নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শাহেদা শেলী

শাহেদা শেলী › বিস্তারিত পোস্টঃ

তারাদের কাছে জরুরি বার্তা

০২ রা মার্চ, ২০১৫ ভোর ৫:৫৮

তারাদের কাছে জরুরি বার্তা

( ড. অভিজিৎ রায়কে উৎসর্গ )



এই যে তারারা ভালো অাছো

শূন্য অাকাশে

ক্রমাগত দিনরাত্রির পরিক্রমায়?



নির্লিপ্ত থেকো না, মিলিয়ে যেও না অাজ

শোনো অামাদের কথা

অামরা দেখি তোমাদের জীবন সৌর চুম্বন অাঁকা

অথচ অামাদের শকুন ছেলাগলা রক্ত ভোরের ঘ্রাণ

ঈর্ষার কথা নয়, বলছি শোনো

জরুরি, ভীষণ জরুরি, কথা অাছে বলবার৷



শুনেছি মৃত্যু তোমরাও দেখো

কিন্তু জানো কী - ঘাতক খুনি

বই-এর পাতায় রক্ত গঙ্গা, খুলির মগজ

অট্টহাসি, পিশাচের দাঁত, চাপাতি-কিরিচ,

থেতলে দেওয়া সবুজ মাঠ?



বাতাসের বহু স্তর, রুখে দিয়েছে অামাদের কথা

শুনলে অঝোরে কাঁদবে অাকাশ এই সন্তান শোকে

যে সুর্যসন্তান ছিলো ঠিক তোমাদেরই মতো৷



জানি শুনতে চাওনা তোমরা মর্তের হাহাকার, তবু

জরুরি কথাটা বলতেই হবে

সতর্ক হও তোমরাও

ওরা কৃষ্ণ গহ্বরে টেনে নিতে চায়, যা কিছু অালো, যা কিছু ভালো

দুমড়ে মুচড়ে প্রবল সংকোচনে

তোমাদেরও তারা হেঁচড়ে নামাবে ধ্বংস অন্ধকুপে

পরিকল্পনা, বুঝে নও এই বেলা

নির্লিপ্ত হয়ে থেকো না অাজ

চিৎকার কোরে কাঁদো, সকল চরাচর,অতপর

শোকের দ্রোহে জাগিয়ে তোলো অাকাশ অাগুন গঙ্গা

অামাদের শুধু হাহাকার নয় রয়েছে অঙ্গিকার

তোমরাও হও অামাদের সাথী জিততে দুঃসময়৷

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০২ রা মার্চ, ২০১৫ সকাল ৮:৫৭

পাগলাগরু বলেছেন: "শহীদ অভিজিৎ রায" হেহেহে :D

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.