![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঘুরে বেড়াতে ভালবাসি। সৌন্দর্য উপভোগ করতে চাই, সুন্দরের মাঝে বেঁচে থাকতে চাই।
লেখালিখিতে বেশ কিছু দিন হল আলসেমি ধরে গেছে। ইচ্ছে থাকলেও কাজের চাপে ইচ্ছেগুলো কেমন জানি চাপা পড়ে যাচ্ছে। এই তো শুধু আলসেমি করেই গত চার-পাচ টা ট্যুর নিয়ে তেমন কিছুই লেখা হল না। আল্লাহ আমাকে এতো ঘোরাঘুরি করার সুযোগ করে দিয়েছেন এজন্য ধন্যবাদ বা কৃতজ্ঞতা জানানোর ভাষা আমার জানা নেই। তবে মাঝে মাঝে মনে হয় কিছু দায়বদ্ধতা আমারও আছে। এদেশের যে রূপ আমি দেখেছি তা সবার সাথে ভাগাভাগি করে নেয়ার দায়বদ্ধতা। সেই জায়গা থেকেই আপনাদের সাথে একটু ভাগাভাগি করা...
১। গত বছর ঈদে গিয়েছিলাম চর কুকরি- মুকরি। এটাই ছিল প্রবেশ পথ।
২। সিডরের ক্ষত আজও বয়ে বেড়ায় সোনার চরের গাছগুলি
৩। সোনার চরে পড়ন্ত বিকেলে
৪। বিরাট সূর্যটা দেখে সেদিন প্রেমে পড়ে গিয়েছিলাম চর কুকরি- মুকরির
৫। চর কুকরি- মুকরিতে বার-বি-কিউ
৬। চর কুকরি- মুকরিতে 'ভ্রমণ বাংলাদেশ' কয়েক জন
৭। টাঙ্গুয়া হাওরে সেদিন পাহার-মেঘ আর পানি মিলেমিশে একাকার হয়ে গিয়েছিলো
৮। রূপসী টাঙ্গুয়া
৯। আজও এদেশে চলে পালতোলা নৌকা
১০। পাহাড়ের কোল ঘেঁসে ঐ দেখা যায় টেকের ঘাট
১১। চুনা পাথরের জাহাজ
১২। টাঙ্গুয়াতে ভ্রমণ বাংলাদেশের জলকেলি
১৩। পান্তুমাই
১৪। লক্ষণ ছড়া , সিলেট
১৫। বাংলার আসল রূপ
১৬। বাংলার আসল রূপ
১৭। লোভাছরা চা বাগানের বিশ্রাম ঘরটি আসলেই চমৎকার
১৮। ডাহুকী নদী
১৯। রাতারগুলে ভ্রমণ বাংলাদেশ
২০। পড়ন্ত বিকাল, নারিকেল জিঞ্জিরা
সুন্দরজের কি আর শেষ আছে?
০১ লা জুলাই, ২০১৪ রাত ৮:০৭
তাহসিন মামা বলেছেন: নারিকেল জিঞ্জিরার ছবি পরের পর্বে থাকবে ইনশাআল্লাহ্। যুদ্ধ জাহাজ দেখে ভয় পাইসি ভাই। :ও
২| ০১ লা জুলাই, ২০১৪ রাত ৮:০০
সাদা মনের মানুষ বলেছেন: বাংলার রূপ দেখিয়াছি আমি পৃথিবীর রূপ তাই দেখিতে চাহি না
........এক কথায় অসাধারণ এক ছবি ব্লগ।
০১ লা জুলাই, ২০১৪ রাত ৮:০৯
তাহসিন মামা বলেছেন: ভাই, আপনার ছবির ব্লগ গুলো অসাধারন ।
৩| ০১ লা জুলাই, ২০১৪ রাত ৮:০১
রাজীব নুর বলেছেন: সুন্দর ।
০১ লা জুলাই, ২০১৪ রাত ৮:১০
তাহসিন মামা বলেছেন: ধন্যবাদ।
৪| ০১ লা জুলাই, ২০১৪ রাত ৯:৩৯
পাজল্ড ডক বলেছেন: অসাধারণ সুন্দর।
প্রিয়তে এবং অনুসরণে।
০২ রা জুলাই, ২০১৪ দুপুর ১২:৩৯
তাহসিন মামা বলেছেন: ধন্যবাদ। অনুপ্রাণিত হলাম।
৫| ০২ রা জুলাই, ২০১৪ সকাল ১১:৩৮
মামুন রশিদ বলেছেন: অসাধারণ! আপনার দলে চইলা আসতে মন চায় । কি আছে জীবনে যদি প্রকৃতিকে ভালো ভাবে দেখতে না পারলাম!
০২ রা জুলাই, ২০১৪ দুপুর ১২:৪২
তাহসিন মামা বলেছেন: খাঁটি কথা, মামুন রশিদ ভাই। কোথাও ঘুরতে গেলে জানায়েন। এক সাথে যাওয়া যাবে
৬| ০২ রা জুলাই, ২০১৪ সকাল ১১:৪৪
কান্ডারি অথর্ব বলেছেন:
মুগ্ধ +++
০২ রা জুলাই, ২০১৪ দুপুর ১২:৪৪
তাহসিন মামা বলেছেন: ধন্যবাদ ভাই, আমার কিন্তু ব্লগে ছবিগুলো খুব একটা ভাল লাগছে না হাই রেস এর গুলো বেশ ভাল।
৭| ০২ রা জুলাই, ২০১৪ দুপুর ২:২১
নাহিদ ইসলাম ৩৫০ বলেছেন: ছবিগুলো দেখে ভালো লাগলো।
টেকনোলজি ব্লগ
০২ রা জুলাই, ২০১৪ বিকাল ৪:৩৩
তাহসিন মামা বলেছেন: ধন্যবাদ
৮| ০২ রা জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:৩৫
নীল বরফ বলেছেন: দেখে নস্টালজিক হলাম। সত্যিই আমাদের দেশ অনেক অনেক সুন্দর।
আপনার ফটোগ্রাফিতে A++.
০২ রা জুলাই, ২০১৪ রাত ৯:০৭
তাহসিন মামা বলেছেন: লজ্জা পেলাম ভাই। আমি আর ফটোগ্রাফি !!!!
০৫ ই জুলাই, ২০১৪ রাত ১০:২২
তাহসিন মামা বলেছেন: ধন্যবাদ।
১০| ০৭ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:১৮
মুদ্দাকির বলেছেন: অসাধারন সুন্দর বাংলাদেশ
১১| ০৭ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:২২
মুদ্দাকির বলেছেন: অসাধারন সুন্দর বাংলাদেশ
০৭ ই জুলাই, ২০১৪ বিকাল ৫:২৫
তাহসিন মামা বলেছেন: ঠিক বলেছেন। আমাদের দেশ টা আসলেই অদ্ভুত সুন্দর। শুধু নজর টা একটু সুন্দর করলেই হয়।
১২| ১৫ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:০০
নতুন বলেছেন: জটিল সব ছবি... এতো দিন দেখিনাই কেন... +++
১৬ ই জুলাই, ২০১৪ দুপুর ১:২০
তাহসিন মামা বলেছেন: এই যে আজ দেখবেন বলে
©somewhere in net ltd.
১|
০১ লা জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:৫১
রাতুল খান বলেছেন: অসাধারণ!!!

অভাগা আমি,সেন্ট মার্টিন অনেকবার গিয়েছি,কিন্তু এরচেয়ে বেশি কিছুই তোলা হয়নি।