![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইহা এমন গ্রন্থ যা পরস্পর বিপরীত দিকে পথ নির্দেশ করে। তারমানে ক্বোরআন পাঠে কেউ হেদায়েত পায়, আর কেউ পথ ভ্রষ্ট হয়। এজন্য নাস্তিকরাও ক্বোআন পাঠের পরামর্শ দিয়ে থাকে। তারা মনে করে ক্বোআন পাঠ করে তারা যেমন পথ ভ্রষ্ট হয়েছে অন্য সবাই তেমন পথভ্রষ্ট হবে। অথচ দেড় হাজার বছর ধরে ক্বোরআন পাঠ চলছে। অনেকেই তা’তে হেদায়েত প্রাপ্ত হচ্ছে, পথভ্রষ্ট হচ্ছেনা।
ক্বোরআন থেকে সঠিক পথ খুঁজতে গিয়ে অনেকে সঠিক পথ পেয়ে যায়, আবার অনেকে সঠিক পথ পায়না। কারা সঠিক পথ পায়? যারা এর প্রতি সম্মান রেখে এটা বুঝতে অনেক খাটাখাটনি করে তারা সঠিক পথ পায়। যারা এর প্রতি তামাশা করে, এর প্রতি তার তামাশার মনভাব প্রমাণে খাটাখাটুনি করে তারা বিভ্রান্ত হয়। তারাও বিভ্রান্ত হয় যারা এর প্রতি অমনোযোগী।
পংকিল জলাশয়ে সূর্য ডুবা, মাকড়সা, মশা, পিঁপড়া, ইয়াজুজ-মাজুজ, হুর ও গেলমান, ক্বোরআনের সাথে মিল করে সূরা বানাতে অপারগ হওয়া, বিজ্ঞানের সাথে গরমিল মনে হওয়া বিষয় সমূহ, এ সব নিয়ে তামাশাবাজদের তামাশার শেষ নেই। আর পথ প্রাপ্তরা বুঝে এসব তামাশাবাজদের তাদের থেকে আলাদা করার জন্য।কারণ আল্লাহ তামাশাবাজদের তাঁর অনন্য সুন্দর জান্নাত প্রদান করবেন না।
আলীদস্তি গং বলছে ক্বোরআন কেন, কারো রচনার সাথে মিল রচনা অসম্ভব! অথচ আল্লাহর কথাও সেটি, কারণ কোন মানুষের রচনার সাথে ক্বোরআন মিলেনা। মহানবীর (সঃ) হাদীস ও ক্বোরআন এক রকম নয়। আবার অন্য ক্বোন মানুষের রচনার সাথেও ক্বোরআন মিলে না। সুতরাং যেহেতু ক্বোরআন অন্যকারো বাণী নয় সেহেতু ক্বোরআন আল্লাহর বাণী। আপনি তিনটি ‘র’ অন্তমিলে ভুমিকা আলোচনা ও উপসংহার এর সামঞ্জস্য রেখে নবীর প্রতি আল্লাহর কথা হিসেবে সূরা কাউছারের মত সূরা বাংলাতেও রচনা করতে পারবেন না। যদি পারেন তবে করে দেখান। ভুল তাতে মিলবেই মিলবে।
আল্লাহকে সনাক্ত করার মতো সুস্পষ্ট কিছুই অনেকে পাচ্ছেনা আর অনেকেই তাঁর সৃষ্টি দেখে তাঁকে বিশ্বাস করছে।প্রমাণ যে পাচ্ছেনা সে আল্লাহকে মানছেনা যে পাচ্ছে সে মানছে। না পাওয়ার কারণ যথাযথ অনুসন্ধান না করা। কোন জিনিস যদি থাকে এক দিকে আর কেউ যদি তা’খোঁজে উল্টা দিকে তবে সে সেটা পাবে কেমন করে?
