে অসহ্য যন্ত্রণায় কাতর হয়ে পড়েছিলেন। কিছু খেলেই গলা-বুক জ্বালা করত। যা খেতেন, বমি হয়ে যেত। আচমকা ওজনও কমতে শুরু করেছিল তাঁর। সেই সঙ্গে চুল পড়া বেড়ে গিয়েছিল। এমন সব লক্ষণ দেখে চিকিৎসকেরা রিউমাটয়েড অর্থ্রাইটিস ও অ্যাসিড রিফ্লাক্সের ওষুধ দিয়েছিলেন। কিন্তু তাতে কাজ হয়নি। বরং সমস্যা আরও বেড়েছিল।

লরেন জানিয়েছেন, চিকিৎসায় ফল না হওয়ায়, তিনি চ্যাটজিপিটিতে নিজের সমস্যার কথা লিখে চ্যাট করতে শুরু করেন। তাঁর সমস্যা জেনে উত্তরও দিতে থাকে চ্যাটবট। আর চ্যাটবটই প্রথম জানায়, তিনি হয়ত হাসিমোতো’জ় রোগে ভুগছেন। খুব তাড়াতাড়ি থাইরয়েড টেস্ট করানোর পরামর্শও দেয় চ্যাটবট। সেইমতো পরীক্ষা করিয়ে ধরা পড়ে, লরেনের শরীরে বাসা বেঁধেছে থাইরয়েড ক্যানসার। তলে তলে ক্যানসার ডালপালাও মেলছে। থাইরয়েড স্ক্যান করে দেখা যায়, লরেনের কণ্ঠনালির কাছে দু’টি টিউমার হয়েছে। সে দু’টি আকারেও বাড়ছে। অ্যাসিড রিফ্লাক্স নয়, থাইরয়েড ক্যানসারের কারণেই পেটে যন্ত্রণা ও গলা-বুক জ্বালা হচ্ছিল তাঁর।হাসিমোতো’জ় এক ধরনের অটোইমিউন রোগ। থাইরয়েড গ্রন্থির কার্যকারিতা কমে গেলে এই রোগ হতে পারে। একে হাসিমোতো’জ় থাইরয়েডাইটিসও বলা হয়। এই রোগ হলে হাইপোথাইরয়েডিজ়মের মতো লক্ষণ দেখা দেয় রোগীর শরীরে। থাইরয়েড গ্রন্থি ধীরে ধীরে শুকিয়ে যেতে থাকে। বিপাকক্রিয়ার হার কমে যায়। শরীরে প্রচণ্ড প্রদাহ শুরু হয়। থাইরয়েড গ্রন্থি যথাযথ ভাবে হরমোন তৈরি করতে পারে না, ফলে রোগীর ওজন হঠাৎ করে বাড়তে পারে আবার খুব কমেও যেতে পারে। হাসিমোতো’জ় থেকে গয়টার বা ক্যানসারও হতে পারে।

লরেন জানাচ্ছেন, চ্যাটজিপিটি তাঁকে বলেছিল ‘থাইরয়েড পেরোক্সিডেজ় অ্যান্টিবডি’(টিপিও) টেস্ট করাতে। চিকিৎসককে জানিয়ে সেই পরীক্ষা করেই এই রোগ ধরা পড়ে। চ্যাটজিপিটি সঠিক সময়ে সতর্ক না করলে হয়তো সারা শরীরেই ছড়িয়ে পড়ত ক্যানসার। চিকিৎসার সময়টুকুও পাওয়া যেত না।

মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ২৫ শে এপ্রিল, ২০২৫ বিকাল ৪:৫৫

যামিনী সুধা বলেছেন:



চ্যাট আসাতে ভালো হলো, বাংগালীরাও জ্ঞানের প্রয়োজনীয়তা বুঝার শুরু করছে। তাবিজ ক্রমেই বিলীন হয়ে যাবে।

২৫ শে এপ্রিল, ২০২৫ বিকাল ৫:০৮

শাহ আজিজ বলেছেন: বিজ্ঞানকে গ্রহন করার মানসিকতা তৈরি হোক ।

২| ২৫ শে এপ্রিল, ২০২৫ বিকাল ৫:১৩

যামিনী সুধা বলেছেন:




আমাদের ৩০ জন ব্লগারের মাঝে ২০ জনের ভাবনাচিন্তায় সায়েন্স অনুপস্হিত।

২৫ শে এপ্রিল, ২০২৫ বিকাল ৫:২৩

শাহ আজিজ বলেছেন: আমি এতো ভাবিনা । ইদানিং মহাকাশ নিয়ে খুব ভাবছি ।

৩| ২৫ শে এপ্রিল, ২০২৫ সন্ধ্যা ৬:১১

যামিনী সুধা বলেছেন:



টাকা থাকলে ১ টি শক্তিশালী দুরবীণ কিনুন।

২৫ শে এপ্রিল, ২০২৫ রাত ৯:১০

শাহ আজিজ বলেছেন: একটা আছে মোটামুটি ।

৪| ২৫ শে এপ্রিল, ২০২৫ সন্ধ্যা ৭:১৪

কামাল১৮ বলেছেন: বিজ্ঞানের অনেক শাখা প্রশাখা আছে।চিকিৎসা বিজ্ঞান গনিতের মতো বিজ্ঞান না।

২৫ শে এপ্রিল, ২০২৫ রাত ৯:০৯

শাহ আজিজ বলেছেন: আমরা আপত্তিকর কিছু বলেছি কি কিছু ?

৫| ২৫ শে এপ্রিল, ২০২৫ রাত ১০:৫৭

রাজীব নুর বলেছেন: বিজ্ঞান যত এগিয়ে যাবে, ধর্ম তত কোনঠাসা হয়ে যাবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.