![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইনি বিধি ভঙ্গ করে পরগাছা হয়েও গাছে জন্মগ্রহণ না করে চারতলার ছাদের কার্ণিশে বাড়ি ওয়ালার বিনা অনুমতিতে জন্ম গ্রহণ করেছেন এবং বিনা ভাড়ায় সুখে শান্তিতে বসবাস করছেন। বাড়ি ওয়ালী আন্টি একবার মহাক্রোধে তাঁর মূল উৎপাটন করতে ব্যর্থ হন। তবে সেবার তাঁর গোড়াটুকু ব্যাতিত কিছুই অবশিষ্ঠ থাকেনি। তথাপি ইনি নিলজ্জের মত আবার পত্র-পল্লবে সজ্জিত হয়ে সতেজ জীবন যাপন করছেন। এদিকে তাঁকে সঙ্গ দানের জন্য এক লতিকার উপস্থিতি ঘটেছে। ইনাদের কারো গোড়ায় অনেক অনুসন্ধান করেও কোন মাটির উপস্থিতি সনাক্ত করণ সম্ভব হয়নি।
এদিকে লতিকার কান্ড দেখুন, বে-আইনি বসবাসের পর আবার পুস্প ফুটিয়ে ইনি বাড়িওয়ালার প্রতি বিদ্রুপ প্রকাশের ধৃষ্টতা দেখাচ্ছেন। তবে যদি তেনারা আবার কোন সাপকে তাদের সাথে বসবাসের সুযোগ প্রদান করেন, তবে তা’ কিছুতেই সহ্য করা যাবেনা।
ইনি কিন্তু পরগাছা নন। খান্দানী কাঁচা মরিচ গাছ। পরগাছা ও বুনু লতার দেখাদেখি ইনিও একই কান্ড ঘটিয়ে বসেছেন। একবার তাঁর সকল পত্র-পল্লব ছিঁড়ে দেওয়া হলেও ইনি মৃত্যু বরণ না করে আবার পত্র-পল্লবে সুসজ্জিত হয়েছেন। ওমা আবার ফুলও ফুটে আবার মরিচও ধরে। তবে মরিচে ঝাল নেই। কেন নেই কে জানে?
তিন পক্ষের যথেষ্ট বয়স। জানিনা ইনারা আর কতকাল এভাবে অবৈধ জীবন যাপন করবেন।
এখোনে দেখুন বালতিতে পুঁইশাকের চারার সাথে ইনারা কারা? আপনি তবে কাকে গুরুত্ব দিবেন?
ইনাদের যার যে পরিচয় হোক। আর ইনারা কারো কারো ক্রোধের প্রত্র পাত্র হলেও আমার মনে ইনাদের প্রতি যথেষ্ট স্নেহের উদ্রেক হয়েছে। কেন হয়েছে জানি না!
১০ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:২৩
সাহিদা সুলতানা শাহী বলেছেন: ধন্যবাদ ভাইয়া।
২| ১০ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:৫৪
খায়রুল আহসান বলেছেন: চমৎকার লিখেছেন। ইনাদের সাথে আপনার সহাবস্থান শান্তিপূর্ণ হোক!