ক্বোরআন পড়ে এর অনুসারী একদল হচ্ছেনা বরং বহুদল হচ্ছে, যার মধ্যে আবার সঠিক শুধু এক দল। আবার নবীর (সঃ) হাদীসেও তাঁর (সঃ) উম্মত বহুদল হচ্ছে যদিও তাদের প্রতি এক দল থাকার নির্দেশ।বহু দলের সবার দাবী তারাই সঠিক দল, এ নিয়ে অন্তহীন ঝাগড়া।এতে আবার অনেকেই বিরক্ত।কিন্তু সঠিক দাবী করলে কেউ সঠিক হয়না বরং সঠিক হতে হলে সঠিক কাজ করতে হয়। আল্লাহর প্রিয় বান্দাগনের সানে যারা বেয়াদবী করে, যারা তাদের সমালোচনা করে তারা সঠিক লোক নয়। আল্লাহর প্রিয় বান্দা তাঁরা যাদের মাধ্যমে আল্লাহর প্রিয় ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। তাঁরা হলেন মহানবীর (সঃ) সাহাবায়ে কেরাম (রাঃ)। তাঁদের শানে আল্লাহ বলেছেন,‘রাদিয়াল্লাহু আনহুম-আল্লাহ তাঁদের প্রতি সন্তুষ্ট’ আল ক্বোরআন, সুরা তাওবা আয়াত নং-১০০।সুতরাং যারা সাহাবা স্বীকৃত, তাদের প্রতি অসন্তুষ্ট সমালোচক সঠিক মুসলমান নয়। বড় এর বিচার করে যিনি তার চেয়ে বড়, এ ক্ষেত্রে ছোট এর বড় এর বিচার করতে যাওয়া চরম বেয়াদবী। সুতরাং সাহাবায়ে কেরামের (রাঃ) সমালোচক সঠিক মুসলমানের তালিকা থেকে বাদ পড়বে। এভাবে ক্বোরআনের কয়েকটি সূত্রে ছাঁকলে প্রকৃত মুসলমান পাওয়া যাবে। এখানে আমরা সে বিশদ আলোচনায় যাচ্ছিনা।
সার কথা আল্লাহ যাকে হেদায়েত প্রদান করেন সে শুধু হেদায়েত পায়। কে হেদায়েত পায়? আল্লাহর যাকে পছন্দ! এর জন্য কি করতে হবে?
০১। নিজ দায়িত্বে লুকিয়ে থাকা আল্লাহকে খুঁজে বের করুন।
০২। নিজ মর্জি ত্যাগ করে তাঁর মর্জিমতো জীবন সাজান।
০৩। তাঁর মর্জি সঠিক ভাবে জেনে নিন।
০৪। আল্লাহর প্রিয় বান্দাদের সাথে বেয়াদবী ও অহংকার পরিহার করুন।
০৫। মিথ্যা পরিহার করুন।
উপরোক্ত পঞ্চগুণ সঠিক মুসলমান সনাক্ত করার ক্ষেত্রে বেশ কার্যকর উপায়।
উপরোক্ত পঞ্চগুণ না হলে কি হবে? আল্লাহর যা ইচ্ছা তাই হবে। কারণ তাঁর ইচ্ছার বাইরে কিছুই হয়না এবং হবেওনা। এসব আপনি বিশ্বাস করেননা? বিশ্বাস করুন আর নাই করুন যা ঘটার তা’কিন্তু ঘটবেই। কিছুই আপনি ঠেকাতে পারবেননা। কারণ আপনার সে ক্ষমতা নেই। আর এটাই বিস্ময়কর ক্বোরআনের সার সংক্ষেপ!
প্রসঙ্গত বান্দার হেদায়েতে আল্লাহর তেমন কোন গরজ নেই। কারণ এর বিনিময়ে সে জান্নাত পাবে এবং জাহান্নাম থেকে রক্ষা পাবে। তবে বান্দা হেদায়েতের পথে হাটলে আল্লাহ যথেষ্ট খুশী হন। কারণ তিনি বান্দার মঙ্গল সাধন করতে চান, বান্দার পাপের কারণে অনেক সময় তিনি বিধিমতো তা’করতে পারেননা। সুতরাং আমরা কারো দিকে না তাকিয়ে নিজেদের জান্নাতের পথ নিজেরাই খুঁজে নিতে সচেষ্ট হব, আল্লাহ আমাদের সেই তাওফিক দান করুন-আমিন।
বিঃদ্রঃ লেখাটি ফেসবুক থেকে সংগৃহীত। লেখকঃ ফরিদ আহমদ চৌধুরী।
১৫ ই জুলাই, ২০১৭ সকাল ১০:০৩
সাহিদা সুলতানা শাহী বলেছেন: নিজ মতে যে নিজেই সঠিক তাকে আর কি করে সংশোধন করা যাবে?
