![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঘুরে বেড়াতে ভালবাসি। সৌন্দর্য উপভোগ করতে চাই, সুন্দরের মাঝে বেঁচে থাকতে চাই।
আমাদের ছোট নদী চলে এঁকে বেঁকে,
বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে।
পার হয়ে যায় গরু পার হয় গাধা,
তোদের কথা মনে পরে ওরে হারামজাদা !!!!
ছোট বেলা থেকেই লাটিমের মত ঘুরে বেড়ানো আমার স্বভাব। বন্ধুদের সাথে দল বেঁধে ঘুরে বেড়ানোর মাঝে যে কি মজা, তা হানিমুন ওয়ালারা বা ঝান্ডুদারা কখনই বুঝবেন না। এই ছবিগুলো কথা বলে। মন খারাপের দিনে এক চিলতি হাসি ফোটায়।
১। সেদিন আমরা হাঁটতে গেলাম বসিলা হয়ে আটিবাজার, সেখান থেকে গ্রামের মেঠো পথ ধরে সাভারের হেমায়েতপুরে।
২। আমরা মাঝে মাঝেই হাটতে বেড় হই। সময়গুলো আসলেই অসাধারন কাটে। লোকাল খাবার, মানুষের উৎসুক দৃষ্টি, আমাদের খুনসুটি সব মিলিয়ে আসলেই অসাধারণ।
৩। চলন বিলের চালচলন, অসাধারণ একটি ট্রিপ ছিল।
৪। ক্ষইয়াছড়া ঝর্ণাতে আমরা। বৃষ্টি আপা একটু বাগড়া দেয়ার চেষ্টা করেছিল বৈকি !!
৫। ক্ষইয়াছড়া দেখা শেষ করে গেলাম মহামায়া দেখতে। এখানে কোন এক পূর্ণিমা রাতে ক্যাম্প করে থাকার ইচ্ছা এখনো অপূর্ণ।
৬। সুন্দরবনের একটা মাদকতা আছে। প্রতিবছর একবার অন্তত যাওয়া চাই-ই-চাই। সুন্দরবনের পূর্ণিমার কোন তুলনা হয় না।
৭। লক্ষনছড়া তে আমরা। পিছনের ব্রীজটা ভারতের।
৮। বৃষ্টি ভেজা বিছানাকান্দি...
৯। সাইকেলে বাংলাদেশ- তেতুলিয়া থেকে টেকনাফ
১০। স্বপ্নের সৈকতে এঁকে যাই পদচিহ্ন... টেকনাফ-কক্সবাজার হাঁটা (৩ দিন-প্রায় ৯০ কিমি)
১১। রেমা-কালেংগার জঙ্গলে...
১২। বনলতা সেনের কাছে নয়, নাটোর গিয়েছিলাম কোরেশী ভাইয়ের আমন্ত্রণে।
১৩। লালনের টানে সিরাজদিখানে...
১৪। বালিয়াতি জমিদার বাড়ি,
১৫। রস খেতে গিয়েছিলাম গাজীপুরে...
১৬। আমাদের Exhibition এ নাসির আলী মামুন স্যার, নিশু আপু(নিশাদ মজুমদার)ও অনেকে...
১৭। Famous দুই ব্লগারের সাথে ক্ষুদ্র আমি
১৮। ভোলার লঞ্চ ঘাটে লঞ্চের অপেক্ষা করতে করতে হয়ে গেল কয়েক রাউন্ড দাবা। হারুন ভাই, আপনি আমার বাঁ-হাতের দুই আঙ্গুলের সাথে কতবার হেরেছিলেন??
১৯। সাজেক নিয়ে বলার তেমন কিছু নেই।
২০। আলুটিলাতে আমরা।
২১। আমরা বাংলাদেশের প্রতিনিধি।
২২। সেদিন আমরা রকেটে চড়ে চাঁদ-পুর গিয়েছিলাম...
২৩। ‘ওয়ার্ল্ড ট্যুরিজ্ম ডে’ তে আমরা।
২৪। আমিয়াখুম। প্রথম বার যখন গিয়েছিলাম তখনই কান ধরেছিলাম আর জীবনে এখানে যাব না। পরের বার যখন প্ল্যান করতে বসলাম তখন ভুলেই গেলাম প্রথমবার কান ধরার কথা।
২৫। চর কুকরী-মুকরীতে আমাদের পুরো টিম।
এছাড়াও যে কতো ট্যুর করা হয়েছে তা হয়তো সংখ্যায় হিসেব করা যাবে না। তবে স্মৃতির পাতায় গেঁথে থাকবে চিরকাল।
০৩ রা এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৩৬
তাহসিন মামা বলেছেন: আমি তো ভাই অতি খুদ্র মানুষ। ব্লগেও নিয়মিত না। আমাদের দলে সবসময় স্বাগতম।
২| ০৩ রা এপ্রিল, ২০১৬ সকাল ১১:৫৬
রফিকুজজামান লিটন বলেছেন: সুখী মানুষদের দেখতে বেশ ভালই লাগছে মনমুগ্ধকর সব ছবি ++
সবার জন্য রইলো শুভকামনা !!
