নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শাহেদা শেলী

শাহেদা শেলী › বিস্তারিত পোস্টঃ

বাঘিনী

০৮ ই এপ্রিল, ২০১৫ ভোর ৫:০৯



একদিন সন্ধ্যারাতে অামি দেখি তাকে
দক্ষিণের বনপ্রান্তে
অাবছা অালোয় তার জ্বলজ্বলে চোখ, সূচাগ্র দাঁত
দীপ্র ডোরাকাটা, সে এসে দাঁড়ায়
গরান গাছেরা যেখানে মেলেছে ঘণ সবুজ চাঁদোয়া৷

তার ভারী শ্বাস শুনি, দেখি তার ঘ্রাণ
অাসশেওড়া, নল খাগড়ায় তার সীমানায়
সে অাঁচ করেছে কী যেন শত্রুর কায়া!

অার সবাই সুবোধ যেন অাপাত অক্ষুব্ধ রাতে;
তেজহীন ঝিঁঝিঁদের একটানা বাদ্য
মিটিমিটি দ্যুতির যত তৃপ্ত জোনাকিরা
মাছেরা ডুব দেয় মরা নদীর মোহনায়
সীমান্তে নিশ্চিন্তে ঘুমায় গ্রামের মধুজীবী
সতর্ক সরে যায় কিছু চিত্রা হরিণ৷

দেখি শুধু বাঘিনীই মুখোমুখি কিম্ভূতজীবীর
জীবনবাজি তার প্রবল হুংকার
গর্জে উঠে শুনশান বামাচারি রাত৷

মাংসাশী জগতে নেই কোনো মন্ত্র কবজ
ভূমির লড়াই যখন বাঁচার বা মরার৷

অামিও চাক্ষুষ দেখি এই চেতন জমিনে
টেকটোনিক ধাক্কা লেগে যেন মাটি কাঁপে উঠে
রক্ষঃ মুখোমুখি, ফেরার পথ নেই
হয় লড়তে হবে নয়তো হবে দেশ ছাড়া
গরান পাতায় শুনি এ কী রুদ্র কানাড়া!

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৮ ই এপ্রিল, ২০১৫ সকাল ৯:৩৯

শৌভিক শুদ্ধচারক বলেছেন: সুন্দর ;)

০১ লা মার্চ, ২০১৬ রাত ৮:২৭

শাহেদা শেলী বলেছেন: অনেক ধন্যবাদ৷ ভালো থাকুন৷

২| ০৮ ই এপ্রিল, ২০১৫ সকাল ১০:০৬

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:

সুন্দর কবিতা। :)

০১ লা মার্চ, ২০১৬ রাত ৮:২৮

শাহেদা শেলী বলেছেন: অাপনাকে ধন্যবাদ৷ ভালো থাকবেন৷

৩| ৩০ শে জুন, ২০১৫ ভোর ৪:০৮

শাহেদা শেলী বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.