নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

শাহ সাহেবের ডায়রি ।। গোপালগঞ্জে এনসিপি সমাবেশে সহিংসতায় নিহত ৪ জনের পরিচয় মিলেছে

১৭ ই জুলাই, ২০২৫ বিকাল ৪:০২






গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ ঘিরে পুলিশের সঙ্গে ছাত্রলীগ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের সংঘর্ষে নিহত চারজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে।

নিহতরা হলেন—

দীপ্ত সাহা (২৫), উদয়ন রোড, গোপালগঞ্জ শহর

রমজান কাজী (১৮), কোটালীপাড়া

সোহেল রানা (৩০), টুঙ্গীপাড়া

ইমন তালুকদার (২৪), গোপালগঞ্জ সদর

বুধবার (১৬ জুলাই) শহরের বিভিন্ন পয়েন্টে ছড়িয়ে পড়া এই সংঘর্ষে আরও অন্তত ৫০ জন আহত হন। তাদের মধ্যে কয়েকজনকে গুরুতর অবস্থায় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।আহতদের একজন, গোপালগঞ্জ সদর উপজেলার মোহাম্মদপাড়া এলাকার সুমন বিশ্বাস (২০), বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে।

তার মা নিপা বিশ্বাস জানান, দুপুরে খবর পান ছেলের শরীরে গুলি লেগেছে। প্রথমে তাকে গোপালগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়, পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হয়।

আহত সুমন বলেন, “আমি পাচুরিয়া এনএসআই কোয়ার্টারের পেছনে পানি সরবরাহকারী প্রতিষ্ঠানে কাজ করি। কাজ শেষে বাড়ি ফেরার পথে হঠাৎ সংঘর্ষে জড়িয়ে পড়ি। একটি গুলি পেটের ডান পাশে ঢুকে সামনে দিয়ে বেরিয়ে যায়। ডান হাতের কনিষ্ঠ আঙুলও বিচ্ছিন্ন হয়ে পড়ে।”ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকরা জানিয়েছেন, তার পেটের দু’পাশে গুলির আঘাত রয়েছে, সঙ্গে ডান হাতের একটি আঙুল মারাত্মক ক্ষতিগ্রস্ত। তার অবস্থা আশঙ্কাজনক।

মন্তব্য ১৩ টি রেটিং +০/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ১৭ ই জুলাই, ২০২৫ বিকাল ৪:০৮

কিরকুট বলেছেন: এদের কি বলিয়া গন্য করা হইবে?

জুলাই পরবর্তি শহীদ নাকি সন্ত্রাসী ।

১৭ ই জুলাই, ২০২৫ বিকাল ৪:১৯

শাহ আজিজ বলেছেন: কিছু না বলাই উত্তম ।

২| ১৭ ই জুলাই, ২০২৫ বিকাল ৪:৩০

কাঁউটাল বলেছেন: তদন্ত দরকার।

১৭ ই জুলাই, ২০২৫ সন্ধ্যা ৬:৪১

শাহ আজিজ বলেছেন: অবশ্যই

৩| ১৭ ই জুলাই, ২০২৫ বিকাল ৪:৪৭

মাথা পাগলা বলেছেন: "পুলিশের সঙ্গে ছাত্রলীগ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের সংঘর্ষ" শুনতে একপাশে মনে হলো। গোপালগঞ্জের মানুষ সব এক ছিলো বলে এতো বড় সামরিক বাহিনী থাকা সত্ত্বেও কিছু করতে পারেনি।

এত নিরাপত্তা, এত সেনাবাহিনী, ট্যাংক, ড্রোন - দেখলে মনে হয় যেন কিম জং উনের স্পেশাল এডিশন বাংলাদেশে নামানো হয়েছে। একটা বিশেষ গোষ্টিী যারা এখনো নির্বাচনী প্রতীকই পায় নাই, কীভাবে রাষ্ট্রীয় সব রিসোর্স ব্যবহার করছে, সেটা নিয়ে তথাকথিত বুদ্ধিজীবিদের মুখে একটাও শব্দ নেই। যখন যা খুশি করলে বাংলাদেশে কোথাও না কোথাও প্রতিরোধ গড়ে উঠবেই - সত্যিকারের সাহস দেখিয়েছে বলেই গোপালগঞ্জের মানুষকে স্যালুট জানাতে হয়!

৪| ১৭ ই জুলাই, ২০২৫ বিকাল ৪:৫২

সৈয়দ কুতুব বলেছেন: এদের কে হামলা করতে পাঠিয়েছিলো সেটা বের করা জরুরি। পাশাপাশি এনসিপির উচিত লেংটা সুলেমানের কবল থেকে নিজেকে রেহাই করা।

১৭ ই জুলাই, ২০২৫ সন্ধ্যা ৬:৪৪

শাহ আজিজ বলেছেন: আমার বিশ্বাস তদন্ত চলছে । আজ কারফিউ বর্ধিত করেছে ।

৫| ১৭ ই জুলাই, ২০২৫ বিকাল ৫:১৩

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: যে যার যোগ্য প্রাপ্তি পাবে এটাই শেষ কথা । রিন্টু বলে গেছেন, এমন মিশনে অতীতে হাসিনা অনেকেই পাঠিয়েছে । নিজের দলের মানুষ নিজেরাই মেরে বিএনপির দোষ দিয়েছে । হাসিনা মরার পর পুড়িয়ে ফেলায় শ্রেয় তা না হলে মরা হাসিনা কারণেও মানুষের প্রাণ যাবে । শয়তান মরলেও শয়তানই থাকে ।

১৭ ই জুলাই, ২০২৫ সন্ধ্যা ৬:৪০

শাহ আজিজ বলেছেন: চমৎকার বলেছেন ।

৬| ১৭ ই জুলাই, ২০২৫ সন্ধ্যা ৭:০৪

আমি নই বলেছেন: রাজনৈতিক দলের কর্মিরা সুষ্থ মস্তিস্কের মানুষ কিনা মাঝে মাঝে সন্দেহ হয়। অন্যদেশে আরাম-আয়েসে থাকা নেতাদের আদেশে এতকিছু করার কোনো যুক্তিই মাথায় ঢোকেনা।

১৭ ই জুলাই, ২০২৫ সন্ধ্যা ৭:১২

শাহ আজিজ বলেছেন: হাতে ক্যাশ আর এ কে ৪৭ , একটু পাগলামি তো করবেই ।

৭| ১৭ ই জুলাই, ২০২৫ রাত ৮:১৪

মোহাম্মদ মজিবর রহমান বলেছেন: নির্বাচন বানচালের একটা প্রক্রিয়া।

১৭ ই জুলাই, ২০২৫ রাত ৮:১৬

শাহ আজিজ বলেছেন: নির্বাচন হতেই হবে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.