০৩ রা এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৩৮
তাহসিন মামা বলেছেন: সুখী মানুষের দলে আপনাকে স্বাগতম। আপনার জন্যও শুভকামনা। ভালো থাকুন সবসময়।
৩| ০৩ রা এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৪৭
শায়মা বলেছেন: আহা কি আনন্দ আকাশে বাতাসে
দেখোরে জগতের বাহার
পোস্ট দেখে এই গানগুলোই মনে এলো ভাইয়া!!!!!!!
০৩ রা এপ্রিল, ২০১৬ দুপুর ২:১৯
তাহসিন মামা বলেছেন: মন হতে গলা বেয়ে নেমে আসুক আকাশে বাতাসে।
৪| ০৩ রা এপ্রিল, ২০১৬ দুপুর ১:২৮
সাদা মনের মানুষ বলেছেন: এমব দেখলে ঘর ছারতে মন চায় তাহসিন ভাই...........বৈশাখী সিদ্ধান্ত কি?
০৩ রা এপ্রিল, ২০১৬ দুপুর ২:২২
তাহসিন মামা বলেছেন: প্লান করতেসি। জানাবো।
৫| ০৩ রা এপ্রিল, ২০১৬ বিকাল ৩:০৯
ঘুমের ঘোরে বলেছেন: দেখে ভাল লাগল।।
এ রকম একটা টিমের সদস্য হতে পারলে ভাল লাগল।
আপনাদের জন্যে শুভকামনা রইল।
০৩ রা এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৪৫
তাহসিন মামা বলেছেন: আমাদের টিমে স্বাগতম। আপনার জন্য ও শুভকামনা। ভালো থাকুন সবসময়।
৬| ০৩ রা এপ্রিল, ২০১৬ বিকাল ৫:১৫
ফয়সাল রকি বলেছেন: চমৎকার ফটোব্লগ... ভাললাগা রইলো।
০৩ রা এপ্রিল, ২০১৬ রাত ৯:৩৬
তাহসিন মামা বলেছেন: ধন্যবাদ
৭| ০৩ রা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৫৩
সুমন কর বলেছেন: ছবি দেখে মুগ্ধ !
০৩ রা এপ্রিল, ২০১৬ রাত ৯:৩৯
তাহসিন মামা বলেছেন: ধন্যবাদ
৮| ০৩ রা এপ্রিল, ২০১৬ রাত ৮:৩৭
অলোক সাহা বলেছেন: মনোমুগ্ধকর সব ছবি।
অনেক ভাললাগছে।
০৩ রা এপ্রিল, ২০১৬ রাত ৯:৪১
তাহসিন মামা বলেছেন: অনেক ধন্যবাদ দাদা।
৯| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ রাত ১০:০৮
আহমেদ জী এস বলেছেন: তাহসিন মামা ,
সুখি একটি দল । এমন করেই যেন জীবনের সব পথ একত্রে হাতে হাত ধরে হেটে যেতে পারেন ।
সবার জন্যে শুভকামনা ।
১০| ০৫ ই এপ্রিল, ২০১৬ সকাল ৯:২১
তাহসিন মামা বলেছেন: অনেক ধন্যবাদ। দোয়া করবেন যেন সবাই মিলে একসাথে থাকতে পারি। আপনার জন্যও শুভকামনা।
১১| ০২ রা মে, ২০১৬ সকাল ১১:০৯
ইমরান খান ফয়সাল বলেছেন: ভাই আপনারা একটা গ্রুপ ই কি সব সময় ঘুরেন নাকি চাইলে কেউ আপনাদের সাথে যোগ দিতে পারে new tour এ
০৮ ই মে, ২০১৬ সন্ধ্যা ৬:১২
তাহসিন মামা বলেছেন: জয়েন করার সুযোগ আছে
©somewhere in net ltd.
১|
০৩ রা এপ্রিল, ২০১৬ সকাল ১১:৫৬
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: দুই জন বিখ্যাত ব্লগারকে তো ঠিকই চিনলাম। তবে আসলে শিরোনাম হবে তিনজন বিখ্যাত ব্লগার! আহ! আপনাদের দলের সদস্য হইতে মুঞ্চায়!!!
এত এত জায়গায় ঘুরছেন!!!