![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঘুরে বেড়াতে ভালবাসি। সৌন্দর্য উপভোগ করতে চাই, সুন্দরের মাঝে বেঁচে থাকতে চাই।
এই পর্বে থাকবে বাংলাদেশের তিনটি জনপ্রিয় স্থান। সামনে ঈদ। অনেকেই ঈদের ছুটিতে বিভিন্ন জায়গায় যাওয়ার প্ল্যান এরই মধ্যে করে ফেলেছেন নিশ্চয়ই। ভ্রমণ পিপাসা একটু বাড়িয়ে দিতেই এই পোস্টটি।
১। বান্দারবান ঃ আলোয় ধোঁয়া আকাশের নিচে পৃথিবীর বুক ঠেলে ওঠা বিভিন্ন গাছে ভরা জঙ্গল। আর পাশ দিয়ে কুল কুল করে বয়ে চলেছে পাহাড়ী নদী সাঙ্গু। পার্বত্য জেলাগুলোর প্রাণকেন্দ্র বান্দরবান শহর থেকে প্রতিটি রাস্তাই যেন কোন মহান চিত্রকরের তুলিতে আঁকা কতগুলো দৃশ্যাবলির এক অবাক সমন্বয়। যেতে যেতে এর প্রেমে আপনাকে পড়তেই হবে। অন্তত কয়েক’শ মোড়, পাহাড়ী রাস্তার চড়াই উতরাই আপনাকে অভিবাদন জানাবে প্রতিটি বাঁকে।
১। জলপ্রপাতের নাম নাফাখুম
২। আমিয়াখুম ঝর্ণা
৩। ঐ সামনে বড় পাথর আর তিন্দু। এখানে একদিন ক্যাম্প করে থাকা হয়েছিল।
৪। এই পাথরগুলো মনে হয় বড় পাথরের চেয়ে বড়।
৫। ঐ দূরে পাহাড়ি গ্রাম।
৬। পাহাড়ি গ্রামের ঘরবাড়ি।
৭। ভ্রমণ বাংলাদেশ টিম ফিরে চলেছে বাড়ির টানে।
৮। নাইক্ষং মুখে আমরা। বাঁশের ভেলাই এক মাত্র ভরসা। আমি কিন্তু সাঁতার জানি না ।
৯। বাঁশের ভেলা নিয়ে আসছে আমাদের গাইড।
২। বান্দারবান থেকে চলুন এবার ঘুরে আসি সুন্দরবন থেকে। সুন্দরবন হল বাঘ-বাবাজীর দেশ। সাগর-নদী-জঙ্গলের এক অপূর্ব মিলনভূমি সুন্দরবন। শুনেছিলাম অন্যান্য ন্যাশনাল পার্কের সাথে সুন্দরবনের পার্থক্য নাকি এক জায়গাতেই, সেটা হল তার স্বাভাবিক বন্যতা। জঙ্গলে গেলেই যেমন সারি সারি পশুর দেখা পাওয়া যায় না, পশুর দেখা পাওয়ার জন্য ধৈর্য, পরিস্রম, উপস্থিত বুদ্ধির সাধনা করতে হয়, আর হঠাৎ সেই সাধনার ফল পাওয়া গেলে প্রচণ্ড উত্তেজনার আস্বাদন। সুন্দরবনে পশু দেখার অভিজ্ঞতা ঠিক তেমনই। জীবজন্তু, গাছপালা, কীটপতঙ্গ, পাখপাখালি থেকে শুরু করে জঙ্গলের চারপাশের খাল-নদী মিলিয়ে গোটা বনের পরিবেশ অত্যন্ত অকৃত্তিম। এক দিকে সুন্দর, অন্য দিকে ভয়ঙ্কর। বন্য ভয়াবহতা স্নায়ুর প্রতিটি বিন্দু দিয়ে অনুভব করা যায় এই সুন্দরবনের বাঁকে বাঁকে।
১। হারবারিয়াতে পর্যটকের দল
২। সুন্দরবনের হরিণ
৩। কচিখালি জেটি। এখন পড়ন্ত বিকাল।
৪। সুন্দরী গাছের ফল। এটা খাওয়া যায়। টেস্ট অনেকটা তালের শাঁস এর মতো।
৫। ‘আলোর কোল’ লাফালাফি ।
৬। ভয় পাবেন না, ইহা আর জীবিত নাই। শুঁটকি হইয়া গিয়াছে।
৭। চিংড়ী মাছের শুঁটকি।
৮। ‘ভ্রমণ বাংলাদেশ’ দল সুন্দরবনে।
৯। জাহাজের মুখে দাঁড়িয়ে সুন্দরবন দেখছে দুই পর্যটক।
