![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লিখতে অনেক ইচ্ছা করে কিন্তু পারছিনা। কিবোর্ডের বোতামগুলো আজ অকেজো!!!
সত্যের ছায়া: নিজেদের অসতর্কতার কারণে গ্রাম-বাংলা থেকে হারিয়ে যেতে বসেছে ‘ডাহুক’ পাখি।
“ডাহুক” নামটি অনেক সুন্দর হওয়ায় পল্লী কবি জসিম উদ্দিনসহ অসংখ্য লেখকের গান, গল্প, কবিতা ও নাটকে বহুবার উঠে এসেছে এই পাখির নামটি।
নিসর্গের কবি জীবনানন্দ লিখেছেন,
"মালঞ্চে পুষ্পিতা অবনতামুখী
নিদাঘের রৌদ্রতাপে একা সে ডাহুকী
বিজন তরুণ শাখে ডাকে ধীরে ধীরে
বনচ্ছায়া-অন্তরালে তরল তিমিরে।
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় এই পাখির নামে নিরবধি বয়ে চলেছে ডাহুক নদী। কিন্তু গামের পুকুর, খাল-বিল, হাওড়-বাওড় জলাভূমি ও নদীরকাছে ঝোপে-ঝাড়ে থাকা এই পাখিটি এখন দিনে দিনেই হারিয়ে যাচ্ছে।
মনের কথা: এবার শীতকালীন অবকাশের ছুটি কাটাতে বাড়িতে গেছিলাম। দুপুর বেলা উঠানের মাঝখানে চেয়ারে হেলান দিয়ে সূর্যের তা নিচ্ছি। এমন সময় ছোট ভাতিজি এসে হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে আগে যেখানটায় আমাদের পুকুর/জলাশয় ছিল(সেখানে এখন বালু দিয়ে ভরাট করা হয়েছে)। আমি অনিচ্ছা সত্ত্বেও উঠে গেলাম এবং বললাম কি হয়েছে। সে বলল, ধরে দিতে হবে! আমি বললাম কি? উত্তরে জানাল কালো মুরগের ছ্যাও (মুরগের বাচ্ছা)।মনে মনে ভাবলাম এ আবার কেমন আবদার। পোলাপাইন চকলেট, জুস, চিপস খাওয়ার বায়না ধরে তাই বলে মুরগের বাচ্ছা ধরে দিতে হবে। আমি কিছু ক্ষণ দাড়িয়ে রইলাম। পরে সে আমাকে হাতের ইশিরায় দেখিয়ে দিল। আমি সেখানে তাকিয়ে দেখি গাছের উপরে কতগুলো কাক ডাকা ডাকি করছে। মনে খটকা লাগল। ছোট বেলার অভিজ্ঞতার আলোকে বুঝলাম মুরগির বাচ্ছা ধরার জন্য কাকের এমন করে থাকে। সামনে এগিয়ে গেলাম। গিয়ে দেখি বাঁশ ঝাড়ে একটি মা ডাহুক কান খাড়া করে গাছের শিকড়ের আড়ালের দিকে তাকিয়ে আছে। আমারে দেখে তার অস্বস্তিবোধ ও উত্তেজনা বেড়ে গেছে। আমি শিকড়ের নিচের দিকে তাকিয়ে দেখি একটি ডাহুক ছানা এমনভাবে মাটির গর্তের ভিতর গাছের শিকড়ের আড়ালে লুকিয়ে আছে কাকেরা চাইলেও তার নাগালপাবে না। এই ডাহুকের আদি পুরুষেরা অনেক আগে থেকেই আমাদের হ্যাজা-মাজা পুকুরে বংশ বিস্তারে করে চলেছে।