২| ১৫ ই জুলাই, ২০১৭ সকাল ৯:৪২
টমাটু খান বলেছেন: আল্লাহ তামাশাবাজ, অলস, অহংকারী, অমনোযোগী ও বেয়াদবদের পথ দেখান না। এরপর কে কি বল্ল আর কে কি করল আল্লাহ তাতে প্রতিক্রিয়া দেখান না। তিনি অবকাশ কালিন সময় অপেক্ষা করেন। আর যখন ধরেন তখন শক্ত হাতে ধরেন। এটা অন্যেরা টের না পেলেও যাকে ধরেন সে হাঁড়ে হাঁড়ে টের পায়।
১৫ ই জুলাই, ২০১৭ সকাল ১০:০৪
সাহিদা সুলতানা শাহী বলেছেন: আল্লাহর ধরা বড় কঠিন ধরা। তিনি বলেছেন তিনি টুটি চেপে ধরবেন।
৩| ১৫ ই জুলাই, ২০১৭ সকাল ৯:৪৬
টুনটুনি০৪ বলেছেন: অসুস্থ্য মনের লোকেরা ক্বোরআন বুঝেনা। এটা তাদের নিকট বেদরকারী গ্রন্থ। আর ধান্দা বাজেরা ক্বোরআনকে তাদের ধান্ধার কাজে ব্যবহার করে। এদেরকে শয়তান বলে। সুতরাং শয়তান থেকে সাবধান।
১৫ ই জুলাই, ২০১৭ সকাল ১০:০৬
সাহিদা সুলতানা শাহী বলেছেন: শয়তান থেকে সাবধান না হলে অসাবধানে তার পিছন পিছন হাঁটতে হবে। অবশেষে সে কোথায় নিয়ে যাবে তা’তো জানা কথা!
৪| ১৫ ই জুলাই, ২০১৭ সকাল ৯:৪৭
রিএ্যাক্ট বিডি বলেছেন: ক্বোরআন নিয়ে লেখার জনয ধনযবাদ
১৫ ই জুলাই, ২০১৭ সকাল ১০:০৭
সাহিদা সুলতানা শাহী বলেছেন: ক্বোরআন এর প্রতি বিবেকবানদের মনোযোগী করে।
৫| ১৫ ই জুলাই, ২০১৭ সকাল ৯:৫৫
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: ক্বোরআনিক গুগলিতে এর বাহক হওয়ার যোগ্যতা যাদের নেই তারা বিভ্রান্ত হয়। এ দিক থেকে এটা মহা বিস্ময় কর। পোষ্টটি ব্লগে উপস্থাপন করায় আন্তরিক অভিনন্দন।
১৫ ই জুলাই, ২০১৭ সকাল ১০:০৮
সাহিদা সুলতানা শাহী বলেছেন: বিষয়টি যাদের বুঝার দরকার তারা এটা বুঝলে ভাল হয়।
৬| ১৫ ই জুলাই, ২০১৭ সকাল ১০:১৮
মো সজীব হাসান খাঁন বলেছেন: ক্বোরআন অর্থ পড়া উচিত। এখন কেউ এটা না পড়ার অনুচিত কাজ করলে তার ক্ষতির দায় অবশ্যই তার।
১৫ ই জুলাই, ২০১৭ দুপুর ১:৫৫
সাহিদা সুলতানা শাহী বলেছেন: ক্বোরআন না মানার বিপদ থেকে বাঁচতে হলে ক্বোরআনতো পড়তেই হবে।
৭| ১৫ ই জুলাই, ২০১৭ দুপুর ২:৫৪
ব্লগ মাস্টার বলেছেন: সুন্দর এরকম পোস্ট আরো দেন ।
১৫ ই জুলাই, ২০১৭ দুপুর ২:৫৮
সাহিদা সুলতানা শাহী বলেছেন: দোয়া করবেন।
৮| ১৫ ই জুলাই, ২০১৭ বিকাল ৩:২৩
কল্লোল পথিক বলেছেন:
পড়লাম।
১৫ ই জুলাই, ২০১৭ বিকাল ৩:২৭
