নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অলস গল্পকার

মাথায় অনেক গল্প আসে; কিন্তু লেখার মত পর্যাপ্ত ধৈর্য-শ্রম-অধ্যবসায় নেই। গল্পগুলোকে তাই ছোট করে কবিতা বানাই...

শাহেদ খান

আমি খুব ভাল একটা ছেলে। আমার সবচেয়ে ভাল দিক হল, কথাটা আমি বিশ্বাস করি ! :) ব্লগের বাইরে যোগাযোগে: [email protected]

শাহেদ খান › বিস্তারিত পোস্টঃ

জলরং - ২

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩৬



বেগুনী



দাঁড়িয়ে ছিলাম বিষাক্ত বন - ভয়াল নদী'র জংশনে

মরতে হবে কুমির কিংবা কেউটে সাপের দংশনে;

কোত্থেকে এক মাতাল হাওয়া হঠাৎ এসে মন্ত্র দেয় -

জয়-পরাজয় যা হবে হোক - তুই শুধু আজ অংশ নে !!!







গাঢ় সবুজ



আর কী বিচার করবে ওরা আদালতের দপ্তরে?

সবাই যখন দেশের তরে আজকে এমন মত্ত রে;

সত্য বিচার হবেই এবার - অপেক্ষা তো ঢের হল

এবার তবে দেখা হবে শাহবাগের চত্বরে !







সোনালী



এত্ত মানুষ এইখানে আজ -- কার ডাকা এই সমাবেশ?

এই সোনালী মশাল মিছিল কার তরে? এ কার আদেশ?

এমন ডাক যে রোজ আসে না, এই ডাকে তাই আসতে হয়

ডাক দিয়েছে আজ আমাদের - সবুজ করুণ বাংলাদেশ !









[ঢাকা থেকে দূরে আছি। শাহবাগ থেকে দূরে... কিন্তু এই সময়ে এমন মহাযজ্ঞ থেকে দূরে থাকা কি বাস্তবিক কারও পক্ষে সম্ভব? আমরা সবাই কি মনে-প্রাণে ওখানে নেই আজ?]

মন্তব্য ২০ টি রেটিং +৬/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩৭

শাহেদ খান বলেছেন: জলরং-এর আগের রংগুলো

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩৮

শাহেদ খান বলেছেন: আমরা নাহয় কলমযোদ্ধা হয়েই সরব থাকলাম ! সারাক্ষণ !

২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০০

শ্রাবণ জল বলেছেন: এমন ডাক যে রোজ আসে না, এই ডাকে তাই আসতে হয়
ডাক দিয়েছে আজ আমাদের - সবুজ করুণ বাংলাদেশ !

বেশ লিখেছেন, ভাই।

আমিও খুব চাইলাম কিছু লিখতে। পারি না। হতাশ।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০৮

শাহেদ খান বলেছেন: সময়টা হতাশা'র না, শ্রাবণ ! সময়টা একাত্মতা'র !

সবার এখন একটাই দাবি !

৩| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২১

আশীষ কুমার বলেছেন: এই উত্তাল জলতরঙ্গ আগে হলে এই শীতেও পাতা থাকতো সবুজ...তখন মানুষ ভেবেছিল সব এমনি এমনি হবে...

এত দুর্বল প্রসিকিউশন টিম....ছি !!

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০৯

শাহেদ খান বলেছেন:

বিচারপতি তোমার বিচার করবে যারা
আজ জেগেছে -- এই জনতা !

৪| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২৭

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
আজ সারাদিন ছিলাম।
এই জাগরণ টা খুব করেই দরকার ছিলো।
এই প্রজন্মের দেশের প্রতি টান টা খানিক বুঝার জন্যে হলে ও।

ভালো লাগলো, ভাই।।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১১

শাহেদ খান বলেছেন: ঢাকা'র বাইরে আছি বলে খুব আফসোস হচ্ছে, দূর্জয় ভাই।

এ আগুন ছড়িয়ে পড়ুক সবখানে, সবখানে !

৫| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩৩

আশীষ কুমার বলেছেন: শুক্রবারে চলে আসেন শাহবাগে। আমি আসছি....। আসলে ফোন করবেন

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১১

শাহেদ খান বলেছেন: আমি আসবো, আশীষ ভাই !

কল করবো।

৬| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১০

আহাদিল বলেছেন: সুন্দর লিখেছেন শাহেদ!
আর হ্যা, শুক্রবার চলে আসেন!

শুভ রাত!

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১৫

শাহেদ খান বলেছেন: আমি আসবো, কবি।

শুভ রাত্রি।

But I have promises to keep,
And miles to go before I sleep,
And miles to go before I sleep.

৭| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২৬

নস্টালজিক বলেছেন: ভিড় ঠেলে আজ সবাই সামনে এসে দাড়িয়েছে!

শাহাবাগ স্কোয়ার আজ প্রতিবাদের কবিতা!

এত সুন্দর প্রতিবাদের কবিতা আমি আগে দেখি নি কোনোদিন!


শুভেচ্ছা, শাহেদ!

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩৪

শাহেদ খান বলেছেন: রানা ভাই !

This nation is writing another Epic, and you can contribute a verse...

What would your verse be?

খুব ইচ্ছা হচ্ছে, উড়ে শাহবাগ চলে যেতে !!!

শুভকামনা, সবসময়ের জন্যে !

৮| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫২

রনি রনউক বলেছেন: " এমন ডাক যে রোজ আসে না, এই ডাকে তাই আসতে হয়
ডাক দিয়েছে আজ আমাদের - সবুজ করুণ বাংলাদেশ "

অসাধারণ !!!

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৪৩

শাহেদ খান বলেছেন: দোস্ত, শাহবাগ হয়ে আসলাম।

ফেসবুকে বলছি সব !

৯| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৪৯

সায়েম মুন বলেছেন:

আর কী বিচার করবে ওরা আদালতের দপ্তরে?
সবাই যখন দেশের তরে আজকে এমন মত্ত রে;
সত্য বিচার হবেই এবার - অপেক্ষা তো ঢের হল
এবার তবে দেখা হবে শাহবাগের চত্বরে !

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৪৪

শাহেদ খান বলেছেন:

এবার তবে দেখা হবে শাহবাগের চত্বরে !

১০| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৪৫

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
কলম সৈনিক তুমি থেমো না। চলতে থাকুক কলম ঝর্ণা।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৪৫

শাহেদ খান বলেছেন: আপনিও, কবি ! অনেক অনেক শুভকামনা !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.