নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

শাহ সাহেবের ডায়রি ।। আমাকেও বাংলাদেশে ফেরত পাঠানো হতে পারে: অমর্ত্য সেন

২৪ শে আগস্ট, ২০২৫ রাত ৯:০৫







নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন ভারতে ক্রমবর্ধমান ভাষাগত অসহিষ্ণুতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, 'আমি সংবাদপত্রে দেখলাম যে এক ব্যক্তিকে বাংলায় কথা বলার কারণে বাংলাদেশে পাঠানো হয়েছে। এটি আমাকে কিছুটা চিন্তিত করেছে।'

পিটিআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল শুক্রবার কলকাতায় 'ভারতের তরুণ সমাজ: তাদের কী ধরনের সামাজিক সুযোগ থাকা উচিত' শীর্ষক এক আলোচনা সভায় বাংলাভাষী মানুষদের ধরপাকড়, পুশব্যাক ইত্যাদি বিষয় নিয়ে কথা বলতে গিয়ে তিনি এ কথা বলেন।

পরে তিনি রসিকতা করে বলেন, 'আমি ঠিক করেছিলাম ফরাসি ভাষায় কথা বলব, কিন্তু সমস্যা হলো, আমি ফরাসি জানি না।'

সাম্প্রতিক সময়ে পশ্চিমবঙ্গসহ বিভিন্ন স্থানে বাংলাভাষীদের সন্দেহজনকভাবে বাংলাদেশি বলে চিহ্নিত করে হয়রানির ঘটনা উল্লেখ করেন তিনি। বলেন, 'আমাকেও বাংলাদেশে ফেরত পাঠানো হতে পারে, কারণ আমার পৈতৃক বাড়ি ঢাকায়। আর তাতে আমার খুব একটা আপত্তি নেই।'

পশ্চিমবঙ্গের শান্তিনিকেতনে জন্মগ্রহণকারী এই অর্থনীতিবিদ এ সময় একদল স্নাতক ও উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীর সঙ্গেও মতবিনিময় করেন।

বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাংলাভাষীদের হয়রানি নিয়ে গণমাধ্যমের প্রশ্নের জবাবে এই নোবেল বিজয়ী বলেন, বাংলা, পাঞ্জাবিসহ প্রতিটি সাংস্কৃতিক পরিচয়ের নিজস্ব গুরুত্ব ও ঐতিহ্য রয়েছে, যা উদ্যাপন করা উচিত। তিনি স্বীকার করেন যে 'বাংলার মানুষ বা বাংলাভাষী মানুষ পেশাগত বাধা ও অসম্মানের শিকার হচ্ছেন।'

'আমি বলছি না যে বাঙালি সংস্কৃতি ও সভ্যতা সেরা। তবে আমাদের বাংলা ভাষা, সংস্কৃতি ও সভ্যতার ইতিহাস তুলে ধরা উচিত। বাঙালি সংস্কৃতির প্রতি সম্মান থাকতে হবে। যদি না থাকে, তবে প্রতিবাদ করতে হবে', বলেন এই অর্থনীতিবিদ।

মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ২৪ শে আগস্ট, ২০২৫ রাত ৯:১৩

বিজন রয় বলেছেন: বাংলাদেশে বাঙালি সংস্কৃতির আর দরকার কি?

২৪ শে আগস্ট, ২০২৫ রাত ৯:৪৪

শাহ আজিজ বলেছেন: তয় কি পাকি সংস্কৃতি চালু করবে ?

২| ২৪ শে আগস্ট, ২০২৫ রাত ৯:৩৩

কামাল১৮ বলেছেন: আমাদের গ্রামের কয়েক জন আছে ভারতে।অনেকে আছে তারা হিন্দু তারা স্থায়ী ভাবে চলে গেছে।কিন্তু বিশ পঁচিশ জন মুসলমান আছে তারা কাজ করতে গেছে থাকে বস্তিতে।দিল্লীতে আমি দুই জনকে দেখেছি।২০০৮ সালে।আমার দিল্লীর বন্ধু বললো,ঐ দেখ তোদের দেশের লোক।কাগজ কুড়াচ্ছ।আলাপ করে বুঝলাম আমাদের গ্রামের লোক।সীমান্তের খুব কাছে আমাদের গ্রাম।

২৪ শে আগস্ট, ২০২৫ রাত ৯:৪৩

শাহ আজিজ বলেছেন: আমি পেয়েছিলাম ১২ বছরের বালককে , রিকশা চালায় । দিল্লিতে মা বাপ নিয়ে বস্তিতে থাকে । ১৯৯৬ সালে ।

৩| ২৪ শে আগস্ট, ২০২৫ রাত ৯:৪৮

বিজন রয় বলেছেন: লেখক বলেছেন: তয় কি পাকি সংস্কৃতি চালু করবে ?

............ কেন চোখে কি পড়ে না? দেশে এখন কোন সংস্কৃতি চলছে? পাকি সংস্কৃতি হতে আর বাকি আছে কতটুকু। অনেকেই বাঙালি সংস্কৃতির চেয়ে আরবীয় সংস্কৃতি ধারন করছে।

আপনি নিজেই কল্লনা করুন, আপনার ছোটবেলার কথা, ৫০ এর দশক, ৬০ এর দশক, ৭০ বা ৮০ পর্যন্ত?
আর এখন কি।

৪| ২৪ শে আগস্ট, ২০২৫ রাত ৯:৪৯

বিজন রয় বলেছেন: আপনার জন্মসাল কি ১৯৫৭ সাল?

৫| ২৪ শে আগস্ট, ২০২৫ রাত ১০:০২

ঊণকৌটী বলেছেন: দাদা আজ সকাল 11 টা সেলুনে চুল কাটছে, এমন সময় একজন পুলিশ অফিসার আসলো বললেন হারাধন সরকার কে? একজন বললো আমি, বাড়ি কোথায় ? বললো বাংলাদেশে অনেক বছর আছি | বললেন চলো |

৬| ২৪ শে আগস্ট, ২০২৫ রাত ১১:১৯

সৈয়দ কুতুব বলেছেন: উনাকে সাদরে আমন্ত্রণ জানাই।

৭| ২৫ শে আগস্ট, ২০২৫ সকাল ৭:১১

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: যার জন্মস্থান যেখানে সে যদি যেতে চায় পাঠানো উচিত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.