১০। ‘আলোর কোল’ এর পড়ন্ত বিকাল।
৩। পাহাড়-জঙ্গল ছেড়ে এবার চলুন ঘুরে আসি নীল পানির দেশে। যেতে যেতে মাথার উপর এত বি-শা-ল আকাশ এর আগে আর কখনো দেখা হয়নি। চতুর্দিকের নীল- সাদা আকাশের নিচে যেদিকেই তাকাই শুধু পানি আর পানি। নীল পানিতে আকাশটা যেন হঠাৎই ঝুঁকে পড়েছে ওল্টানো বাটির মতো। সেই আকাশে পুঞ্জ পুঞ্জ ভেসে বেড়ানো মেঘের মতোই যেন ভেসে চলেছে আমাদের জাহাজ ‘এল সি টি কুতুবদিয়া’। অবিরাম সেই ছুটে চলা নাক বরাবর দক্ষিনের দিকে। যেন খেলনার পুতুলের মতো চাবি দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে সমুদ্রের মাঝে।
১। সমুদ্র মাঝে প্রথম কিরণ।
২। সমুদ্র মাঝে দ্বিতীয় কিরণ ( দ্বিতীয় ক্লিক আর কি)
৩। বালি আর ঢেউ এর মিতালী।
৪। দুজনে দুজনার (ছেঁড়া দ্বীপে)
৫। পাখি উড়িয়া উড়িয়া যায়, একটা সাদা পাখি আমারে কাঁদায়(সিগাল)।
৬। সময় এবার সাগর তলে ডুব দেবার।
৭। পাখীদের হাউ-কাউ।
৮। আমার এ ছোট্ট তরী, বলো যাবে কি?
৯। এই দুইটার নাম আকাশ মনি আর নীল দিগন্ত।
আমার দেখা হয় নাই কিছুই। তাই দেখার নেশায় আমার ছুটে চল।।।
০৭ ই জুলাই, ২০১৪ বিকাল ৫:৩৩
তাহসিন মামা বলেছেন: ধন্যবাদ
২| ০৭ ই জুলাই, ২০১৪ দুপুর ১:৫৪
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: অতি চমৎকার ----- দারুন আপনার হাতের যাদু --- ছবি কথা কয়
০৭ ই জুলাই, ২০১৪ বিকাল ৫:৩৬
তাহসিন মামা বলেছেন: বিশ্বাস করেন আমি কিছুই করি নাই। যা করছে তার সবটুকুর জন্য আমার ক্যামেরা দায়ী। কথা তো কয় এদেশের প্রকিতি
৩| ০৭ ই জুলাই, ২০১৪ দুপুর ২:০১
পাগলামৃদুল বলেছেন: অনেক ভালো লাগলো।
০৭ ই জুলাই, ২০১৪ বিকাল ৫:৩৮
তাহসিন মামা বলেছেন: ধন্নবাদ পাগলা ভাই। :প
৪| ০৭ ই জুলাই, ২০১৪ দুপুর ২:০৯
রাজিব বলেছেন: +++++++++++++++++++++++++++++++++++++
স্টিকি হউক
০৭ ই জুলাই, ২০১৪ বিকাল ৫:৪০
তাহসিন মামা বলেছেন: ভাই কি খাবেন
৫| ০৭ ই জুলাই, ২০১৪ দুপুর ২:১১
রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: বাহ অসাধারণ কিছু ছবি।
০৭ ই জুলাই, ২০১৪ বিকাল ৫:৪১
তাহসিন মামা বলেছেন: ধন্যবাদ।
৬| ০৭ ই জুলাই, ২০১৪ দুপুর ২:২৮
প্রবাসী পাঠক বলেছেন: ছবি আর বর্ণনায় চমৎকার একটি ভ্রমন পোস্ট। পোস্টে পঞ্চম ভালো লাগা।
০৭ ই জুলাই, ২০১৪ বিকাল ৫:৪৪
তাহসিন মামা বলেছেন: আমাদের দেশে অনেক কিছুই দেখার আছে। শুধু চোখ দুটো একটু খোলা দরকার। ধন্যবাদ আপনাকে
৭| ০৭ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:০৬
এসএমফারুক৮৮ বলেছেন: নাইস্
০৭ ই জুলাই, ২০১৪ বিকাল ৫:৪৪
তাহসিন মামা বলেছেন: থাঙ্কস
