![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সিংহদন্তী ফুল ও চশমায় রংধনু
হঠাৎ ই
শত কাজের ফাঁকে কোনো এক ব্যস্ত সময়ে
খেয়াল করো তুমি
মধ্যগগনের সূর্য কানপেতে যেন বিকেলের ডাক শুনছে...
অথচ তোমার পায়ে যে এখনো ঘুংগুর
হাতে ধরা অাছে সিংহদন্তী ফুল
ফুৎকারে ছড়াবে যেন পুষ্পিকারেণু কার্পাস বেলুন,
তুমি তো জানোনা কোনো দুঃখের ইমোটিকন৷
যদিও বা কখনো
হ্রদয় টেনে তুলতে লাগে লোকোমটিভ ক্রেন
ধমনীতে ভোঁ দিতে চায় একটা হলুদ ট্রেন
অালোকযান উচ্ছ্বাসগুলো ঝরে পড়তে চায়
জলহীন কোনো এক নাবাল ভুমিতে
তখনো তুমি
রংধনু হাসি নিয়ে দিব্যি বেঁচে থাকো
তাতেই অম্লজান, ইলেট্রিক সকাল
হরিদ্রা পাখালিয়া, মাটিয়ালি গান৷
তোমার চশমার কাঁচে মায়াবী প্রতিফলন
নিজস্ব হাসির একটা রংধুনু রং৷
কোনো এক সময়ে কোনো সবুজ মাঠে
কৈশরের তুমি যেন এখনো দাঁড়িয়ে অাছো অাগেরই মতো
হাতে ধরে অাছো সিংহদন্তী ফুল...
কেবল সময় তুলোর মতো উড়ে উড়ে যায়...
০৬ ই মার্চ, ২০১৬ রাত ৯:৪১
শাহেদা শেলী বলেছেন: অনেক ধন্যবাদ অাপনার সুন্দর মন্তব্যের জন্যে৷
২| ০১ লা মার্চ, ২০১৬ রাত ৮:৪৬
অপূর্ব আফজাল বলেছেন: ভাল কবিতা শুভেচ্ছা থাকলো।
০৬ ই মার্চ, ২০১৬ রাত ৯:৪২
শাহেদা শেলী বলেছেন: অনেক ধন্যবাদ৷
৩| ০১ লা মার্চ, ২০১৬ রাত ৯:৪০
মাসুদ মাহামুদ বলেছেন: ভাল লাগলো
০৬ ই মার্চ, ২০১৬ রাত ৯:৪৩
শাহেদা শেলী বলেছেন: ভালো লেগেছে জেনে খুশী হলাম৷ ধন্যবাদ৷
©somewhere in net ltd.
১|
০১ লা মার্চ, ২০১৬ রাত ৮:৪০
নেক্সাস বলেছেন: খুব খুব সুন্দর কবিতা। উপমা গুলো হৃদয় ছোঁয়া।
ফুৎকারে ছড়াবে যেন পুষ্পিকারেণু কার্পাস বেলুন, -- এখানে মনে হচ্ছে যেন শব্দ নুপুর পরে নাচছে।