![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রকৃতির কাছাকাছি থাকতে ভীষণ
সাধজাগে আপনার? উদ্ভিদ সবার
মমতায় ভরামন? তবে তা’ থাকুক
হে সাহিদা সুলতানা, নিরন্ত কামনা।
জগদীশ বলেছেন, ওদের জীবন
সদাসত্য, জড় নয় উদ্ভিদ সকল!
দেহমনে সঞ্চারিত বেদনা ও সুখ
ভাষাহীন মনে থাকে সঞ্চিত এদের!
নির্বিকার উদ্ভিদের আপনি আপন
জগদীশ সম জেনে আনন্দে অপার
ভাবলাম লিখেফেলি একটি সনেট।
আপনার বেআইনী এপোষ্ট পাঠক
ভাববেনা বেআইনী! নিশ্চিত এমনে।
সামু ব্লগে নিরাপদে এগিয়ে চলুন।
# ছন্দঃ অমিত্রাক্ষর
# অন্তমিলঃ নেই
# মাত্রা বর্ণঃ চার চার তিন তিন
# কবিতা প্রকৃতিঃ সনেট
বিঃদ্রঃ আমার ‘বেআইনী’ পোষ্টে আইনী মন্তব্যটি করেছেন সনেট কবি-ফরিদ আহমদ চৌধুরী
১১ ই জুলাই, ২০১৭ রাত ৮:৩৩
সাহিদা সুলতানা শাহী বলেছেন: এ সনেট মন্তব্যটি করেছেন সনেটের কবি ফরিদ আহমদ চৌধুরী। আমি এ কবিতার কবি নই। সনেট সবাই লিখতে পারে না। আর আমি এখনো সনেট লিখতে চেষ্টা করিনি।
২| ১১ ই জুলাই, ২০১৭ রাত ৮:৪৫
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক ভালো লাগলো আপনাকে নিয়েও সনেট লিখে ফেলেছেন আমার প্রিয় কবি চৌধুরী ভাই।
শাহাদাৎ ভাই আপনার নতুন পরিচয় দিলেন, এটা কি ঠিক নাকি! ভালোই হল পরিচিত হয়ে।
শুভকামনা আপনার জন্য।
১১ ই জুলাই, ২০১৭ রাত ১০:৩৯
সাহিদা সুলতানা শাহী বলেছেন: আমি তাঁকে পিতার মতই সম্মান করি।
৩| ১১ ই জুলাই, ২০১৭ রাত ৯:২৩
কবীর বলেছেন:
খুব সুন্দর লিখেছেন ।।
১১ ই জুলাই, ২০১৭ রাত ১০:৩৯
সাহিদা সুলতানা শাহী বলেছেন: তিনি সুন্দর লিখেছেন বলেই পোষ্ট করে দিলাম।
৪| ১১ ই জুলাই, ২০১৭ রাত ১০:০২
মোঃ মঈনুদ্দিন বলেছেন: ভালো লাগলো কবিতা। যেই লিখে থাকুক প্রতিটি সৃষ্টির জন্য অজস্র শুভকামনা।
১১ ই জুলাই, ২০১৭ রাত ১০:৪১
সাহিদা সুলতানা শাহী বলেছেন: কিন্তু অনেকে এর জন্য হিংসায় জ্বলেপুড়ে ছাাঁই হয়।
৫| ১১ ই জুলাই, ২০১৭ রাত ১০:৫৫
মোঃ মঈনুদ্দিন বলেছেন: এ রকমই হয়। এটাই মনুষ্য প্রকৃতি ও তিক্ত বাস্তবতা।
১১ ই জুলাই, ২০১৭ রাত ১০:৫৭
সাহিদা সুলতানা শাহী বলেছেন: অনেক মানুষ যেন কিছুতেই ভাল হতে চায় না।
৬| ১২ ই জুলাই, ২০১৭ রাত ১২:২৪
নাগরিক কবি বলেছেন: বেশ বেশ,
১২ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:০৬
সাহিদা সুলতানা শাহী বলেছেন: আপনার মতো গুণীজনের মন্তব্যে ভাল লাগছে।
৭| ১২ ই জুলাই, ২০১৭ সকাল ৮:৪১
মোস্তফা সোহেল বলেছেন: খুব সুন্দর মন্তব্য ছিল আপনার জন্য।
১২ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:০৮
সাহিদা সুলতানা শাহী বলেছেন: আর আপনার মতো সিনিয়ার এবং গুণীজনের মন্তব্যও আমার জন্য অনেক কিছু।
৮| ১২ ই জুলাই, ২০১৭ সকাল ৮:৫৭
নাঈমুর রহমান আকাশ বলেছেন: Click This LinkAn Ugly Face
ইনি যখন সমাজে আছেন, তখন আর আশ্চর্য্য হবার কি আছে?
