![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সপ্নটা অনেক বড় , কিন্তু দিনকে দিন সপ্ন গুলো ফিকে হয়ে যাচ্ছে ।
আপনি কি বাংলাদেশের নাগরিক?
মিথ্যা কথা। আপনি জানেন না যে, বাংলাদেশের
নাগরিক হওয়ার জন্য কোন না কোন
দলে সক্রিয় ভূমিকা পালন করতে হয় (এটা অলিখিত
নিয়ম)। সক্রিয় ভূমিকা মানে সাধারণ মানুষ কিংবা নিজের
দলের
বিপরীতে যারা আছে তাদেরকে অন্যায়ভাবে ঘায়েল
করতে হবে। এমন
রাজনীতিকে আপনি কি বলবেন?
"আই হেট দিস কান্ট্রী'স পলিটিক্স এন্ড
পলিটিসিয়ান্স"
সুন্দর দৃশ্যে সবারই চোখ আটকে যায়। শুধু
আমাদের নোংরা রাজনীতিবিদদের নয়। তাদের
চোখ আটকে যায় "শুধুই ক্ষমতায়" ।
৪৫ বছর আগে একবার যুদ্ধ
করে যে দেশকে স্বাধীন করা হল,
সে দেশে কেন আবার যুদ্ধের রূপ
নিতে যাচ্ছে? এমন পরিস্থিতির জন্য নিশ্চয়ই ১৯৭১
সালের মুক্তিযোদ্ধারা ঝাপিয়ে পড়েছিলেন না।
আজ সবকিছু নিয়েই ব্যবসা চলছে। সাধারণ জনগণ
থেকে শুরু করে পুরো দেশটাকে নিয়েই
ব্যবসা করা হচ্ছে। ধর্ম, মুক্তিযুদ্ধ-এর মত
ব্যাপারগুলো নিয়ে আজ চলছে ব্যাবসা। রাজনৈতিক
ফয়দা লুটতে মানুষের আবেগ
নিয়ে খেলা করছে আমাদের নির্বাচিত দুষ্ট
মনের রাজনৈতিকবিদগণ।
তারা নিজেরা নিজেদের কোন ভুলত্রুটিই
মেনে নেয়না। তাদের নিজেদের ক্ষমতার
লোভে আজ পশুর চেয়েও নিচু
হয়ে গেছে। পশুও এভাবে নিজেদের
মাঝে হত্যা করে না অন্যদের। অথচ এই মানুষ
পশুকে হার মানিয়েছে।
একদল কোন ভূল করলে আরেকদল ঐ ভুল
শুধরে দেওয়ার বদলে সেই
ভুল্টাকে পুঁজি করে ব্যবসা শুরু করছে। এমন
নোংরা রাজনীতির আমি ধিক্কার জানাই। যারা সকল
প্রকার অপরাধ করেও নিজেদের সবসয়ম "সঠিক"
বলে অপপ্রচার চালায়। রুখে দাঁড়াতে হবে সকল
নোংরা রাজনীতি বিদগণের বিরুদ্ধে। আমাদের
দেশটাকে আমাদেরই রক্ষা করতে হবে ।
আমাদের কোন নিরাপত্তা নেই। কেউ একজন
চাইলেই একজনকে হত্যা করছে। কোন বিচার
নেই। আর যদিও বিচার করা হয়,আইনের ফাঁক
ফোঁকর দিয়ে অপরাধীকে বের
করে এনে আবার অপরাধ করার সুযোগ
দেওয়া হচ্ছে। আমরা এমন আইন চাই
না যেখানে সত্যিকারের অপরাধীর কোন
সাজাই হয় না।
আমাদের রাজনীতিবিদগণ সন্ত্রাস লালন-পালন
করতেছে কিন্তু আমাদের মিডিয়া এ
ব্যাপারে নিশ্চুপ কারণটাও সহজ
মিডিয়াকে তো তারাই নিয়ন্ত্রয়ন করছে। এমন
মিডিয়া কি আদৌ দরকার ছিলো?
সত্য প্রচার করুন। মিডিয়া কিছু
না করলে না করুক,আপনিতো পারেন।
ইন্টারনেট ব্যবহার করে সমাজের সবার
মাঝে সচেতনতা তোইরী করুন।
ইন্টারনেটে সত্য প্রকাশ করুন। আমরা ভয়
পেলে আমাদের দেশ আমাদের
মাতৃভূমিকে কে রক্ষা করবে। আমরা একা? ঐ
যে আমরা একা কিন্তু তাই বলে কি সবাই
মিলে একা?
যুগে যুগে সাধারণ মানুষের সাথে উচ্চপর্যায়ের
(!) শোষকদের সাথে যুদ্ধ লেগেছে শুধু
এই ক্ষমতার জন্যই। আমাদেরও আজ সেই
অবস্থা।
আর কতদিন এভাবে বসে থাকবেন? আর নয়
আমাদের আরও সচেতন হওয়া উচিত।য়
আর কতদিন মুখবুঝে এই শোষণ সহ্য করবেন?
আমদের কি শান্তি বলে কিছু নেই?
আছে আমাদের শান্তি আছে। এ জন্য
আগে আমাদের ত্যাগ শিকার করতে হবে। চলুন
না আমরাই শুরু করি আমাদের জন্য, আমাদের
পরবর্তী প্রজন্মের জন্য।
অবশ্যই আমরা জয়ী হব। যুগে যুগে এই
শোসিতরাই শেষ পর্যন্ত জয়ী হয়েছে।
আমরাও আমাদের রক্ষা করব। আরও একবার
আমরা গর্জে উঠি, নিজেদের মত করে।
কোন রাজনৈতিক ক্ষমতার লোভে নয়, শুধুই
আমাদের জন্য আমরা।
©somewhere in net ltd.