![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যে অন্ধ সে অনুসারী হলে তার অন্ধ অনুসারী না হয়ে উপায় কি? তাকে অন্ধনুসারী বলে গালি দেওয়া অন্যায়।যে জ্ঞানে অন্ধ তার জ্ঞানের চোখ ফুটা পর্যন্ত অনুসারী হতে হলে তাকেও অন্ধ অনুসারীই হতে হবে। এমন অপারগ অন্ধ অনুসারীকে অন্ধ অনুসারী বলে গালি দেওয়া অমানবিক। তবে সব কিছু জেনে শুনে সত্যের অনুসারী হওয়া সকলের অবশ্য কর্তব্য।
অন্ধ অনুসরণে ঠকার সম্ভাবনা থাকে। যার অনুসরণ করা করা হয় সে ঠকবাজ হলে তার অনুসরণ করে ক্ষতিগ্রস্থ্য হওয়া অন্ধলোকের কপালের ফের।কারণ অনুসরণ না করার উপায় না থাকলে নিরুপায় অনুসরণে নিরুপায় ঠকা হয়।এর জন্য ক্ষতি গ্রস্থ্যের কিছুই করার থাকে না। তবে জেনে শুনে অনুসরন করার সময় পেলে অন্ধ অনুসরণ থেকে দূরে থাকা বাঞ্চনীয়।
লাভ-ক্ষতি সবার নিজের। সুতরাং পরের কথা আমলে নেওয়ার পূর্বে যাচাই বাচাই করতেতো হবেই। এমন যাচাই বাচাই না করে জীবন সাথী নির্বাচনে আবেগের কারণে অনেকেই সচরাচর ঠকে থাকে।
বিঃদ্রঃ ব্লগে সেফ হওয়ার পর এটা আমার প্রথম পোষ্ট। কেমন আনন্দ হচ্ছে সেটা না হয় সবাই নিজ গুণে বুঝে নিবেন। সামু কর্তৃপক্ষকে ধন্যবাদ আর নতুন ও পুরাতন সহ ব্লগারদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
০৮ ই জুলাই, ২০১৭ রাত ৮:৪৫
সাহিদা সুলতানা শাহী বলেছেন: ধন্যবাদ।আপনার জন্য রইল আমার আন্তরিক শুভেচ্ছা।
২| ০৮ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:২৩
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: সহমত
০৮ ই জুলাই, ২০১৭ রাত ৮:৪৬
সাহিদা সুলতানা শাহী বলেছেন: ধন্যবাদ।
৩| ০৮ ই জুলাই, ২০১৭ রাত ১০:২২
টুনটুনি০৪ বলেছেন: ভাল লাগল আপু।
০৮ ই জুলাই, ২০১৭ রাত ১১:৩৪
সাহিদা সুলতানা শাহী বলেছেন: অনেক ধন্যবাদ।
৪| ০৮ ই জুলাই, ২০১৭ রাত ১১:২৩
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: ছবিসহ দেখিয়ে দিলেন যে, অন্ধকে অনুসারীই হতে হয়। সে একা একা পথ চলতে পারে না। জ্ঞানান্ধেরও একই অবস্থা। এখন যারা অন্ধ অনুসারী বলে গালি দেয় ভাবছি তারা নিজেরাই অন্ধ কিনা! বাস্তব কথা হলো নিজে নিজে পথ চলতে হলে তার আগেতো তার চোখ থাকতে হবে। সেটা জ্ঞানের চোখ অথবা বাস্তব চোখ যেটাই থাকনা কেন!
০৮ ই জুলাই, ২০১৭ রাত ১১:৩৪
সাহিদা সুলতানা শাহী বলেছেন: ুন্দর মন্তব্যের জন্য শুভেচ্ছা নিরন্তর।
৫| ০৯ ই জুলাই, ২০১৭ রাত ২:২৩
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লাগলো পড়ে, মুগ্ধতা লেখনিতে।
শুভকামনা আপনার জন্য
০৯ ই জুলাই, ২০১৭ রাত ৯:৩১
সাহিদা সুলতানা শাহী বলেছেন: ধন্যবাদ।আপনার জন্য রইল আমার আন্তরিক শুভেচ্ছা।
৬| ০৯ ই জুলাই, ২০১৭ সকাল ১১:৫৬
ওমেরা বলেছেন: ভাল লিখেছেন ধন্যবাদ ।
০৯ ই জুলাই, ২০১৭ রাত ৯:৩২
সাহিদা সুলতানা শাহী বলেছেন: মন্তব্যের জন্য শুভেচ্ছা নিরন্তর।
©somewhere in net ltd.
১|
০৮ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:৫৭
তপোবণ বলেছেন: ব্লগে সু-স্বাগতম।