(আমরা যখন ছোট ছিলাম তখন তার আদি পুরুষের ডাকে আমাদের ঘুম ভাঙত। সারা বছর চুপচাপ থাকলেও বর্ষা মৌসুমে কুক্ কুক্ ডাকা-ডাকিতে পরিবেশের চারপাশ মুখরিত করে তুলত। ওদের গলার স্বর বেশ চড়া। ডাহুকরা বেশি ডাকতো বাসা বেঁধে ডিম পাড়ার জন্য। রাতভর একটানা ডাকতো। মনে হতো ওরা হয়তো দুঃখে বিলাপ করছে। । এখন পুকুরটি ভরাট করার কারণে তার অস্তিত্ব বিপর্ণ হতে চলেছে। হয়ত তাদের পূর্ব পুরুষের আবাস্থল হারিয়ে ফেলে এখন কোন রকম জীবন বাচার সংগ্রাম করেছে।) আমি এগিয়ে গিয়ে কাকের দিকে তাকালাম এবং তাদের কে দূরে সরিয়ে দিলাম। তারপর ভিতর থেকে টেনে বের করে আনলাম। এতে ছোট ভাতিজির কিযে আনন্দ, বলল চাচ্চু দেন। আমি তার হাতে কিছুক্ষণ দিয়ে তারপর হাতের কাছে এনে আবার বাঁশঝাড়ে ছেড়ে দিলাম।
এতে মা ডাহুক পাখিটি ‘কোয়াক’ কোয়াক ডাক দিয়ে আমার প্রতি কৃতজ্ঞ জানাল।
পরিচিতি:https://bn.wikipedia.org/s/2pwp ঘেটে দেখলাম ডাহুকের ইংরেজি নাম White Breasted Waterhen এবং বৈজ্ঞানিক নাম Amaurornis phoenicurus। ধলাবুক ডাহুক ও পান-পায়রা নামেও এর পরিচিতি রয়েছে। এরা প্রচণ্ড লড়াকু ধরনের পাখি।
ডাহুক আমাদের দেশের সুলভ আবাসিক পাখি। এরা প্রচণ্ড গতিতে ছুটতে পারে। দৈর্ঘ্য ৩২ সেমি. ও ওজন ১৯০ গ্রাম। এদের পিঠের দিক কালচে ও দেহের নিচের দিক সাদা। পুরো ঠোঁট হলদে সবুজ হলেও এর উপরের অংশ লাল।তাকে। ডাহুকের লেজছোট, লেজের নিচের অংশ লালচে আভাসমৃদ্ধ। পিঠের রং ধূসর থেকে খয়েরী-কালো, মাথা ও বুক সাদা। পা লম্বা। ঠোঁট হলুদ, ঠোঁটের উপরে লাল রঙের একটি ছোট দাগ আছে। দেহ কালচে। মুখমণ্ডল, গলা, বুক ও পেট সম্পূর্ণ সাদা।
খাদ্য: খাদ্যতালিকায় রয়েছে জলজ উদ্ভিদ ও কীটপতঙ্গ। অর্থাৎ শাপলা-পদ্ম ফুলের নরম অংশ, কচি পানিফল, জলজ শেওলা, লতাগুল্মের নরম অংশ, ধান, কাউন, ডাল, সর্ষে, শামুক, কেঁচো, জোঁক, মাছ, ছোট মাছ প্রভৃতি।
সংসার:পৃথিবীর বুকে অনেক প্রাণীর মতো ডাহুকও বর্ষা মৌসুমেই ভালোবাসার সঙ্গীকে খুঁজে বেড়ায়। সঙ্গীর দৃষ্টি আকর্ষণের জন্য ডাহুকের বিরামহীম ডাকে। এতে স্ত্রী ডাহুক আকর্ষণ বোধ করে একসঙ্গে থাকার সন্ধি করে এবং সংসার পাতে। আর নিজের জীবন সঙ্গীকে নিয়ে অন্য জলচর পাখির মতো ডাহুকও তার ভালোবাসার সঙ্গী নিয়ে ছুটে বেড়ায় এদিক-ওদিক। তখন নির্জন জলজ প্রান্তর ভরে ওঠে ভালোবাসামুখর।মাটিতে ঝোপের তলায় এরা বাসা বাধে। জুন থেকে সেপ্টেম্বর এদের প্রজননকাল। ৬/৭ টি ডিম পাড়ে। ডিমের রং ফিকে হলুদ বা গোলাপী মেশানো সাদা। ডাহুক-ডাহুকী উভয়েই ডিমে তা দেয়।ডিম পাড়ে ছয়টি থেকে সাতটি। একুশ থেকে চব্বিশ দিন পর ছানা বের হয়। ছানাগুলো হয় কুচকুচে কালো বর্ণের।
তবে প্রজননের সময় একটি পুরুষ ডাহুক অন্য একটি পুরুষ ডাহুককে সহ্য করতে পারে না। দেখলেই লড়াই বাঁধিয়ে দেয়।
