![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি নির্বাচন নিয়ে বেশ উত্তেজিত । আপনি এখন থেকে নিরপেক্ষ ভাবে বিবিধ চলমান বিষয় নিয়ে লিখবেন । অন্যরা তা নিয়ে আলোচনা করবে । ধন্যবাদ ।
০২ রা সেপ্টেম্বর, ২০২৫ রাত ৯:১৪
শাহ আজিজ বলেছেন: আপনি নিশ্চিন্তে আমার পেজে লিখুন , শুরু করুন ।
২| ০২ রা সেপ্টেম্বর, ২০২৫ রাত ৯:০৩
জেনারেশন একাত্তর বলেছেন:
ইলেকশান নিয়ে পুরো জাতি ভীষনভাবে চিন্তিত; কিন্তু এই ইলেকশানের রেজাল্ট দিবে আমেরিকান দুতাবাস ও সেনাবাহিনীর প্রাক্তন জেলারেলরা ( জিয়া ও এরশাদের অনুসারীর ও বর্তমান কিছু অফিসার মিলে )।
৩| ০২ রা সেপ্টেম্বর, ২০২৫ রাত ৯:০৪
জেনারেশন একাত্তর বলেছেন:
১৯৭৩ সালের ভোটের পর থেকে মিলিটারী সব সময় ভোটের রেজাল্ট মিলিটারী বদলায়ে আসছে।
৪| ০২ রা সেপ্টেম্বর, ২০২৫ রাত ৯:১৬
জেনারেশন একাত্তর বলেছেন:
জাদিদ যদি আমার কমেন্ট ক্ষমতা কেড়ে না'নেয়, আমি আপনার পোষ্টে এসে কমেন্ট করে, আমার চিন্তা ভাবনা জানাবো। আপনি একাত্তরের জেনারেশনের মানুষ, দেশ ঠিক হয়ে যাবে; শিবর ইত্যাদি মানবতার শত্রু, ওদের পতন হবেই হবে।
০২ রা সেপ্টেম্বর, ২০২৫ রাত ৯:১৯
শাহ আজিজ বলেছেন: আপনি আমার পেজে কমেন্ট করতে থাকুন ।
৫| ০২ রা সেপ্টেম্বর, ২০২৫ রাত ৯:৫৬
সৈয়দ কুতুব বলেছেন: কোনো ইলেকশন হবে না । আওয়ামি লিগ ইলেকশন হতে দিবে না তাদের ছাড়া। সিভিল ওয়ার শুরু হতে পারে তপশিল ঘোষণা করলে । সরকার আওয়ামি লিগ কে যাতে ফিরে আসে সে জননো মিছিলে বাধা দিতেসে না। এদিকে নুর কে পিটয়ে তকতা করলো সেনাবাহিনি ও পুলিশ ।
৬| ০২ রা সেপ্টেম্বর, ২০২৫ রাত ১০:১৩
জেনারেশন একাত্তর বলেছেন:
@কুতুব,
নুরের যেই অবস্হা হয়েছে, ইউনুস সাহেবের অবস্হাও সেই রকম হওয়ার সম্ভাবনা আছে। বাংলাদেশের মিলিটারীর লোকেরা পংগুদের ভালোবাসে না।
৭| ০২ রা সেপ্টেম্বর, ২০২৫ রাত ১০:৩২
সৈয়দ কুতুব বলেছেন: জেনারেশন একাত্তর @নুরের ঘটনা নিয়ে আপনারা ইলিউশনে ভুগছেন । কেউ জানেও না সঠিক ঘটনা কেবল দেখেছে নুর কে মারছে ।
জাপার উপর আসা যে কোনো আঘাত সেনাবাহিনি কঠোর ভাবে দমন করে । জিএম কাদের বাড়ির সামনে একটা মোটরসাইকেলে আগুন দিলে এক গাড়ি মিলিটারি উহার বাড়ির সামনে গিয়ে হাজির হয় । সেনাবাহিনিতে এরশাদের লোক আছে । নুরকে মাইরের পিছনে জামাত-এনসিপির ইনধন আছে। সাতটি দল মিলে মিটিং করে ডিসিশন নেয় জাপার কারযালয়ে মব করে সরকার কে চাপ দিবে জাপা নিষিদধ করতে । কিনতু পাশা উলটে গেছে । সেনাবাহিনি এভাবে মারবে কেউ ভাবে নাই । নিজের কারযালয়ের সামনে ধোলাই খেয়েছে ভিপি নুর । নুরকে পিটানোর পিছনে এনসিপির ও হাত আছে। নুর এক সমাবেশে বলেছিলো এনসিপি মাইটিভি দখল করতে চায় । এরপরই তার উপর পুলিশ চড়াও হয় ।
৮| ০২ রা সেপ্টেম্বর, ২০২৫ রাত ১০:৩৬
জেনারেশন একাত্তর বলেছেন:
@কুতুব,
সেনাবাহিনী এখন প্রাক্তন জেনারেলরা কন্ট্রোল করছে, উহাতে জিয়া ও এরশাদ পন্তিরা আছে। নুরুরে মেরে ফেললেও কেহ উহ: আহ: বলবে না; বাংলাদেশ মিলিটারী পংগুসেবা করে না।
৯| ০২ রা সেপ্টেম্বর, ২০২৫ রাত ১০:৪৬
সৈয়দ কুতুব বলেছেন: জেনারেশন একাত্তর @নুরের কথা বাদ দেন ।
১০| ০২ রা সেপ্টেম্বর, ২০২৫ রাত ১১:০৭
ক্লোন রাফা বলেছেন: নির্বাচনের মাঠে রাজাকারের আওলাদ নুর, একটা বিশাল শূণ্য ছাড়া কিছুই না। বিএনপি ছাড় না দিলে ওকে ওর এলাকায়ও মানুষ পিটিয় মেরে ফেলবে।
©somewhere in net ltd.
১|
০২ রা সেপ্টেম্বর, ২০২৫ রাত ৯:০০
জেনারেশন একাত্তর বলেছেন:
আমার লেখা সামনের পাতায় আসে না; জাদিদ সাহেবের লেখা, শায়েমার লেখা ও না'হল তরকারীর লেখা সামনের পাতায় আসে; তাঁদেরকে অনুরোধ করেন ইলেকশেন নিয়ে লিখতে।