৮| ০৭ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:২১
মুদ্দাকির বলেছেন: অসাধারন সুন্দর বাংলাদেশ
শুটকি আর লাফালাফির ছবিটা দারুণ +++++++++
০৭ ই জুলাই, ২০১৪ বিকাল ৫:৪৮
তাহসিন মামা বলেছেন: সুন্দরবনের আলোর কোলে আমাদের আরও বেশ কিছু মজার ছবি আছে। কোন এক সময় হয়তো পোস্ট করবো। ভাল থাকবেন।
৯| ০৭ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:২৫
মুদ্দাকির বলেছেন: অসাধারন সুন্দর বাংলাদেশ
শুটকি আর লাফালাফির ছবিটা দারুণ +++++++++
১০| ০৭ ই জুলাই, ২০১৪ বিকাল ৪:১৩
হাসান রাজু বলেছেন: এত্তো সুন্দর ফটো ম্যান । কেমতে পারেন ম্যান ।
০৭ ই জুলাই, ২০১৪ বিকাল ৫:৫০
তাহসিন মামা বলেছেন: ক্যামনে ক্যামনে জানি পাইরা গেসি। ইয়াহুউ।।
১১| ০৭ ই জুলাই, ২০১৪ বিকাল ৪:২২
ডি মুন বলেছেন: প্রিয়তে না নিয়ে আর পারলাম না।
এত্তো চমৎকার সব ছবি।
অনেক ধন্যবাদ ছবিগুলো শেয়ার করার জন্য।
০৭ ই জুলাই, ২০১৪ বিকাল ৫:৫২
তাহসিন মামা বলেছেন: ধন্যবাদ ভাই, আমাদের দেশটা আসলেই সুন্দর।
১২| ০৭ ই জুলাই, ২০১৪ বিকাল ৪:২৬
বোকা মানুষ বলতে চায় বলেছেন: এত্তগুলান পচা...
এই সিজনে এই ঈদে কেম্নে যামু এই তিন জায়গাতে...??? দিলেন তো ঈদটা নষ্ট কইরা। মামা আপনি এত্তগুলান পচা।
বাই দ্যা ওয়ে, সব ছবিতো আগে দেখা, কিন্তু ছবিগুলো যত দেখি ততই লোভ জাগে। মামা আমাকে কি নাফাখুম আর অমিয়াখুম ঘুরিয়ে আনা সম্ভব? সিরিয়াসলি ওয়াণ্ট টু নো......।
০৭ ই জুলাই, ২০১৪ বিকাল ৫:৫৬
তাহসিন মামা বলেছেন: নাফাখুমের রিস্ক আমি নিতে রাজি আছি। সেপ্টেম্বর পর্যন্ত তো থাঞ্ছি থেকে ভিতরে কাউকে ঢুকতে দিবে না। সেপ্টেম্বরের পরে না হয় যাওয়া যাবে।
আমি পচা দেখেই তো আপনারা ভাল
বাই দ্যা ওয়ে, আপাতত আমিয়াখুমের কথা ভুলে যান।
১৩| ০৭ ই জুলাই, ২০১৪ বিকাল ৪:৫৭
নীল বরফ বলেছেন: সাবলীল ভাষাতে লেখা আর অনেক সুন্দর ফটোগ্রাফি।অনেক ধন্যবাদ ছবিগুলো শেয়ার করার জন্য।
০৭ ই জুলাই, ২০১৪ বিকাল ৫:৫৯
তাহসিন মামা বলেছেন: অনেক ধন্যবাদ।
১৪| ০৭ ই জুলাই, ২০১৪ বিকাল ৫:২২
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: সুন্দর ছবিময় পোস্ট।
যেন এক টুকরো বাংলাদেশ।
০৭ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:১৬
তাহসিন মামা বলেছেন: ধন্যবাদ। এই কয়েকটা ছবি দিয়ে বাংলাদেশকে দেখানো সম্ভব নয়। সামনে আরও ছবি থাকবে ইনশাআল্লাহ্।
১৫| ০৭ ই জুলাই, ২০১৪ বিকাল ৫:২৮
ইলি বিডি বলেছেন: পিলাস লন্না ক্যারে। খুব সুন্দর পোস্ট।
০৭ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:১৮
তাহসিন মামা বলেছেন: দুন্নুবাড।