বর্ষা মৌসুমে গোসাইরহাটের খালে-বিলে, ঝোপঝাড়ে ডাহুকের দৌড়ঝাঁপ দেখে বহুদিন আমি মুগ্ধ হয়েছি।
সমসাময়িক অবস্থা: সারাদেশের প্রাকৃতিক জলাভূমিগুলো বেদখল হচ্ছে ধীরে ধীরে। প্রাকৃতিক হাওর-বিলগুলোর এই দখলবাজি প্রতিবেশ ও প্রাণিবৈচিত্র্যকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিচ্ছে। ধ্বংস হয়ে যাচ্ছে জলাভূমি ঘিরে বেড়ে ওঠা জলজ উদ্ভিদসহ ঝোঁপ-ঝাড়গুলো। অধিকাংশ জলাভূমিতে এখন চলছে মাছের খামার করার প্রাকৃতিক পরিবেশধ্বংসকারী প্রতিযোগিতা।
এক সময় বুনো ডাহুকও ছিল অনেক। এর প্রধান কারণ তাদের বিচরণভূমি ও আবাসস্থল ধ্বংস। ওরা যে গোপন জায়গায় বাসা বাঁধবে এমন গোপন জায়গা অর্থাৎ ঝোঁপঝাড় এখন আর নেই। এদের খাবার সংকট না থাকলেও মারাত্মক নিরাপত্তার সংকট রয়েছে। এরা যে নিরিবিলি থাকবে সে অবস্থা আর নেই!
পদক্ষেপ: আমাদের সমাজ থেকে যাতে কোনভাবেই বন্য পশু-পাখি হারিয়ে না যায়, সেদিকে সকলের প্রতি দৃষ্টি রাখার জন্য আহবান জানিয়েছেন বিশেষজ্ঞরা।ডাহুক সহ অন্যন্য নিরীহ প্রাণীরা যাতে অবাধে বংশ বিস্তার করতে পারে সেজন্য আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে।
১০ ই মে, ২০১৬ বিকাল ৩:৪০
সত্যের ছায়া বলেছেন: ভাই আপনাকেও ধন্যবাদ।
১০ ই মে, ২০১৬ বিকাল ৩:৪৩
সত্যের ছায়া বলেছেন: ভাই আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি।
২| ১০ ই মে, ২০১৬ দুপুর ২:৫৯
শামছুল ইসলাম বলেছেন: সুন্দর পোস্ট।
ডাহুক সহ অন্যান্য পাখি ও প্রাণি সংরক্ষণের কার্যকরী ব্যবস্থা না নিলে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়ে যাবে।
ভাল থাকুন। সবসময়।
১২ ই মে, ২০১৭ সন্ধ্যা ৬:০৫
সত্যের ছায়া বলেছেন: ঠিক কথা বলেছেন।
৩| ১০ ই মে, ২০১৬ বিকাল ৩:১৫
পবন সরকার বলেছেন: ডাহুকের ডাক এখন শোনই যায় না।
১০ ই মে, ২০১৬ বিকাল ৩:৪৫
সত্যের ছায়া বলেছেন: সঠিক কথা বলেছেন।
৪| ১০ ই মে, ২০১৬ বিকাল ৪:৫৬
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আহারে ! কতদিন ডাহুকের ডাক শুনিনা ।
জিব বিচিত্র সংরক্ষণে আমাদের এগিয়ে আসা উচিত ।
১২ ই মে, ২০১৭ সন্ধ্যা ৬:০৬
সত্যের ছায়া বলেছেন: সহমত।
মন্তব্য করার জন্য ধন্যবাদ।
৫| ১০ ই মে, ২০১৬ সন্ধ্যা ৬:২৫
গেম চেঞ্জার বলেছেন: ডাহুকের ইংরেজি নাম White Breasted Waterhen এবং বৈজ্ঞানিক নাম Amaurornis phoenicurus
অথচ কি সুন্দর সিম্পল নাম "ডাহুক"
বাংলা ডাকটাই হৃদয়ের সাথে খাপ খায় ভালো।
ডাহুক পাখির জন্য খারাপ লাগছে!
