![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বসন্ত প্রচার
এইসব শীতের ন্যাড়া গাছগুলো
এতোদিন যারা ছিলো পথের দুপাশে
অামি দেখেছি তাদের মায়া ভরা চোখে
অাপত্তি বিপত্তিহীন,
যেন নিশ্চিত জানি
ডালের শিরা ধরে খুঁজলেই
পেয়ে যাবো তাকে,
বসন্ত, যে লুকিয়ে অাছে গাছের ফোঁকরে
কিংবা ডালের ত্রিভূজে এঁকেছে পাখির সংসার৷
এসব অচল পটের প্রবাহ বড়ো অদ্ভূত লাগে
যেন পাথর মুঠোয় লুকানো দর্শন রত্ন মুল্যবান৷
তাই অামাদের কালচে সময় অার বাঁকানো হতাশা
যদিও পড়ে থাকে ফসলের শীত মাঠে খাঁ খাঁ
রহো হে প্রজাপতি...
মাঠে যদি হালটানো তবে গড়াবেই রোদ
স্তর ভেদ করলেই ঘাম হঠাৎ দেখবে কোনদিন
কান ফাটানো শব্দরূপ, পেলব অঙ্কুর
অপেক্ষমাণ ভালোবাসা
মধুকাল প্লাবন
বাতাসে রকমারি ঘ্রাণ...
২৪ শে মার্চ, ২০১৫ রাত ৮:০০
শাহেদা শেলী বলেছেন: ধন্যবাদ৷
২| ২৩ শে মার্চ, ২০১৫ ভোর ৬:০৮
জাফরুল মবীন বলেছেন: সকালবেলা ব্লগে লগ ইন করে প্রথম পাতার প্রথম পোস্টেই একটি চমৎকার কবিতা পেলাম,পড়লাম এবং খুব ভালো লাগল।
অভিনন্দন ও ধন্যবাদ কবি।
অনেক অনেক শুভকামনা জানবেন।
শুভ সকাল।
২৪ শে মার্চ, ২০১৫ রাত ৮:০১
শাহেদা শেলী বলেছেন: ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য৷
৩| ২৩ শে মার্চ, ২০১৫ সকাল ১০:১০
কলমের কালি শেষ বলেছেন: কবিতায় ভাললাগা ।
২৪ শে মার্চ, ২০১৫ রাত ৮:০২
শাহেদা শেলী বলেছেন: ধন্যবাদ৷
৪| ২৩ শে মার্চ, ২০১৫ দুপুর ১২:২১
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: খুব চমৎকার কবিতা। ভালো লেগেছে।
২৪ শে মার্চ, ২০১৫ রাত ৮:০৫
শাহেদা শেলী বলেছেন: অনেক ধন্যবাদ৷
৫| ২৩ শে মার্চ, ২০১৫ দুপুর ২:৪৩
জেন রসি বলেছেন: এসব অচল পটের প্রবাহ বড়ো অদ্ভূত লাগে
যেন পাথর মুঠোয় লুকানো দর্শন রত্ন মুল্যবান৷
ভালো লেগেছে।
২৪ শে মার্চ, ২০১৫ রাত ৮:০৮
শাহেদা শেলী বলেছেন: আপনার ভালো লাগেছে জেনে আনন্দিত৷ অনেক ধন্যবাদ৷
©somewhere in net ltd.
১|
২৩ শে মার্চ, ২০১৫ ভোর ৬:০৫
মিন্টুর নগর সংবাদ বলেছেন: ভালো কবিতা