১৬| ০৭ ই জুলাই, ২০১৪ বিকাল ৫:৫৩
রাজিব বলেছেন: যারাই কমেন্ট করছেন তাদের প্রতি অনুরোধ একটি করে + দিয়ে যান। তাহলে স্টিকি হলেও হতে পারেন।
আর যারা ২-৩ দিন পর পর ব্লগে এসে পোস্ট দেন ভারত ঘুরতে যাবো, নেপাল যাবো, থাইল্যান্ড যাবো তাদের প্রতি অনুরোধ দয়া করে নিজের দেশটাকে আগে দেখুন।
০৭ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:২৫
তাহসিন মামা বলেছেন: বিদেশে ঘুরতে যাওয়াতে আমার কোন আপত্তি নাই। বিদেশ না গেলে আসলে নিজের দেশের প্রতি মায়া একটু কমই থাকে। আমার কথা হল বিদেশের পাশাপাশি নিজের দেশটা একটু ঘুরে দেখুন। কাদা পানিতে নেমে একটা মাছ ধরার আনন্দ ম্যাকডনালস এ পাবেন না। আপনার মন্তব্যটা ভাল লেগেছে। ধন্যবাদ
১৭| ০৭ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:৫৬
ভিটামিন সি বলেছেন: মন চায় এমন অরণ্যে গিয়া হারাইয়া যাই।
০৭ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:২৭
তাহসিন মামা বলেছেন: মনকে বেঁধে রাখবেন না। নইলে ভিটামিন সি এর অভাবে ডায়রিয়া হতে পারে। :প
১৮| ০৭ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:০৩
শুঁটকি মাছ বলেছেন: দারুন পোস্ট তাহসিন মামা।
দূরের ঐ গ্রাম গুলো দেখে মনে হয় ঐ ঘরগুলোতে গিয়ে চুপ করে কিছুক্ষণ সময় ঘুমাই।
০৭ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:৩৫
তাহসিন মামা বলেছেন: শুঁটকি মাছের ছবি থাকলে আপনার কাছে তো ভাল লাগবেই। ঐ ঘরগুলোতে অনেক বার ঘুমোবার সুযোগ হয়েছে। ভালই লাগে
১৯| ০৭ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:৩৮
সুমন কর বলেছেন: চমৎকার পোস্ট !! ++++++++
০৭ ই জুলাই, ২০১৪ রাত ৮:২৭
তাহসিন মামা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।
০৭ ই জুলাই, ২০১৪ রাত ৮:২৭
তাহসিন মামা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।
২০| ০৭ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:৪৬
রাজিব বলেছেন: বিদেশে যাওয়াতে আমারও কোন আপত্তি নেই। কিন্তু বাংলাদেশে দেখার মত অনেক কিছুই আছে। ১ বার বিদেশ গেলে ২ বার দেশে মানুষ ঘুরুক এটাই আমার কামনা। এতে করে ঢাকার বাইরে অনেক লোকের আয় হবে।
০৭ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:৪৮
তাহসিন মামা বলেছেন: সহমত পোষণ করছি। তবে ১ ঃ ৩ হলে ভাল হয়
২১| ০৭ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:৫১
পাজল্ড ডক বলেছেন: শুধুই প্রশংসা,আপনে ওস্তাদ মানুষ।
০৭ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:৫৭
তাহসিন মামা বলেছেন: আমার লজ্জা এমনি একটু কম, তার পরও লজ্জা পেলাম ভাই।
