নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আপনার সাথে আমি একমত নাও হতে পারি।

সত্যের ছায়া

লিখতে অনেক ইচ্ছা করে কিন্তু পারছিনা। কিবোর্ডের বোতামগুলো আজ অকেজো!!!

সত্যের ছায়া › বিস্তারিত পোস্টঃ

“মা” কেবলই মা।

০৮ ই মে, ২০১৬ দুপুর ১২:৪৮





মা (ইংরেজি: Mother, Mum, Mom) হচ্ছেন একজন পূর্ণাঙ্গ নারী, যিনি গর্ভধারণ, সন্তানের জন্ম তথা সন্তানকে বড় করে তোলেন - তিনিই অভিভাবকের ভূমিকা পালনে সক্ষম ও মা হিসেবে সর্বত্র পরিচিত।

মা ও তার সন্তানের মধ্যেকার ভালোবাসা কখনও কোনো মানদণ্ডে পরিমাপ করা সম্ভব না। এর মান অসীম।
এই পৃথিবীতে মা ই হচ্ছেন সবচেয়ে আপন,সবচেয়ে মধুর। গরীবের মা,ধনীর মা,রাজার মা,ভিখারীর মা,দিনমজুরের মা,শিক্ষকের মা,বিজ্ঞানীর মা এক কথায় আমার মা,তোমার মা,সকলের মা,যার মা ই বলিনা কেন মা হচ্ছেন সকলের জন্য কেবল ই মা।পৃথিবীর কোন মা ই যেন অবহেলিত না হন।কোন মায়ের শেষ আশ্রয়স্থল যেন একাকী গৃহ,রাস্তা বা বৃদ্ধাশ্রম না হয় এই কামনা রইল ‘মা’ দিবসে।

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৮ ই মে, ২০১৬ দুপুর ১২:৫৭

রোদেলা বলেছেন: তোমার সাথেই ঝগড়া ঝাটি ;
তর্ক অভিমান ।
তুমি বিহীন একটি বেলাও
পায় না খুঁজে প্রাণ ।।
----------------
মাকে ভালো বাসি কতোটা কোন দিন বলা হয় না।

০৯ ই মে, ২০১৬ সকাল ৯:০৮

সত্যের ছায়া বলেছেন: বিষণ ভালো লাগলো আপনার মন্তব্যটি।

২| ০৮ ই মে, ২০১৬ দুপুর ১:২০

রাশেদ রাহাত বলেছেন: গুগলি করে আমি যে পিক গুলা সিলেক্ট করেছিলাম তার একটি অাপনার সাথে মিলে যাচ্ছে... এখানে দেখুন।

০৯ ই মে, ২০১৬ সকাল ৯:০৯

সত্যের ছায়া বলেছেন: হতেই পারে...। এ নিয়ে মন খারাপ করার কিছু নেই। এটা তথ্য ও প্রযুক্তির যোগ। যে কোন কিছু হওয়াটা অস্বাভাবিক নয়।

৩| ১৯ শে মে, ২০১৭ দুপুর ১২:১৭

ধ্রুবক আলো বলেছেন: মায়ের মত কেউ হবে না। +

৩০ শে মে, ২০১৭ রাত ১০:৩৫

সত্যের ছায়া বলেছেন: জি- ঠিক বলেছেন।

৪| ৩০ শে মে, ২০১৭ রাত ১০:৩৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক সুন্দর লেখা ভাই। ভালো লাগলো আপনার অনুভূতি।

শুভকামনা জানবেন সবসময়।

৩০ শে মে, ২০১৭ রাত ১০:৩৬

সত্যের ছায়া বলেছেন: ধন্যবাদ ভাই,

পাঠ ও মন্তব্য করার জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.