১১ ই মে, ২০১৬ সকাল ৯:০৪
সত্যের ছায়া বলেছেন: সুন্দর কথা বলেছেন।
৬| ১০ ই মে, ২০১৬ রাত ১০:০৮
তাশমিন নূর বলেছেন: আমি এই পাখি বাস্তবে দেখিই নি কখনো। সুব্দর পোস্ট করেছেন। ধন্যবাদ।
১১ ই মে, ২০১৬ সকাল ৯:০৩
সত্যের ছায়া বলেছেন: এই পাখি বাংলাদেশের প্রায় সব গ্রামাঞ্চলে দেখা যায়। আপনি কখনো গ্রামের বাড়িতে বেড়াতে গেলে অবশ্যই দেখবেন। বর্ষাকালে গেলে ভালো হয়।
৭| ১১ ই মে, ২০১৬ দুপুর ১২:০০
ব্যাক ট্রেইল বলেছেন: আল মাহমুদের কোন কবিতায় ডাহুকের কথা আছে, তখন পড়ছিলাম ডাহুক মারা গেলে ডাহুকি ডাকতে ডাকতে গলা চিরে রক্ত পড়ে।
১১ ই মে, ২০১৬ দুপুর ২:৪৫
সত্যের ছায়া বলেছেন: আমরা ছোটকালে জানতাম ডাহুক ডাকতে- ডাকতে মুখ থেকে রক্ত বের করে তা তাদের ডিমের উপর দেয় এবং তাতে নাকি ডিম থেকে বাচ্চা ফুটে বের হয়।
৮| ১১ ই মে, ২০১৬ রাত ৯:২১
ক্লাউড বলেছেন: সুপার পোস্ট। অনেক ভালোলাগা রইলো।
১২ ই মে, ২০১৬ সকাল ৯:১৪
সত্যের ছায়া বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ
৯| ১২ ই মে, ২০১৬ সকাল ১১:৩০
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
যদিও আমার বসবাস গ্রামে কিন্তু কয়েকবছর ধরে ডাহুকের ডাক আর শোনা যায় না।
জীব বিচিত্র সংরক্ষণে আমাদের এগিয়ে আসা উচিত ।
১৩ ই মার্চ, ২০১৭ রাত ১০:২২
সত্যের ছায়া বলেছেন: ধন্যবাদ
১০| ১৩ ই মার্চ, ২০১৭ রাত ১০:০৭
চাঁদগাজী বলেছেন:
আপনি কি সত্যের ছায়া(শাহাদাত হোসেন), নাকি অন্য একজন?
১৩ ই মার্চ, ২০১৭ রাত ১০:১৫
সত্যের ছায়া বলেছেন: আমি শুধু "সত্যের ছায়া", আর কিছু না।
১১| ০৭ ই মে, ২০১৭ রাত ১২:০৩
নাদিম আহসান তুহিন বলেছেন: ১০ই মে ২০১৬??? ১বছর ধরে কিছুই লিখছেন না যে?
