![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ব্লগিং এর ভাষা হবে আন্তরিক ও সৌহার্দ পূর্ণ। কিন্তু এ বিধি প্রতি নিয়ত লংঘিত হচ্ছে। যা কারো কাম্য হতে পারে না। প্রত্যেকে নিজের মত পছন্দ করবে, অপরের মত অপছন্দ করবে, এটা স্বাভাবিক হলেও পরমতে সবার সম্মান থাকা দরকার।
ব্লগে যতসব অদ্ভুত নিক দেখা যাচ্ছে যারা অদ্ভুত সব কথা বলছে। অনেকে আবার নিজের মত জোর করে পরের ঘাড়ে চাপাতে চায়। এটা জঘণ্য। দেশের জনগন দেশের উন্নয়নে যখেষ্ট ভুমিকা রাখতে পারে। আমাদের পাস্পরিক আলোচনায় সে সব বিষয় উঠে আসলে দেশের জন্য মঙ্গল।
যাদের কারণে আমরা একটা স্বাধীনদেশ পেয়েছি তাদের অসম্মান করে কথা বলা অকৃতজ্ঞতার সামিল। যদিও এ কথা আমাদের অনেকের মনে থাকেনা।
জাতির ভবিষ্যত রচনায় সবার মনোযোগ দিয়ে কাজ করা উচিৎ। আর আমাদেরকে প্রতিটি কাজে আমাদের উন্নত রুচি বোধের পরিচয় দিতে হবে।
০৯ ই জুলাই, ২০১৭ রাত ১১:০৫
সাহিদা সুলতানা শাহী বলেছেন: ধন্যবাদ।
২| ০৯ ই জুলাই, ২০১৭ রাত ১০:২০
মোঃ মাইদুল সরকার বলেছেন: ঠিক বলেছেন।
০৯ ই জুলাই, ২০১৭ রাত ১১:১৩
সাহিদা সুলতানা শাহী বলেছেন: সমর্থন পেয়ে ধন্য হলাম।
৩| ০৯ ই জুলাই, ২০১৭ রাত ১০:২৮
কানিজ রিনা বলেছেন: খুব ভাল কথা তুলে ধরেছেন ব্লগে নগ্ন ভাষা
বলে দেয় অজ্ঞানতার দাপট। ধন্যবাদ।
০৯ ই জুলাই, ২০১৭ রাত ১১:০৯
সাহিদা সুলতানা শাহী বলেছেন: আপনাকেও ধন্যবাদ। এ বিষয়ে আমার সাথে একমত হওয়ার জন্য।
৪| ০৯ ই জুলাই, ২০১৭ রাত ১০:৪৪
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: আরো বিস্তারিত বলেন। মানে ঝেড়ে কাশি দেন।
০৯ ই জুলাই, ২০১৭ রাত ১১:১২
সাহিদা সুলতানা শাহী বলেছেন: অবশ্যই বলব।ভালো থাকবেন।
৫| ০৯ ই জুলাই, ২০১৭ রাত ১০:৪৯
সুমন কর বলেছেন: ভালো বলেছেন।
০৯ ই জুলাই, ২০১৭ রাত ১১:১০
সাহিদা সুলতানা শাহী বলেছেন: ধন্যবাদ আপনাকে।
৬| ০৯ ই জুলাই, ২০১৭ রাত ১১:৩৮
টমাটু খান বলেছেন: ব্লগে অনেকে ময়লাভোগী এসে পড়েছে। তারা ব্লগটাকে ডাস্টবিন ভাবে কিনা কে জানে? আমি ফ্রিজে থাকি। কারণ পঁচে গেলেই বিপদ।
১০ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:৫৩
সাহিদা সুলতানা শাহী বলেছেন: ঠিক কাজ করেছেন। না হয় ময়লাভোগী আপনাকে খেয়ে ফেলবে।
৭| ১১ ই জুলাই, ২০১৭ রাত ১:২৬
বজ্রকুমার বলেছেন: "প্রত্যেকে নিজের মত পছন্দ করবে, অপরের মত অপছন্দ করবে, এটা স্বাভাবিক হলেও পরমতে সবার সম্মান থাকা দরকার" ...আপনার একথাটা যদি সবাই বুঝতে পারতো তবে মানুষে মানুষে দ্বন্দ্ব অনেক কমে যেত।
১১ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:৩০
সাহিদা সুলতানা শাহী বলেছেন: মানুষ এখন মানুষের সবচেয়ে বড় দুঃশ্চিন্তার কারণ!
৮| ১৪ ই জুলাই, ২০১৭ রাত ৩:৩৯
বজ্রকুমার বলেছেন: মানুষ এখন মানুষের সবচেয়ে বড় দুঃশ্চিন্তার কারণ! এটা খুবই লজ্জাজনক
১৫ ই জুলাই, ২০১৭ দুপুর ১:৫৯
সাহিদা সুলতানা শাহী বলেছেন: ঠিক বলেছেন।
©somewhere in net ltd.
১|
০৯ ই জুলাই, ২০১৭ রাত ১০:১৯
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: ভাল বলেছেন।