২২| ০৭ ই জুলাই, ২০১৪ রাত ৮:১০
পাজল্ড ডক বলেছেন: কোন একদিন সময় সুযোগ পেলে সাথে যাওয়ার আবদার করতে পারি,না কইলেও শুনুম না
০৭ ই জুলাই, ২০১৪ রাত ৮:১৭
তাহসিন মামা বলেছেন: আমি দুই পায়ে খাড়া। খালি অফিস এর দিনগুলোতে যেতে বইলেন না।
২৩| ০৭ ই জুলাই, ২০১৪ রাত ৮:১৪
সাদা মনের মানুষ বলেছেন: এসব দেখলে আর ঘরে থাকতে ইচ্ছে করে না, ইচ্ছে করে এখনি পালাই, ঐ সবুজ সুন্দরের বাঁকে।
০৭ ই জুলাই, ২০১৪ রাত ৮:২০
তাহসিন মামা বলেছেন: 'সাদা মনের মানুষ' আর 'বোকা মানুষ বলতে চায়' কে অনেক দিন দেখি না। সৌম্য ভাই ও আসছে শুক্র বারে। ভাই চলে আইসেন। ঐদিন বসে নাহয় একটা ট্যুর প্ল্যান করা যাবে
২৪| ০৭ ই জুলাই, ২০১৪ রাত ৮:৩৪
মামুন রশিদ বলেছেন: অসাধারণ! বিউটিফুল বাংলাদেশ
০৭ ই জুলাই, ২০১৪ রাত ৮:৪৬
তাহসিন মামা বলেছেন: মামুন রশিদ ভাই, কেমন আছেন? আসলেই বিউটিফুল বাংলাদেশ।
২৫| ০৭ ই জুলাই, ২০১৪ রাত ১০:২৮
মহানন্দ মোহন বলেছেন: বাংলাদেশের এই অপরূপ সৌন্দর্যের প্রতিচ্ছবি সবার সামনে তুলে ধরার ধন্য আপনাকে অনেক ধন্যবাদ। তাই আমি এই পোষ্টটি আমার মনোকুঞ্জে জমা রাখলাম।
আপনাকে অনেক ধন্যবাদ .....
০৭ ই জুলাই, ২০১৪ রাত ১১:১২
তাহসিন মামা বলেছেন: দেশ কে দেখার অধিকার তো সবারই আছে। একে সবার সামনে তুলে ধরার আমার ক্ষুদ্র প্রয়াসে আপনাদের পাশে পাওয়াটা আমার বাড়তি পাওয়া। আপনাকেও ধন্যবাদ
২৬| ০৮ ই জুলাই, ২০১৪ রাত ১২:১৩
অপু তানভীর বলেছেন: তিন জায়গাতে গেছি কিন্তু আপনি বান্দরবনের যেখানে গেছেন আমি সেখানে যাই নাই । তবে সামনে যাবো !
চমৎকার পোস্ট
০৮ ই জুলাই, ২০১৪ সকাল ৮:৫৬
তাহসিন মামা বলেছেন: নিশ্চয়ই যাবেন, মন্তব্বের জন্য ধন্যবাদ
২৭| ০৮ ই জুলাই, ২০১৪ রাত ১:৩২
সায়েদা সোহেলী বলেছেন: অদ্ভুত রকমের সুন্দর হয়েছে আপনার ছবি গুলো !!!
++++++++++++++++++++++++++++++++++++++++
০৮ ই জুলাই, ২০১৪ সকাল ৯:২০
তাহসিন মামা বলেছেন: অসংখ্য ধন্যবাদ , দেশটা ছবির চেয়ে সুন্দর
২৮| ০৯ ই জুলাই, ২০১৪ রাত ১২:২৮
এহসান সাবির বলেছেন: ওয়াও........!!!!!!!!
০৯ ই জুলাই, ২০১৪ দুপুর ১২:৪০
তাহসিন মামা বলেছেন: ধন্যবাদ
২৯| ০৯ ই জুলাই, ২০১৪ সকাল ৮:২৮
রাতুলবিডি৪ বলেছেন: Bad luch Bhai, Thanchi authority closed remakri - nafakum ... this season( July - August ), as I heard !
০৯ ই জুলাই, ২০১৪ দুপুর ১২:৩৯
তাহসিন মামা বলেছেন: সেপ্টেম্বরের ৩০ তারিখ পর্যন্ত মনে হয়। তবে বান্দরবান যেতে কোন বাধা নাই
©somewhere in net ltd.
১|
০৭ ই জুলাই, ২০১৪ দুপুর ১:৪৯
শরৎ চৌধুরী বলেছেন: বাহ চমৎকার একটা পোষ্ট।