নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

শাহ সাহেবের ডায়রি ।। ব্লগার জেনারেশন একাত্তর কে অনুরোধ করছি

০২ রা সেপ্টেম্বর, ২০২৫ রাত ৮:৫৩

আমি নির্বাচন নিয়ে বেশ উত্তেজিত । আপনি এখন থেকে নিরপেক্ষ ভাবে বিবিধ চলমান বিষয় নিয়ে লিখবেন । অন্যরা তা নিয়ে আলোচনা করবে । ধন্যবাদ ।

মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০২ রা সেপ্টেম্বর, ২০২৫ রাত ৯:০০

জেনারেশন একাত্তর বলেছেন:



আমার লেখা সামনের পাতায় আসে না; জাদিদ সাহেবের লেখা, শায়েমার লেখা ও না'হল তরকারীর লেখা সামনের পাতায় আসে; তাঁদেরকে অনুরোধ করেন ইলেকশেন নিয়ে লিখতে।

০২ রা সেপ্টেম্বর, ২০২৫ রাত ৯:১৪

শাহ আজিজ বলেছেন: আপনি নিশ্চিন্তে আমার পেজে লিখুন , শুরু করুন ।

২| ০২ রা সেপ্টেম্বর, ২০২৫ রাত ৯:০৩

জেনারেশন একাত্তর বলেছেন:



ইলেকশান নিয়ে পুরো জাতি ভীষনভাবে চিন্তিত; কিন্তু এই ইলেকশানের রেজাল্ট দিবে আমেরিকান দুতাবাস ও সেনাবাহিনীর প্রাক্তন জেলারেলরা ( জিয়া ও এরশাদের অনুসারীর ও বর্তমান কিছু অফিসার মিলে )।

৩| ০২ রা সেপ্টেম্বর, ২০২৫ রাত ৯:০৪

জেনারেশন একাত্তর বলেছেন:




১৯৭৩ সালের ভোটের পর থেকে মিলিটারী সব সময় ভোটের রেজাল্ট মিলিটারী বদলায়ে আসছে।

৪| ০২ রা সেপ্টেম্বর, ২০২৫ রাত ৯:১৬

জেনারেশন একাত্তর বলেছেন:




জাদিদ যদি আমার কমেন্ট ক্ষমতা কেড়ে না'নেয়, আমি আপনার পোষ্টে এসে কমেন্ট করে, আমার চিন্তা ভাবনা জানাবো। আপনি একাত্তরের জেনারেশনের মানুষ, দেশ ঠিক হয়ে যাবে; শিবর ইত্যাদি মানবতার শত্রু, ওদের পতন হবেই হবে।

০২ রা সেপ্টেম্বর, ২০২৫ রাত ৯:১৯

শাহ আজিজ বলেছেন: আপনি আমার পেজে কমেন্ট করতে থাকুন ।

৫| ০২ রা সেপ্টেম্বর, ২০২৫ রাত ৯:৫৬

সৈয়দ কুতুব বলেছেন: কোনো ইলেকশন হবে না । আওয়ামি লিগ ইলেকশন হতে দিবে না তাদের ছাড়া। সিভিল ওয়ার শুরু হতে পারে তপশিল ঘোষণা করলে । সরকার আওয়ামি লিগ কে যাতে ফিরে আসে সে জননো মিছিলে বাধা দিতেসে না। এদিকে নুর কে পিটয়ে তকতা করলো সেনাবাহিনি ও পুলিশ ।

৬| ০২ রা সেপ্টেম্বর, ২০২৫ রাত ১০:১৩

জেনারেশন একাত্তর বলেছেন:



@কুতুব,

নুরের যেই অবস্হা হয়েছে, ইউনুস সাহেবের অবস্হাও সেই রকম হওয়ার সম্ভাবনা আছে। বাংলাদেশের মিলিটারীর লোকেরা পংগুদের ভালোবাসে না।

৭| ০২ রা সেপ্টেম্বর, ২০২৫ রাত ১০:৩২

সৈয়দ কুতুব বলেছেন: জেনারেশন একাত্তর @নুরের ঘটনা নিয়ে আপনারা ইলিউশনে ভুগছেন । কেউ জানেও না সঠিক ঘটনা কেবল দেখেছে নুর কে মারছে ।

জাপার উপর আসা যে কোনো আঘাত সেনাবাহিনি কঠোর ভাবে দমন করে । জিএম কাদের বাড়ির সামনে একটা মোটরসাইকেলে আগুন দিলে এক গাড়ি মিলিটারি উহার বাড়ির সামনে গিয়ে হাজির হয় । সেনাবাহিনিতে এরশাদের লোক আছে । নুরকে মাইরের পিছনে জামাত-এনসিপির ইনধন আছে। সাতটি দল মিলে মিটিং করে ডিসিশন নেয় জাপার কারযালয়ে মব করে সরকার কে চাপ দিবে জাপা নিষিদধ করতে । কিনতু পাশা উলটে গেছে । সেনাবাহিনি এভাবে মারবে কেউ ভাবে নাই । নিজের কারযালয়ের সামনে ধোলাই খেয়েছে ভিপি নুর । নুরকে পিটানোর পিছনে এনসিপির ও হাত আছে। নুর এক সমাবেশে বলেছিলো এনসিপি মাইটিভি দখল করতে চায় । এরপরই তার উপর পুলিশ চড়াও হয় ।

৮| ০২ রা সেপ্টেম্বর, ২০২৫ রাত ১০:৩৬

জেনারেশন একাত্তর বলেছেন:



@কুতুব,

সেনাবাহিনী এখন প্রাক্তন জেনারেলরা কন্ট্রোল করছে, উহাতে জিয়া ও এরশাদ পন্তিরা আছে। নুরুরে মেরে ফেললেও কেহ উহ: আহ: বলবে না; বাংলাদেশ মিলিটারী পংগুসেবা করে না।

৯| ০২ রা সেপ্টেম্বর, ২০২৫ রাত ১০:৪৬

সৈয়দ কুতুব বলেছেন: জেনারেশন একাত্তর @নুরের কথা বাদ দেন ।

১০| ০২ রা সেপ্টেম্বর, ২০২৫ রাত ১১:০৭

ক্লোন রাফা বলেছেন: নির্বাচনের মাঠে রাজাকারের আওলাদ নুর, একটা বিশাল শূণ্য ছাড়া কিছুই না। বিএনপি ছাড় না দিলে ওকে ওর এলাকায়ও মানুষ পিটিয় মেরে ফেলবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.