০৭ ই মে, ২০১৭ রাত ১২:২২
সত্যের ছায়া বলেছেন: সামনে থেকে ধারাবাহিকভাবে লিখব।
১২| ১৩ ই মে, ২০১৭ সন্ধ্যা ৭:২৮
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: একটা নতুন গল্প লিখেছি। যাতে আপনি আছেন। দেখে দিলে খুশী হব।
১৩ ই মে, ২০১৭ রাত ৯:৪৭
সত্যের ছায়া বলেছেন: বেয়াদবি মাফ করবেন, আপনার গল্প দেখার মত অবস্হান নেই। আপনার শিক্ষা, বয়জৈষ্ঠতা, অভিজ্ঞতা সব দিকে আমি আপনার চেয়ে তলানিতে আছি।
১৩| ১৩ ই মে, ২০১৭ সন্ধ্যা ৭:৪৫
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ডাহুকী এখন মানুষের পেটে চলে যাচ্ছে। মানুষ ফাঁদ পেতে ধরে ধরে খাচ্ছে বিক্রি করছে।
পশুসম্পদ অধিদপ্তর এর কোনপ্রকার মাথাব্যথা নেই তাতে।
১৩ ই মে, ২০১৭ রাত ৯:৪৮
সত্যের ছায়া বলেছেন: ধন্যবাদ মন্তব্য করার জন্য। শুভ কামনা জানবেন।
১৪| ১৩ ই মে, ২০১৭ রাত ৯:৫০
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র। কথাটা ভুলেগেলে চলবে কেমন করে। আমরা প্রত্যেকেই শিখছি এবং শিখাচ্ছি। যদিও আমরা সেটা স্বীকার করতে চাইনা।
১৩ ই মে, ২০১৭ রাত ১০:০০
সত্যের ছায়া বলেছেন: দ্বিতীয় বার লজ্জায় ফেললেন। আপনি আপনার স্টাইল ধরে রাখুন। এটাই সবচেয়ে ভাল।
১৫| ১৪ ই মে, ২০১৭ দুপুর ১২:৫৮
বিলিয়ার রহমান বলেছেন: একটা ডাহুকী পোস্ট!
ভালোলাগা!
১৪ ই মে, ২০১৭ দুপুর ২:১৮
সত্যের ছায়া বলেছেন: ধন্যবাদ ভাই,
শুভ কামনা জানবেন।
১৬| ১৪ ই মে, ২০১৭ দুপুর ২:৩৫
বিলিয়ার রহমান বলেছেন: শুভকামনা জানলাম!!!!
এইবার বিকাশে কিছু একটা পাঠিয়ে দিন!
১৪ ই মে, ২০১৭ দুপুর ২:৫৬
সত্যের ছায়া বলেছেন: ধন্যবাদ টুকু পাঠিয়ে দিলাম।
বাস্তবে চায়ের দাওয়াত রইল। সময় করে একদিন আইসেন।
১৭| ১৫ ই মে, ২০১৭ রাত ১২:১৮
কবীর বলেছেন:
ডাহুকের নাম ডাক আর তেমন শোনা যায় না .....
