![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আজকের জাতীয় সমাবেশকে ‘অবিশ্বাস্য’ আখ্যায়িত করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ। তিনি মনে করেন, এ সমাবেশ বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি ‘মিথ’ হিসেবে বিবেচিত হতে পারে এবং ভবিষ্যতে এটি নিয়ে গবেষণাও হতে পারে।
শনিবার (১৯ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে হান্নান মাসউদ এসব মন্তব্য করেন।
তিনি লিখেন, ‘গুদারাঘাট থেকে সকাল এগারোটায় বেরিয়েছি টিএসসিতে তরুণ লেখক ফোরামের প্রোগ্রামে যোগ দিতে। রাস্তায় কোনো গাড়ি নেই, সেই হাতিরঝিল থেকে মানুষজন হাঁটছে। হাজার হাজার মানুষ, তাদের গন্তব্য একটি রাজনৈতিক দলের সমাবেশস্থল, যেটার দূরত্ব প্রায় আট কিমি। এখন আছি পল্টন মোড়ে, গাড়ি আর সামনে এগোচ্ছে না।’সারাবিশ্ব থেকে দেশকে বিচ্ছিন্ন করে চলে আওয়ামী সরকারের দমন-পীড়ন, প্রাণ যায় ১শ’ জনের
১৬ বছর ধরে ন্যূনতম রাজনৈতিক স্পেস না পাওয়া একটি দলের এমন গণসমাবেশকে উল্লেখযোগ্য বলে উল্লেখ করে মাসউদ বলেন, ‘বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এই সমাবেশটি হয়তো একটি মিথ হয়ে থাকবে। অনেক গবেষণাও হবে হয়তো।’
পোস্টের শেষাংশে তিনি আরও যোগ করেন, ‘একাত্তর প্রশ্ন এড়িয়ে ভোটের রাজনীতিতে তারা কতটুকু সফল হয়, এখন সেটাই দেখার পালা।’উল্লেখ্য, জাতীয় নির্বাচনকে সামনে রেখে ৭ দফা দাবিতে আয়োজিত এই সমাবেশে সকাল থেকেই নেতাকর্মী ও সমর্থকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। সমাবেশ শুরুর অনেক আগেই সোহরাওয়ার্দী উদ্যান প্রায় কানায় কানায় পূর্ণ হয়ে যায়। হাজারো কর্মী-সমর্থক অবস্থান নিয়েছেন উদ্যানে ও তার আশপাশে।জামায়াতের ৭ দফা দাবির মধ্যে রয়েছে- অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ, সব গণহত্যার বিচার, প্রয়োজনীয় মৌলিক সংস্কার, ‘জুলাই সনদ’ ও ঘোষণাপত্র বাস্তবায়ন, জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের পুনর্বাসন, সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে জাতীয় নির্বাচন ও এক কোটিরও বেশি প্রবাসী ভোটারদের ভোটাধিকার নিশ্চিতকরণ।
বাংলাদেশের স্বাধীনতার পর এই প্রথমবারের মতো সোহরাওয়ার্দী উদ্যানে এককভাবে জাতীয় সমাবেশ করছে জামায়াতে ইসলামী এ ঘটনাকে ঐতিহাসিক বলছেন দলটির নেতারা।
২০ শে জুলাই, ২০২৫ রাত ৮:০৩
শাহ আজিজ বলেছেন: তাই তো দেখছি ।
২| ১৯ শে জুলাই, ২০২৫ বিকাল ৪:৫৯
মহাজাগতিক চিন্তা বলেছেন: কত লোক হতে পারে মনে করেন?
২০ শে জুলাই, ২০২৫ রাত ৮:০৪
শাহ আজিজ বলেছেন: গনে দেখা মুশকিল , লাখের ওপর ছাড়িয়ে যাবে ।
৩| ১৯ শে জুলাই, ২০২৫ বিকাল ৫:০১
মহাজাগতিক চিন্তা বলেছেন: আওয়ামী লীগ নির্মূল করতে করতে জামায়াতের এখন এ অবস্থা!