পোস্টে ভাল লাগা! + +
১০ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:২১
সাহিদা সুলতানা শাহী বলেছেন: আপনার উৎসাহ ব্যঞ্জক মন্তব্যে খুশি হলাম।ধন্যবাদ স্যার।
৩| ১০ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:১৬
টুনটুনি০৪ বলেছেন: খুব ভাল হয়েছে আপু।
১০ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:২৩
সাহিদা সুলতানা শাহী বলেছেন: খুশী হয়েছি আপু।
৪| ১০ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:২৪
জীবন সাগর বলেছেন: অনেক সুন্দর করে লিখেছেন আপু। এই বেআইনি বসবাস করা পরিবারদের রক্ষা করা আইনি মনে হচ্ছে। প্রাণ রক্ষা করা ছোঁয়াবের কাজই
ভালো লাগা রইল আপনার বেআইনি পোষ্ট
১০ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:২৬
সাহিদা সুলতানা শাহী বলেছেন: দোয়া করবেন, আমি তাদের জন্য অবিরাম সংগ্রাম করছি।
৫| ১০ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৩৬
জীবন সাগর বলেছেন: হুম, অবশ্যই দোআ রইল, আল্লাহ্ আপনার সহায় হোক
কাঁচামরিচ কি বাত্তি না হতেই খেয়েছেন নাকি কে জানে, ঝাল না লাগার কারণ কি হতে পারে।
১০ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৪০
সাহিদা সুলতানা শাহী বলেছেন: খাওয়ার মত হওয়ার পরেই খেয়ে ছিলাম। তবে ঝাল হয়নি কেন জানিনা।
৬| ১০ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৪৮
শূন্যনীড় বলেছেন: ভালো লাগলো, খুব মজা করেই বলেছেন।
১০ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৫২
সাহিদা সুলতানা শাহী বলেছেন: অনেক খুশী হলাম। আপনাদের দোয়া পেলে হয়ত আরো ভাল কিছু উপস্থাপনের উৎসাহ পাব।
৭| ১০ ই জুলাই, ২০১৭ রাত ৮:০৩
শূন্যনীড় বলেছেন: হ্যা হ্যা অবশ্যই দোআ রইল, প্রত্যাশা আরো সুন্দর সুন্দর পোষ্ট পাবো।
১০ ই জুলাই, ২০১৭ রাত ৮:৩৭
সাহিদা সুলতানা শাহী বলেছেন: চেষ্টা করব আপনাদেরকে আরো সুন্দর পোষ্ট উপহার দেওয়ার জন্য।
৮| ১০ ই জুলাই, ২০১৭ রাত ৮:০৯
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আরো ভাল লিখতে পারেন, সেই কামনা থাকল।
১০ ই জুলাই, ২০১৭ রাত ৮:৩৯
সাহিদা সুলতানা শাহী বলেছেন: জি চেষ্টা করব।
৯| ১১ ই জুলাই, ২০১৭ রাত ১২:৩৮
সচেতনহ্যাপী বলেছেন: মরিচের ব্যাপারটিই অবক করেছে বেশী!!
তবে পুরো ব্যাপারটিরই গভীরতা অনেক।।
১১ ই জুলাই, ২০১৭ রাত ১২:৪৫
সাহিদা সুলতানা শাহী বলেছেন: আপনি সচেতন বলেই গভীরত টের পেয়েছেন। এরমানে রাখে আল্লাহ মারে কে?
১০| ১১ ই জুলাই, ২০১৭ সকাল ৮:৪২
মোস্তফা সোহেল বলেছেন: সুন্দর ও মিষ্টি একটি পোষ্টের জন্য অনেক ধন্যবাদ আপনাকে।
১১ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:৪৯
সাহিদা সুলতানা শাহী বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ কবি ভাইয়া। আপনার কবিতাও খুব সুন্দর আর মিষ্টি।
১১| ১১ ই জুলাই, ২০১৭ সকাল ১০:৪৬
হাতুড়ে লেখক বলেছেন: এরা যেভাবে বেআইনী ভাবে জমি দখল করে বসতি স্থাপন করেছে, তাতে করে আমার মনে হয় পৃথিবী তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে। এই দখলামির শেষ কোথায়? মানবতাবাদীরা কোথায় সব?
