![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কি চিন্তা করলাম, আমি প্রকাশ করব। আমার চিন্তায় অনেকে তাঁর মত প্রকাশ করবেন। তা’তে আমি ভুল চিন্তা থেকে মুক্তির পথ খুঁজে পাব। কিন্তু আমি যদি অপরের মত ভাল না লাগায় রেগে যাই তবে আমার প্রকাশিত চিন্তায় ভয়ে কেউ তার মত প্রকাশ করবেনা।এতে পক্ষান্তরে ক্ষতিটা আমার হবে। এ সাধারণ বুদ্ধি যার নেই তার ব্লগিং না করাই ভাল।
আবার অপরের প্রকাশিত চিন্তায় মত প্রকাশে আমারো অংশগ্রহণ থাকা চাই নতুবা কেউ আমার চিন্তায় মত প্রকাশ করতে আসবেনা।এটা বিনিময় প্রথা যা আদিকাল থেকে চলে আসছে।
স্নেহ শ্রদ্ধা ভক্তি ভালবাসা স্বীকৃতি ও উৎসাহ খাঁটি হলে তাকে তৈল বলেনা। লোক দেখানো হলে তৈল বলে, অনেকের এ সাধারণ জ্ঞান নেই।
১৫ ই জুলাই, ২০১৭ দুপুর ১:৫৬
সাহিদা সুলতানা শাহী বলেছেন: ইতি বাচক ভাবনাই বেশী দরকার।
২| ১৫ ই জুলাই, ২০১৭ সকাল ১০:১৫
কবীর বলেছেন: হা হা হা .... ব্লগ লিখতে থাকুন ।
ইতিবাচক চিন্তা-ভাবনা জীবনকে বদলে দিতে পারে !!
১৫ ই জুলাই, ২০১৭ দুপুর ১:৫৭
সাহিদা সুলতানা শাহী বলেছেন: ঠিক বলেছেন মান্যবর কবি।
©somewhere in net ltd.
১|
১৪ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:২০
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: ইতিবাচক ভাবনা।