নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শাহেদা শেলী

শাহেদা শেলী › বিস্তারিত পোস্টঃ

হাইওয়ে ড্রাইভ

২৭ শে জুন, ২০১৫ বিকাল ৩:৫১

এ শহর ছেড়ে অাজ অামি চলে যাবো
ভ্যানে চাপিয়েছি সব গৃহস্থালি
পরিচিত শোবার ঘর জানালার অালো
অার একটু পরেই স্মৃতি হয়ে যাবে
মোমের কাঠামোর মতো গলে গলে যাবে, হারিয়ে যাবে
হাইওয়ে ড্রাইভে...

এভাবে বহুবার
এক শহর থেকে অারেক শহরে গিয়েছি অামি
দেখেছি দুপাশে নীড়ানো খেতে ফসলের হাতছানি
হাইওয়ে সংগীত বারবার টানেছে অামাকে
পিচঢালা রাস্তায় গতির ছন্দে৷

পথের পাশে দেখি
একজোড়া পাখি মানব অার পাখি মানবি
রং করা গাছ দেখেও যারা নেয়নি অাশ্রয়
ইলেকট্রিক তারে বসে
তারা করে যায় শুধু অাকাশ চয়ন, অার দেখে
অাশারা পথের গাছে গাছে কেমন বাদুর ঝুলে অাছে৷

অাজ অামি হাইওয়ে রেস্তোরায় খেয়ে নেবো হাইওয়ে কফি
তারপর ক্রমাগত দেখে যাবো ধূলিমাখা গাছ
পাঁচিলের বিজ্ঞাপণ
ফলের দোকান
কমলাদের বিকোনের অাগে নির্লিপ্ত ভাব, হাল ছেড়ে দেয়া
এসব পসরা দেখতে দেখতে অামি দূরে চলে যাবো৷

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.