২০ শে জুলাই, ২০২৫ রাত ৮:১১
শাহ আজিজ বলেছেন: হুম , তাই হবে হয়ত ।
৪| ১৯ শে জুলাই, ২০২৫ বিকাল ৫:১৫
ঢাবিয়ান বলেছেন: অতীতে জামাত কখনই জনপ্রিয় কোন দল ছিল না। বিএনপির পিছে পিছে ঘুরে চাটুকারিতা করেই তাদের দিন অতিবাহিত হত। কিন্তু ১৭ বছরের গুম, খুন , ক্রুসফায়ার, জঙ্গী ট্যগিং এর ফলে ফলে জামাত এখন এত জনপ্রিয় একটা দলে পরিনত হয়েছে। তবে কৃ্তিত্ব মুলত ছাত্র শিবিরের। এত এত তরুন ছাত্রের মগজ ধোলাই সম্ভব হয়েছে লীগের চেতনা ব্যবসা ও মাত্রাছাড়া দমন নীপড়নের কারনে।
তবে জামাত যেই সাত দফা দাবী জানিয়েছে তা এই মুহুর্তে জনগনেরও দাবী। এনসিপিও একই দাবী জানিয়ে আসছে। সকাল বিকাল বক্তব্য পালটানো গন অধিকার পরিষদের নুরও এখন এই একই প্ল্যটফর্মে এসে দাড়িয়েছে। নির্বাচন নির্বাচন করে মুখে ফেনা তোলা বিএনপি নির্বাচনে গেলে কি হবে তাই ভাবছি। মেইন্সট্রীম কয়েকটা গনমাধ্যম যদিও বিএনপিকে খুবই ব্যা্কিং দিচ্ছে কিন্তু বাস্তবতা হচ্ছে সোস্যাল মিডিয়াই এখন সবচেয়ে বড় মিডিয়া।
২০ শে জুলাই, ২০২৫ রাত ৮:১০
শাহ আজিজ বলেছেন: জামাত ছোট কিন্তু শক্তিশালি দল ছিল । রগ কেটে ওদের সমর্থন হারাতে শুরু করে । এবার মনে হলে তাঁরা আগের থেকে অনেক বেশি সুসংগঠিত ।
৫| ১৯ শে জুলাই, ২০২৫ বিকাল ৫:৪১
সৈয়দ কুতুব বলেছেন: ঢাবিয়ান@সোশাল মিডিয়ায় মানুষ বলছে ইউনুস সরকার আমেরিকার দালাল তাই জাতিসংঘ আপিস খুলছে। মানুষ আরো বলছে এনসিপি জামাতের সি টিম । একদিকে সারজিস আলম জাতিসংঘের আপিস খোলা নিয়ে রাগ দেখায় বাট সরকার সে সব কেয়ার করে না ।
জামাতের সমাবেশে যে সব দাবি উঠেছে এগুলো কোনো কঠিন দাবি না । সব গুলো যে জনতার দাবি সেটা বুঝতে হলে গণভোট লাগবে । বাট মানুষ টাকা খেয়ে ভোট দেয় বলেছে নতুন দল আর ইনটেরিম । তাহলে জনগন যে জামাতের দাবির সাথে একমত সেটা বোঝার উপায় সোশাল মিডিয়া ?
২০ শে জুলাই, ২০২৫ রাত ৮:১৩
শাহ আজিজ বলেছেন: সেরকম দিকে এগুচ্ছে ঘটনা -------
৬| ১৯ শে জুলাই, ২০২৫ বিকাল ৫:৪৯
আমি নই বলেছেন: গ্রাম অন্চলে জামাতের জনপ্রিয়তা অনেক বাড়ছে, আমাদের এলাকায় জামাতের (আশে-পাশের উপজেলায়) খুব একটা প্রভাব কখনই ছিলনা। কিন্তু লাস্ট কয়েক মাসে জামাতের মিছিল দেখে মনে হচ্ছে পিআর পদ্ধতিতে নির্বাচন হলে ওরা চমক দেখাবে।
২০ শে জুলাই, ২০২৫ রাত ৮:১৪
শাহ আজিজ বলেছেন: আমি জামাতের চমক দেখার অপেক্ষায় ।
৭| ১৯ শে জুলাই, ২০২৫ সন্ধ্যা ৬:০৯
ঢাবিয়ান বলেছেন: @ সৈয়দ কুতুব , ফ্রি এন্ড ফেয়ার ইলেকশন হলে এনসিপি একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে নির্বাচনে জয়লাভ করবে, এতে কি আপনার এখনো সন্দেহ আছে? জামাত খুব বেশি সীট পাবে না, সমাবেশ যত বড়ই হোক। ছাত্র শিবিরের তরুনেরা ভোট এনসিপিকেই দিবে। এনসিপি ও শিবির জুলাই বিপ্লবের সহযোদ্ধা । বিএনপির ভরাডু্বি হবে নিঃসন্দেহে। তাই বিএনপি চাইছে প্রসাষনে বসিয়ে রাখা তাদের লোকজন ও আর্মির সহায়তায় নির্বাচনের তরী পার হতে। তবে মনে হয় না এইবার সেই সুযোগ তারা পাবে।
