![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লিখতে অনেক ইচ্ছা করে কিন্তু পারছিনা। কিবোর্ডের বোতামগুলো আজ অকেজো!!!
বার বার ফিরে আসি
আসি জগৎ ছায়ায়
আমার ভিতরে আমি নেই
আছে অন্য কেউ
তবুও আমার আমি হয়ে
বার বার ফিরে আসি।
১৬ ই মে, ২০১৭ রাত ৮:৫৯
সত্যের ছায়া বলেছেন: আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ।
মনে কষ্ট পেয়ে থাকলে দু:খিত।
ভুল বুঝাবুঝির অবসান হউক।
©somewhere in net ltd.
১|
১৬ ই মে, ২০১৭ রাত ৮:৫৪
মোঃ রুবেল জামির বলেছেন: সামু কি নষ্টামির জায়গা নাকি। এখানে কি এসবই পোস্ট করেন আর বুঝাতে চান আর একজন কে উল্টা পাল্টা কথা বলেন। আমি্ও আপনার লেখাটার বিপরীতে কিছু লেখতে পারতাম কিন্তু আপনার মত তো আর আমি না। শুনুন সামু এখানে সমাজের সকল শ্রেণীর লোক আছে এখান সকলেই লেখা পোষ্ট করার অধিকার রাখে। তাই বলছি সত্যের ছায়া নাম দিয়ে মানুষের পোষ্টে এসব কথা বইলে না। এটা আপনার কাছে অনুরোধ। কারণ আমার বাবারে জিঞ্জিয়া দেখছেন না বললে পারতেন। কারণ মানুষের প্রত্যেকটা কথা তার অন্তরের অন্তস্থ থেকে বলে। কেন মানুষকে কষ্ট দেওয়া এটা কিন্তু মনষত্ব্যের পরিচয় দিলেন না।