নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শাহেদা শেলী

শাহেদা শেলী › বিস্তারিত পোস্টঃ

পাখিদের পায়ে রিং

২৫ শে মার্চ, ২০১৫ রাত ১:০৮

পাখিদের পায়ের রং
অার পাখিদের পায়ের রিং
সব পাখিদের উপর নজরদারি অাছে৷

উত্তরের পাখি
দক্ষিণের পাখি
সব ভ্রমণশীল পাখি এবং দেশীয় পাখি
ঘটনা জেনেছে এই জনপদে,
অাকাশ এখানে ধাপ্পাবাজ নীলাভ গোলাপ
চলনবিল ডাকাতিয়া হাকালুকি টাঙ্গুয়া তামাবিল বগা
পানির রং বদলেছে, লাল ছায়া৷

তবু পাখিরা অাসে
দূর্লভ রোদের অাহ্বানে
কোথা থেকে পায় তারা পাখার সাহস?
নিরাপত্তা নেই তবু ডানার বেগে
গান গেতে গেতে, উড়ে অাসে তারা
অতপর গুলি খেয়ে পড়ে যায় সবুজ জলায়৷

তবুও তারা অাসে
পাখার ধ্বজা উড়িয়ে অভিষ্ট ভুমি
জিতে নেবে তারা
রক্তের দামে
কিছু উত্তরজীবী অার জীবিত শপথ৷

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৫ শে মার্চ, ২০১৫ রাত ১:২৬

কালের সময় বলেছেন: ভালো লাগলো কবিতা ।

২| ২৫ শে মার্চ, ২০১৫ দুপুর ১২:৩১

জেন রসি বলেছেন: তবুও তারা অাসে
পাখার ধ্বজা উড়িয়ে অভিষ্ট ভুমি
জিতে নেবে তারা
রক্তের দামে
কিছু উত্তরজীবী অার জীবিত শপথ৷

ভালো লেগেছে।

৩| ২৫ শে মার্চ, ২০১৫ দুপুর ১:২০

শতদ্রু একটি নদী... বলেছেন:
ভাল্লাগছে আপা। ++

৪| ২৫ শে মার্চ, ২০১৫ দুপুর ১:২২

এনামুল রেজা বলেছেন: চমৎকার লাগলো।

৫| ২৫ শে মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:৫৫

অন্য এক আমি বলেছেন: ++

৬| ২৫ শে মার্চ, ২০১৫ রাত ১০:২৬

চৈত্র শেষে বলেছেন: ভালো লাগলো, অনেক বাস্তব ঘটনার সাথে রিলেট করতে পারছি কবিতাটাকে, তাই আরো ভালো লাগলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.