ভালো থাকুন ভাই ।
১৫ ই মে, ২০১৭ রাত ১২:২০
সত্যের ছায়া বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।
আপ্নিও ভাল থাকুন এই কামনা করি।
১৮| ১৫ ই মে, ২০১৭ সকাল ৭:৫৫
ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ । মুল্যবান তথ্যপুর্ণ পোষ্ট । আপনার পোষ্টটা পাঠের সময় ফাকে ফাকে ইন্টার নেটে এই এই ডাহুক পরিবারে পাখিদের বিষয়ে আরো অনেক বিষয় জানা গেল । আপনার এ পোষ্ট টা চোখে না পড়লে এই পাখিটি সম্পর্কে এত বিস্তারিত জানতে পারতামনা । বনের পাখী বনেই সুন্দর, পাকৃতিক পরিবেশে বনেই তাদের মানায় ভাল । তাদের জন্য নিরাপদ আবাস যেন পকৃতির বুকে সৃষ্টি হয় সে প্রয়াশ নিতে হবে সকলকেই । কি সুন্দরই না লাগে যখন দেখা যায় লম্বা লম্বা পা ফেলে পানিতে ভেসে কচুরী পানার বুকে এরেআ হেটে হেটে তার চলছে , এ দৃশ্য দেখলে নয়ন জুরায় । এরা এখন অনেকটাই বিপদাপন্ন্য । আশা করি আপনার পোষ্টের পরামর্শ অনুযায়ী সংষ্লিস্ট সকলে এর বিষয়ে সচেতন হবেন ও এদের বংশ বিস্তার ও নিরাপদ আবাসের জন্য সচেষ্ট হবেন ।
অনেক অনেক শুভেচ্ছা রইল ।
১৫ ই মে, ২০১৭ সকাল ১০:৫৪
সত্যের ছায়া বলেছেন: ধন্যবাদ ভাই, আপনার মন্তব্যের পর পোষ্টটির পূর্ণ্যতা এসেছে।
১৯| ১৫ ই মে, ২০১৭ সন্ধ্যা ৬:০৫
জীবন সাগর বলেছেন: ভালো একটা পোষ্ট দিয়েছেন ভাই
১৫ ই মে, ২০১৭ সন্ধ্যা ৬:১০
সত্যের ছায়া বলেছেন: ধন্যবাদ
২০| ১৫ ই মে, ২০১৭ রাত ৮:৩৩
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: কি সুন্দর নরম তুলতুলে ডাহুকের বাচ্চা। তাই আবার একটু দেখতে এলাম।
১৫ ই মে, ২০১৭ রাত ১০:৩৩
সত্যের ছায়া বলেছেন: ফিরে আসার জন্য ধন্যবাদ
২১| ১৭ ই মে, ২০১৭ সন্ধ্যা ৭:১৫
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: পরীর চাকুরী (পর্ব-২) পোষ্ট করেছি যদি পড়েন। দুঃখিত, আমার লেখা প্রথম পাতায় যায়না বলে দাওয়াত দিতে হলো।
২২| ১৭ ই মে, ২০১৭ রাত ৮:১৯
চাঁদগাজী বলেছেন:
মানুষ বাড়লেও নতুন জমিতে বাড়ী তোলার দরকার ছিলো না।
১৭ ই মে, ২০১৭ রাত ৮:৩৪
সত্যের ছায়া বলেছেন: বাড়ি তোলে ভাল হইছে। এখন সরকার আইন করছে নতুন বাড়ি করতে হলে অনুমতিপ্ত্র এবং টেক্স দিতে হবে।
২৩| ১৭ ই মে, ২০১৭ রাত ১০:০১
নাদিম আহসান তুহিন বলেছেন: আমিতো মনে হয় চিনিই নাল্ল
১৭ ই মে, ২০১৭ রাত ১০:১৫
সত্যের ছায়া বলেছেন: ধন্যবাদ
১৮ ই মে, ২০১৭ সন্ধ্যা ৭:২৯
সত্যের ছায়া বলেছেন: বলেন কি ডাহুক চিনেন না!