খালি কমেন্ট পড়ুন, পোস্ট পড়া লাগবে না। সামুতে বিচার চাইবার কিছু নেই। এখানে ইনিই বোধহয় হিট খাবেন। তবে রুচিশীল কোনও মানুষের অস্তিত্ব ব্লগে থেকে থাকলে বিষয়টা তার নজরে আসবে।
১২ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:১১
সাহিদা সুলতানা শাহী বলেছেন: কারকথা যে বল্লেন, তবে যদি কাউয়ার জাতের কথা বলে থাকেন তবে বলব তিনি তাঁর নিকের মতই।
৯| ১২ ই জুলাই, ২০১৭ সকাল ১১:৪৪
রুরু বলেছেন: এটা কি ছনেট?
১২ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:১৩
সাহিদা সুলতানা শাহী বলেছেন: এখানেতো সনেট লেখা আছে।
১০| ১২ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:০১
মো নিয়াজ হোসেন বলেছেন: খুব সুন্দর সনেট, মুগ্ধ হলাম।+++++++++++++
১২ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:১৪
সাহিদা সুলতানা শাহী বলেছেন: আমিও মুগ্ধ হয়েছি বলেই পোষ্ট করলাম।
১১| ১২ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:২২
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আপনি আমার মন্তব্যকে পোষ্ট করেছেন দেখে খুব খুশী হলাম। অনেক ধন্যবাদ।
১২ ই জুলাই, ২০১৭ রাত ৯:০৮
সাহিদা সুলতানা শাহী বলেছেন: আপনি খুশী হয়েছেন জেনে আমিও খুশী হলাম।
১২| ১২ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৫৭
নাঈমুর রহমান আকাশ বলেছেন: কাউয়ার জাতের জাতভাই ইনি। একনজর চোখ বুলিয়ে দেখতে অনুরোধ রইলো। একনজর কারণ এরচেয়ে বেশীবার তাকানোর রুচি হবে না।
http://www.somewhereinblog.net/blog/naimur2017/30202185
১২ ই জুলাই, ২০১৭ রাত ৯:১৬
সাহিদা সুলতানা শাহী বলেছেন: আপনার বক্তব্য অস্পষ্ট।
১৩| ১৩ ই জুলাই, ২০১৭ দুপুর ১২:৫৫
ধ্রুবক আলো বলেছেন: ভালো লাগলো।
১৩ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:০৭
সাহিদা সুলতানা শাহী বলেছেন: আপনার ভাললাগায় অনেক শুভেচ্ছা
১৪| ২৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:০৩
অর্ক বলেছেন: বেশ ভালো লাগলো। শুভেচ্ছা।
১৭ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৭
সাহিদা সুলতানা শাহী বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১১ ই জুলাই, ২০১৭ রাত ৮:২৯
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: আপনার বাবা ভাল কবিতা (সনেট) লিখে। আপ্নিও লিখেছেন।
বাপ ও মেয়েকে শুভ কামনা।।।