১১ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:৪৮
সাহিদা সুলতানা শাহী বলেছেন: এসব কথা চুপি চুপি বলেন, নীচের কাউয়াটা টের পেলে কা কা করে মানবতাবাদীদের লুকিয়ে থাকার কথা সবাইকে জানিয়ে দেবে।
১২| ১১ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:১০
কাউয়ার জাত বলেছেন: ব্লগে আরেক হিট চোরের আবির্ভাব।
গুরুর লাইনে এই মেয়েও দেখছি সব পোস্ট আলোচিত বানিয়ে ছাড়বে।
১১ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:৪১
সাহিদা সুলতানা শাহী বলেছেন: বাহ বাহ ইনি দেখছি তোতা পাখির মত কথা বলছেন।
১৩| ১১ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:৩৬
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অসাধারণ কিছু টপিক তুলে ধরেছেন আপু, ভালো লাগলো আপনার এই মমত্ববোধ। আসলে এরা বেআইনি হলেও তাদের প্রাণেরও গুরুত্ববহন করে। কাঁচামরিচ ঝাল কম হওয়ার কারণ বুঝলাম না!! ঘরের আশপাশে অনেকেই কাঁচামরিচ গাছ লাগিয়ে সারাবছর কাঁচা ঝাল পেতে পারেন, করেনও অনেকেই।
খুব ভালো পোষ্ট, আর পাবো এরকম প্রকৃতিজ পোষ্ট প্রত্যাশা।
১১ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:২৬
সাহিদা সুলতানা শাহী বলেছেন: আপনার মন্তব্যে অনেক উৎসাহ পেলাম
১৪| ১১ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:৩৭
সাদা মনের মানুষ বলেছেন: ভালোলাগা জানিয়ে গেলাম।
১১ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:২৮
সাহিদা সুলতানা শাহী বলেছেন: আপনার ভাললাগা আমার প্রেরণার উৎস হয়ে থাকল।
১৫| ১১ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:১৭
জোকস বলেছেন: ইনারা সদা সর্বদা প্রতিনিয়ত আপনাকে অক্সিজেন দিয়ে আসছে এবং আপনার মায়ায় পরে গেছে। তাই মায়া মহব্বতের কারনে ইনারা স্থান ত্যাগ করিতে নারাজ।
মন্দ কি থাক না।
মরিচের ঝালের ব্যাপারে আমার মতে, পর্যাপ্ত পরিমানে আলো বাতাসের অভাবে মরিচের ক্যাপসাইসিন পদার্থ তৈরিতে ব্যাহত হচ্ছে।
পোস্টে ভাল লাগা রইল।
১১ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:২৮
সাহিদা সুলতানা শাহী বলেছেন: আপনার মন্তব্যে দারুণ তথ্য পেলাম।
১৬| ১১ ই জুলাই, ২০১৭ রাত ৮:১০
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন:
‘বে-আইনী’ পোষ্টে আইনী মন্তব্য।
প্রকৃতির কাছাকাছি থাকতে ভীষণ
সাধজাগে আপনার? উদ্ভিদ সবার
মমতায় ভরামন? তবে তা’ থাকুক
হে সাহিদা সুলতানা, নিরন্ত কামনা।
জগদীশ বলেছেন, ওদের জীবন
সদাসত্য, জড় নয় উদ্ভিদ সকল!
দেহমনে সঞ্চারিত বেদনা ও সুখ
ভাষাহীন মনে থাকে সঞ্চিত এদের!
নির্বিকার উদ্ভিদের আপনি আপন
জগদীশ সম জেনে আনন্দে অপার
ভাবলাম লিখেফেলি একটি সনেট।
আপনার বে-আইনী এপোষ্ট পাঠক
ভাববেনা বে-আইনী!নিশ্চিত এমনে।
সামু ব্লগে নিরাপদে এগিয়ে চলুন।
# ছন্দঃ অমিত্রাক্ষর
# অন্তমিলঃ নেই
# মাত্রা বর্ণঃ চার চার তিন তিন
# কবিতা প্রকৃতিঃ সনেট
১১ ই জুলাই, ২০১৭ রাত ৮:১৪
সাহিদা সুলতানা শাহী বলেছেন: আপনার সৌজন্যে অনেক খুশী হলাম।
১৭| ১৩ ই জুলাই, ২০১৭ দুপুর ১২:৫৫
ধ্রুবক আলো বলেছেন: চমৎকার লিখেছেন +++
১৩ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:১০
সাহিদা সুলতানা শাহী বলেছেন: মন্তব্য ও প্লাসের জন্য অনেক খুশী হলাম।
©somewhere in net ltd.
১|
১০ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:৪৬
মো সজীব হাসান খাঁন বলেছেন: খুব সুন্দর পোষ্ট।