২৪| ১৮ ই মে, ২০১৭ সকাল ১০:৩২
মোস্তফা সোহেল বলেছেন: ডাহুক নামটি আমার খুবই পছন্দ। গভীর রাতে যে পাখির ডাক শুনি তাহলে এটি ডাহুক এটা আমার জানা ছিল না। অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর একটি পোষ্টের জন্য।
১৮ ই মে, ২০১৭ সন্ধ্যা ৭:২৯
সত্যের ছায়া বলেছেন: মন্তব্যের জন্য আপ্নাকেও ধন্যবাদ।
২৫| ১৯ শে মে, ২০১৭ বিকাল ৩:৪৮
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আজ এ পবিত্র দিনে সত্যের ছায়ার জন্য একটা সনেট লিখেছি। গিয়ে একটু দেখে আসবেন। আপনার মন্তব্য প্রথম চাই।
১৯ শে মে, ২০১৭ সন্ধ্যা ৭:২৭
সত্যের ছায়া বলেছেন: কবিতা লিখছেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। এটা না করলে আপনার জন্য আরো বেশি ভাল হত।
২৬| ১৯ শে মে, ২০১৭ সন্ধ্যা ৬:১৫
অতৃপ্তচোখ বলেছেন: অনেক সুন্দর পোষ্ট ভাই। ভালো লাগা রইল পোষ্টে।
ডাহুক আজ প্রায় বিলিন হতে চলেছে। তাদের অভয়াশ্রমের দরকার। কোন এলাকাতেই এখন নিরাপদ নেই কোন পাখি ! ভালো সতর্কীকৃত পোষ্টের ধন্যবাদ ভাই।
শুভকামনা আপনার জন্য।
১৯ শে মে, ২০১৭ সন্ধ্যা ৭:২৫
সত্যের ছায়া বলেছেন: পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ।
শুভ কামনা জানবেন।
২৭| ১৯ শে মে, ২০১৭ সন্ধ্যা ৭:৪৮
চাঁদগাজী বলেছেন:
"সত্যের ছায়া" নিকটি বিশালভাবে পপুলার, কতজন আছেন আজকাল?
১৯ শে মে, ২০১৭ সন্ধ্যা ৭:৫৪
সত্যের ছায়া বলেছেন: আসলে আমি এর কারণ জানি না।
আমি অন্যের ব্লগে ঝাঁঝালো মন্তব্য/দ্বি-মত করি, এতে মানুষ আমাকে অপছন্দ করার কথা।
২৮| ১৯ শে মে, ২০১৭ রাত ৯:৫৩
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আমার বাসার পিছনেই খালের ওপার সরকারী জায়গার ঝোপে ডাহুকের বাসা ছিল। রাতে ডাকও শুনতাম। ছাদ থেকে ওদের দেখাও যেত। খুব ভাল লাগতো। ইদানিং সেটা মিস করছি। মানুষের পেটেই গেল কিনা কে জানে?
১৯ শে মে, ২০১৭ রাত ১০:০০
সত্যের ছায়া বলেছেন: ঝোপঝাড়ে হাটা নিরীহ এই প্রাণী কে যারা শিকার করে খায় তারা হিংস্র জানোয়ার।
আস্তে আস্তে এ ধরণের নিরীহ পাখির সংখ্যা দিন দিন কমছে।
মন্তব্য করার জন্য ধন্যবাদ।
২৯| ১৯ শে মে, ২০১৭ রাত ১১:৩৯
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: ডাহুক গুলোর জন্য আমার অনেক কষ্ট হয়।
৩০| ২০ শে মে, ২০১৭ সন্ধ্যা ৭:৫২
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: পরীর চাকুরী (পর্ব-৩) পোষ্ট করেছি। সময় পেলে দেখে আসবেন।
৩১ শে মে, ২০১৭ রাত ৯:০৬
সত্যের ছায়া বলেছেন: ধন্যবাদ
৩১| ২৩ শে মে, ২০১৭ সকাল ১১:১২
কাজী ফাতেমা ছবি বলেছেন: গ্রামে আছে এখনো ডাহুক পাখি
৩১ শে মে, ২০১৭ রাত ৮:৫৮
সত্যের ছায়া বলেছেন: আছে।
৩২| ৩১ শে মে, ২০১৭ সকাল ১০:০৩
রাজীব নুর বলেছেন: দুঃখিত। মেইল টা যাচ্ছে না। প্রথম সেন্ট হয় পরে ফেইলর দেখায়।
এখন কি করবো বলুন? প্লীজ একটু সহযোগিতা করুন।
৩১ শে মে, ২০১৭ রাত ৯:০৫
সত্যের ছায়া বলেছেন: আপনি যে মেইলে একাউন্ট খুলেছেন সেখানে সমস্যা লিখুন। তারপর আপনার অন্য একাউন্ট এ সেন্ড করুন (যদি মেইল একাউন্ট থাকে)। সেখান থেকে আবার সামুর এড্রসে ফরওয়ার্ড করে দেখতে পারেন। সেক্ষেত্রে ব্লগের লিংক ব্যবহার করবেন।
৩৩| ৩১ শে মে, ২০১৭ বিকাল ৫:৪৪
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভাই, নতুন পোষ্টের আশা করছি। ব্যস্ততা কেটে গেলে অবশ্যই।
শুভকামনা জানবেন সবসময়।
৩১ শে মে, ২০১৭ রাত ৮:৫৯
সত্যের ছায়া বলেছেন: ভাই আমি জেনারেল।
৩৪| ০৯ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৬:৩৬
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: এবার কুমিরের বাচ্চা নিয়ে একটা পোষ্ট দেন।
০৯ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৪৩
সত্যের ছায়া বলেছেন: আমি জেনারেল। পোষ্ট দেয়ার কোন অপশন নাই।
৩৫| ০৯ ই জুন, ২০১৭ রাত ৮:০৪
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: জেনারেল তো আমিও। তবে সব জেনারেল কি এক রকম নয়?