২০ শে জুলাই, ২০২৫ রাত ৮:১৮
শাহ আজিজ বলেছেন: আমার মনে হয় ভিন্ন কিছু ঘটবে এবার । অপেক্ষায়----------
৮| ১৯ শে জুলাই, ২০২৫ সন্ধ্যা ৬:১৪
আলআমিন১২৩ বলেছেন: গত ২৮অক্টোবরের আগে বিএনপি র সমাবেশগুলি এর চেয়েও বড় ছিল।সমাবেশ দেখে জামাতের ভোটের হিসাব করা বোকামি।
২০ শে জুলাই, ২০২৫ রাত ৮:১৮
শাহ আজিজ বলেছেন: কি জানি কি হয় আসলেই --------
৯| ১৯ শে জুলাই, ২০২৫ সন্ধ্যা ৬:১৯
সৈয়দ কুতুব বলেছেন: আলআমিন১২৩@মনে আছে জামাতের সমাবেশ থেকে গত ২০২৩ সালের ২৮অক্টোবর পুলিশ কে ফুল দেয়া হয়েছিলো ? বিএনপিকে একই দিনে পুলিশ পেদানি দিয়েছিলো ।
১০| ১৯ শে জুলাই, ২০২৫ সন্ধ্যা ৬:৩৪
কামাল১৮ বলেছেন: মাসুদরা শিবিরের কর্মী।
২০ শে জুলাই, ২০২৫ রাত ৮:১৯
শাহ আজিজ বলেছেন: তাই নাকি ????
১১| ১৯ শে জুলাই, ২০২৫ সন্ধ্যা ৬:৫৬
এইচ এন নার্গিস বলেছেন: সত্যি কি এতো লোক হয়েছে ?
২০ শে জুলাই, ২০২৫ রাত ৮:২০
শাহ আজিজ বলেছেন: সন্দেহ আছে ?
১২| ১৯ শে জুলাই, ২০২৫ রাত ৮:২৩
সপ্তম৮৪ বলেছেন: বাংলার মানুষদের উচিত মহান নেতা হান্নান মাসুদের মত একাত্তরের আলোচনা সাইডে রেখে জামাতকে আলিঙ্গন করে দেশ সেবার সুযোগ দেয়া।
ছাত্রলীগ, বিএনপির লুঙ্গির তলে থেকে ছুপা রাজনীতি করতে করতে লীগ বিএনপি দুইটারে বদনামী চাপাই দিয়ে নিজেরা এখন হিরো হয়ে উঠেছে।
জামাত ক্ষমতায় এলে অন্তত লীগের চেতনা দেখতে দেখতে হাগা কষা হয়ে যাওয়া শাহ সাহেবের হাগু করতে এবার আরাম হবে।
জয় জামাত
জয় শিবির
জয় গোলাম আজম
২০ শে জুলাই, ২০২৫ রাত ৮:২২
শাহ আজিজ বলেছেন: আপনি একটি অসভ্য এবং ইতর , ভাল হয়ে যান না হয় ব্লক করে দেব ।
১৩| ১৯ শে জুলাই, ২০২৫ রাত ১০:০১
মাহমুদুর রহমান সুজন বলেছেন: এক শ্রেণীর লোক রয়েছে এখানেও কতকিছু খুঁজতে যাবে। এদের সফলতা ত্যাগ দিয়েই হয়েছে। ওরা ত্যাগি বাকী সব ভোগী বললে ভুল হওয়ার কথা না। সে দায় অন্য কারোর নয় এ হলো আওয়ামী লীগিদের। যারা ৭১ নিয়ে ব্যাবসা করেছে। নিজেদের মধ্যে ৭১রে জীবন দান কারী বাইনোকোলার দিয়ে খুঁজে পাওয়া যাবে না কিন্তু ব্যবসার ঢালায় ৭১!
১৪| ১৯ শে জুলাই, ২০২৫ রাত ১০:৪৫
কিরকুট বলেছেন: সার্কাসে মানুষ কি জন্য যায়?
১৫| ২০ শে জুলাই, ২০২৫ সকাল ১১:২৮
কাঁউটাল বলেছেন: জামাতের প্রভাব সব সময়ই বেশি মনে হয়, পরে ভোটে গেলে ফক্কা।
১৬| ২১ শে জুলাই, ২০২৫ দুপুর ১:৫৪
রাজীব নুর বলেছেন: জামাত এবার বাজিমাত করিবে।
©somewhere in net ltd.
১|
১৯ শে জুলাই, ২০২৫ বিকাল ৪:৫৭
সৈয়দ কুতুব বলেছেন: মাসুদ নিজের দলের চেয়ে জামায়াত নিয়ে বেশি ভাবে ।