নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অখ্যাত লেখক চিন্তাশীল গবেষক

শাহিবযাদা সোহান

চিন্তাশীল গবেষক অখ্যাত লেখক

শাহিবযাদা সোহান › বিস্তারিত পোস্টঃ

থাকুম না আর এই দুনিয়ায়

১০ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৫:৫৩

যেই পুলা সারা দিন রাত আমায় ভাইয়া বলে মুখে ফেনা ফেনা কইরা ফেলত,

আজ সেই পুলা তার বিয়ার কার্ড আমায় দিয়া মুছকি হেসে হেসে বলে ভাইয়া বিয়াতে কিন্তু আপনি আমার সাথে বর যাত্রায় যেতে হবে, মিস করবেন না কিন্তু ভাইয়া

তয় আমি বললাম কিরে বিয়ে কখন ঠিক হলো তোর?

 হুম গত কাল আম্মু, আর আব্বু মেয়ের বাসায় গিয়ে সব ঠিক করে আসলেন,আর মেয়ে টি কে আমি আগে থেকেই  পছন্দ করতাম সেইজন্য আর কোন ঝামেলা হয় নাই,

আর উফ

কি খুশি তে হেসে কথা কথা বলতাছে জীবনে এই রকম আমার সাথে কথা বলে নাই পুলাটা,

তখন আমার বুকটা ফাইটা যাইতে ছিল, বুকের মাঝে চিন চিন ব্যথা শুরু হয়ে গেছিল,

ওর মা,বাবার মত, যদি আমার মা,বাবা হতো তাইলে তাদের পুলার ও কিউট একটা বউ থাকত,কিন্ত বুঝেনা আফসোস

তখন আবার দোয়াও চায় মনে মনে হালারে বদদোয়া দিছি,

ওর বিয়ার দাওয়াত পাইয়া  ওরে মনে হইছিলো দুনিয়ার সবছে বড় শত্রু,,,,,,,

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১০ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৫:৫৯

অপর্ণা মম্ময় বলেছেন: দোয়া করি আপনারও তাড়াতাড়ি বিয়ে হোক। দাওয়াত দিয়েন।

২| ১০ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০৩

শাহিবযাদা সোহান বলেছেন: হইবো কেমনে ভায়া আমার আব্বু উফফ দেখলেই ভয় লাগে কেমনে বলুম বিয়ার কথা

৩| ১০ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩২

ফেরদৌসা রুহী বলেছেন: হা হা হা বিয়ের জন্য মরতে চান?

চিল্লাচিল্লি শুরু করেন "আম্মা বিয়া করুম" বলে।

৪| ১০ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৭

ধমনী বলেছেন: দিল্লিকা লাড্ডু!!
সবুরে মেওয়া..... (কী হয় সেটা ভাগ্যের উপর নির্ভর করে)

৫| ১০ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:৫৮

রক্তিম দিগন্ত বলেছেন: বর যাত্রী হিসাবে কারে কারে নিবেন ঠিক কইরা ফেলান আগে। পরে দেখবেন, আপনার বিয়ার লাইন পইড়া গেছে। বিয়া করতে করতে কুল-কিনারা পাইবেন না আর। :-B

৬| ১১ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:০৯

শাহিবযাদা সোহান বলেছেন: রুহী ভাইয়া কি বলবো কষ্ট লাগে এই ভেবে আমার জুনিয়র পুলাপাইন বিয়া কইরা ফেলতাছে আর আমার আব্বু আম্মু আমার কোনো খুঁজি রাখেনা, মনে হয় আমি কবেই বিয়া কইরা ফেলছি :-(

৭| ১১ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:১২

শাহিবযাদা সোহান বলেছেন: ধমনী ভাইয়া মেওয়া ফেলবো রেলমন্ত্রীর মতন হইয়া

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.