০৯ ই জুন, ২০১৭ রাত ১০:১৭
সত্যের ছায়া বলেছেন: ঠিক ধরতে পারছেন। আমি পোষ্ট ব্যানে আপনি ফ্রন্ট পেইজ।
৩৬| ০৯ ই জুন, ২০১৭ রাত ১০:৫২
মনিরা সুলতানা বলেছেন: মালঞ্চে পুষ্পিতা অবনতামুখী
নিদাঘের রৌদ্রতাপে একা সে ডাহুকী
বিজন তরুণ শাখে ডাকে ধীরে ধীরে
বনচ্ছায়া-অন্তরালে তরল তিমিরে।
কি চমৎকার প্রকাশ ! আপনার লেখায় ++++
১১ ই জুন, ২০১৭ রাত ৯:৪২
সত্যের ছায়া বলেছেন: এই কবিতার অংশটুকু অন্য জনে লিখেছে। ম ন্তব্যের জন্য ধন্যবাদ।
৩৭| ০৯ ই জুন, ২০১৭ রাত ১১:৪০
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: ঠিক ধরতে পারছেন। আমি পোষ্ট ব্যানে আপনি ফ্রন্ট পেইজ। এসব সমস্যার সমাধান কি?
১১ ই জুন, ২০১৭ রাত ৯:৪০
সত্যের ছায়া বলেছেন: সমাধান মডুর কাছ
৩৮| ১২ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৪২
মোঃ মাইদুল সরকার বলেছেন: গ্রামের বাড়ি গেলে এখনও মাঝে মাঝে ডাহুক দেখে অভিভূত হই।
১২ ই জুন, ২০১৭ রাত ৮:০৪
সত্যের ছায়া বলেছেন: এ দেখার হার আস্তে আস্তে কমে আসবে, হয়ত।
৩৯| ১২ ই জুন, ২০১৭ রাত ১০:২৮
মোঃ মাইদুল সরকার বলেছেন: সত্যি কমে আসছে।
৪০| ২৫ শে জুন, ২০১৭ বিকাল ৩:০৯
খায়রুল আহসান বলেছেন: ডাহুক সহ অন্যন্য নিরীহ প্রাণীরা যাতে অবাধে বংশ বিস্তার করতে পারে সেজন্য আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে -- খুব সুন্দর বলেছেন, কিন্তু কে শুনবে এসব কথা?
ডাহুক নামটাই খুব মায়াবী, নামের ভেতরে প্রেম লুকিয়ে আছে। খুব ভাল লাগে এই পাখিটিকে এবং তার পাগলপারা ডাকটিকে।
পোস্টে ভাল লাগা + +
©somewhere in net ltd.
১|
১০ ই মে, ২০১৬ দুপুর ২:৩১
প্রামানিক বলেছেন: ডাহুক নামটাই ভুলে যেতে বসেছিলাম নতুন করে মনে করিয়ে দিলেন। ধন্যবাদ আপনাকে।