![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১। ফুল (কেন ফুটে?)
২। পাখি (কেন গান গায়?)
৩। প্রজাপতি (কেন ফুলে ফুলে উড়ে বেড়ায়?)
৪। ফল (কেন পাকে?)
৫। চাঁদ (কেন উঠে?)
ছেলেরা কেন পরের মেয়ে ঘরে এনে অবহেলা করে? এ কেমন প্রকৃতি তাদের?
২৯ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১০:৩৪
সাহিদা সুলতানা শাহী বলেছেন:
অতি জ্ঞানের ভারে তার জ্ঞানের তলা ছুটে সব জ্ঞান পড়ে গেছে। এর পর তিনি নাস্তিক হলেন।
২৯ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১০:৩৯
সাহিদা সুলতানা শাহী বলেছেন:
যে জ্ঞান মানুষকে জাহান্নামী বানায়, সে জ্ঞানের দরকার নেই।
২| ২৯ শে জানুয়ারি, ২০১৭ ভোর ৫:২১
চাঁদগাজী বলেছেন:
যেসব ছেলেরা বিপরিত লিংগের প্রতি প্রকৃতির স্বাভাবিক নিয়মে আকর্ষণ অনুভাব করে; তাকে ভালোবাসা মনে করে যদি বিয়ে করে( বা লিভ টুগেদার করে), সেই আকর্ষণ বাড়তে পারে, কমতে পারে; সেটার উপর নির্ভর করে অবহেলা, কিংবা ভালোবাসা।
ছেলেদের ভালোবাসা ও সাময়িক আকর্ষণ যদি নারীরা সঠিকভাবে অনুধাবন না করতে পারেন, সেই নারীর কপালে দু:খ আছে। আমি তারুণ্যে ইউরোপে ছিলাম, বিভিন্ন সময়ে খুবই মিশুক মেয়ে দেখেছি, তাদের চলাফেরা দেখেছি; যারা পুরুষের সাধারণ আকর্ষণকে ভালোবাসা হিসেবে নিয়েছেন, তারা কস্ট পেয়েছেন।
শুধু পুরুষ যদি ভালোবাসা প্রকাশ করে, কিন্তু নারী যদি সেই পুরুষের প্রতি নিজের ভালোবাসা অনুভব না করেন, সরে যাওয়া উচিত।
২৯ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১০:৪৪
সাহিদা সুলতানা শাহী বলেছেন:
আপনার কথা একশ ভাগ সঠিক।
৩| ২৯ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১১:৫৮
সাদা মনের মানুষ বলেছেন: ১। ফুল (কেন ফুটে?)......বসন্তরা আসবে বলে।
২। পাখি (কেন গান গায়?)......ওরা বোবা না, তাই
৩। প্রজাপতি (কেন ফুলে ফুলে উড়ে বেড়ায়?)......ওদের ডানা আছে বলে।
৪। ফল (কেন পাকে?)........কাঁচা খেয়ে মজা পাওয়া যায়না,তাই।
৫। চাঁদ (কেন উঠে?)........আলো আধারীর খেলা খেলবে বলে।
ছেলেরা কেন পরের মেয়ে ঘরে এনে অবহেলা করে? এ কেমন প্রকৃতি তাদের?..........সবাই করেনা।
২৯ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:০৮
সাহিদা সুলতানা শাহী বলেছেন:
আপনাকে সম্মান সূচক ডক্টরেট দেওয়া যায়। তবে শেষ প্রশ্নের উত্তর বেশী ভালো হয় নাই।
৪| ২৯ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:০৪
সাদা মনের মানুষ বলেছেন:
নেন এক কাপ চা খান
২৯ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:২১
সাহিদা সুলতানা শাহী বলেছেন:
বিস্কুট নিয়ে এলাম চলুন সবাই মিলে একত্রে চা-বিস্কুট খাই।
৫| ৩১ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:০১
ভ্রমরের ডানা বলেছেন:
আপনি খুব মজা করে কথা বলতে পারেন। আপনাকে ধন্যবাদ।
০১ লা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:২৩
সাহিদা সুলতানা শাহী বলেছেন: আপনাকে ও ধন্যবাদ।
৬| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৭ ভোর ৫:২৩
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লাগা কিছু ছবি দিয়েছেন। সুন্দর বাংলার প্রকৃতি।
ভালো লাগা রেখে গেলাম।
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:৩৯
সাহিদা সুলতানা শাহী বলেছেন: আপনার ভাল লাগা থেকে আমার লেখার উৎসাহ আরো বেড়ে গেল । আপনাকে অসংখ্য ধন্যবাদ।
৭| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৭ ভোর ৫:৪০
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ছোট সময় বাচ্চারা বড়তের হাতের আঙুল ধরে হাটে আর চোখের সামনে যা পড়ে তা দেখেই প্রশ্ন করে বসে, এটা কি, ওটা ওখানে কেন, আকাশ দূরে কেন, পাখি আমার কাছে আসে না কেন, মাঠ কেন, গাছ কেন, মোট কথা নতুন মাথায় নতুন লাগে আর নতুন কথা বলার স্বাদে কথা বলে যায়। আসলে আমরা অনেকেই তেমন গুরুত্ব দেই না ছোট্ট শিশুটির প্রশ্নগুলো। কোনো রকম একটা কিছু বলে কথা ঘুরানোর চেষ্টা করি। আপনার প্রশ্ন গুলো আমাকে আবার সেরকম সময়ের মুখোমুখি নিয়ে গেল। কিন্তু আপনাকে তো আর কোনোরকম একটাকিছু বলে উত্তর দিলেই হবে না। তারচেয়ে জানিনা, বা বুঝি না প্রকৃতির এই নিয়ম কে- সেটাই ভালো।
একটা প্রশ্ন আমার মনেও প্রায়সই বিভ্রান্তের সৃষ্টি করে তা হল- সব মেয়েই শ্বাশুরির জ্বালা কম বেশি ভোগ করে, বোঝে বাপের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি এসে শ্বাশুরির জ্বালা কতটা কষ্ট দেয়। এর পরও সব মেয়েই শ্বাশুরি হয়ে ছেলের বউকে কেন কথায় তিক্ততা দেখায়?
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৪৭
সাহিদা সুলতানা শাহী বলেছেন: মেয়েরা হয়তো মনে করে যে শাশুড়ীদের এমনি করতে হয় কারণ তাদের শাশুড়ী ও তাদের সাথে এমনি করতেন।
৮| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:২৪
মো: ওসমান গনি তালুকদার বলেছেন: ভাল পোষ্ট।
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৪৯
সাহিদা সুলতানা শাহী বলেছেন: ধন্যবাদ।
৯| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৩১
টমাটু খান বলেছেন: এতো প্রশ্ন করেন কেনো, আপনি মেডাম না ছাত্র।
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৫৩
সাহিদা সুলতানা শাহী বলেছেন: জানার ইচ্ছা প্রবল তাই প্রশ্ন করি।
১০| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:৫২
রফিকুল ইসলা৯৩ বলেছেন: পোষ্টটি খুব শিক্ষনীয় হয়েছে।
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৫৪
সাহিদা সুলতানা শাহী বলেছেন: ধন্যবাদ।
১১| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:৩৫
আঃ রাজ্জাক হাং বলেছেন: প্রকৃতির সুন্দর্য ফুটিয়ে তোলার জন্য ধন্যবাদ
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৫৬
সাহিদা সুলতানা শাহী বলেছেন: মন্তব্য করার জন্য ধন্যবাদ।
১২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:৫৬
এম সাইফুল রাজাপুর বলেছেন: সব কিছু প্রকৃতির ভালোর জন্য হয়।
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:০৩
সাহিদা সুলতানা শাহী বলেছেন: মন্তব্য করার জন্য ধন্যবাদ। তবে আপনার কথায় একমত হতে পারলাম না।
১৩| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:২০
সুভ্র দেব কুন্ডু বলেছেন: ফুল সৌরভ ছড়ানোর জন্য ফুটে।
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:০১
সাহিদা সুলতানা শাহী বলেছেন: ঠিক তবে বাকি প্রশ্নের উত্তর তাে পেলাম না।
১৪| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:০১
শোভন কুমার বর্ধন বলেছেন: আমি আপনার শেষ মন্তবটি এক মত হতে পারলাম না।কেনোনা পরের মেয়ে ঘরে এনে অবহেলা করা কোন প্রকৃতির দায় নয় এটি মানুষের বিভিন্ন ধরন বৈশিষ্ট ।বাদ বাকিতায় এক মত।
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:০৬
সাহিদা সুলতানা শাহী বলেছেন: মন্তব্য করার জন্য ধন্যবাদ।
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:২৭
সাহিদা সুলতানা শাহী বলেছেন: আরো গুঁচিয়ে কথা বলে শোভন বর্ধন করুন।
১৫| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:১০
খন্দকার সানাউল ইসলাম তিতাস বলেছেন: আপু, সব ছেলেরাতো আর এমন করেনা
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:০৭
সাহিদা সুলতানা শাহী বলেছেন: মন্তব্য করার জন্য ধন্যবাদ।
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:২৪
সাহিদা সুলতানা শাহী বলেছেন: তিতাস একটি নদীর নাম। যারা এমন করে তাদের ভাসিয়ে নিয়ে যান। সমাজ আবর্জনা মুক্ত হোক।
©somewhere in net ltd.
১|
২৯ শে জানুয়ারি, ২০১৭ রাত ১২:০৫
ডঃ এম এ আলী বলেছেন: ছবিগুলি ভাল লাগল ।
অনেকগুলি প্রশ্নের উত্তর
আমার এই সাধারণ জ্ঞানে দেয়া
সম্ভব হচ্ছেনা । তবে আপনাকে
জনাতে পারি একজন নামকরা
দার্শনিকের কথা , তিনি হলেন
স্বশিক্ষিত দার্শনিক
আরজ আলী মাতুব্বর, যিনি
মসজিদ দ্বারা পরিচালিত মক্তবে ও
সীতানাথ বসাকের কাছে 'আদর্শলিপি' পড়তেন।
এছাড়া তিনি মক্তবে কোরআন এবং ইসলামিক
ইতিহাস বিষয়ে সামান্য শিক্ষা গ্রহণ করেন।
পরে এক সহৃদয় ব্যক্তির সহায়তায় স্কুলের
প্রাথমিক শিক্ষা শেষ করেন। পরে
তিনি নীজ চেস্টায় ও স্বশিক্ষায়
তার যত প্রশ্নের উত্তর গুলিকে নিয়ে লিখেছেন
কয়েকটি পুস্তক
যথা
সত্যের সন্ধানে
সৃষ্টির রহস্য
অনুমান,
ও
স্মরণিকা
তাঁকে একটু দেখে আসতে পারেন
এই লিংক ফলো করে
অারজ আলী মাতুব্বর
অনেক ধন্যবাদ সাথে শুভেচ্ছা রইল ।