সাহিদা সুলতানা শাহী বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ।
৯| ১৫ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:২৭
চাঁদগাজী বলেছেন:
লেখক বলেছেন, "আল্লাহর ধরা বড় কঠিন ধরা। তিনি বলেছেন তিনি টুটি চেপে ধরবেন।"
-কোরানে আল্লাহের বড় ইমেজ হচ্ছে "দয়ালু"; সেটার উপর ফোকাস থাকা সমীচিন
১৫ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:৪৩
সাহিদা সুলতানা শাহী বলেছেন: আপনার কথাটা খুঁজে পাওয়া যাচ্ছেনা। লেখাটা এডিট করা হয়েছে। এডিটে বাদ পড়েছে কিনা আরেকবার দেখুন।
১০| ১৫ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:৫২
আলামিন হোসেন বিডি বলেছেন: ZajhakAllahu Khoiron.
১৫ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:২৪
সাহিদা সুলতানা শাহী বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন-আমিন।
১১| ১৫ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৩৯
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: সুন্দর পোষ্ট।
১৫ ই জুলাই, ২০১৭ রাত ৮:০১
সাহিদা সুলতানা শাহী বলেছেন: পাঠে ও মন্তব্যে অনেক অনেক ধন্যবাদ।
১২| ১৫ ই জুলাই, ২০১৭ রাত ১০:০৯
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক সুন্দর পোষ্ট। আলোচনা থেকে অনেক কিছু জানা গেল।
ভালো লাগা জানবেন। প্রিয়তে রাখলাম সুন্দর আলোচনাটি।
শুভকামনা আপনার জন্য।
১৫ ই জুলাই, ২০১৭ রাত ১০:২৭
সাহিদা সুলতানা শাহী বলেছেন: অনেক খুশী হলাম কবি।
১৩| ১৫ ই জুলাই, ২০১৭ রাত ১০:২১
আরিফ শাহরিয়ার জয় বলেছেন: প্রিয়তে থাকুন। খুব সুন্দর আলোচনা। ভালো লাগলো।
১৫ ই জুলাই, ২০১৭ রাত ১০:২৮
সাহিদা সুলতানা শাহী বলেছেন: আপনাদের ভাল লাগায় আমারো অনেক ভাল লাগল।
১৪| ১৬ ই জুলাই, ২০১৭ সকাল ৯:৪৯
মোঃ মিজানুর রহমা৯৭ বলেছেন: খুব সুন্দর লিখেছেন। অনেক ভাল লাগল।
১৬ ই জুলাই, ২০১৭ রাত ৯:০৮
সাহিদা সুলতানা শাহী বলেছেন: পাঠ ও মন্তব্যের জন্য শুভেচ্ছা জানবেন।
১৫| ১৬ ই জুলাই, ২০১৭ সকাল ৯:৫৪
হাফসা আক্তার৯৫ বলেছেন: ক্বোরআন সে বুঝে, যাকে আল্লাহ ক্বোরআন বুঝার তাওফিক দান করেন।
১৬ ই জুলাই, ২০১৭ রাত ৯:০৯
সাহিদা সুলতানা শাহী বলেছেন: ঠিক বলেছেন আপু।
১৬| ১৬ ই জুলাই, ২০১৭ সকাল ১০:৩১
এম জাহিদুল ইসলাম বলেছেন: আপনার পোষ্ট খুব ভাল লেগেছে।
১৬ ই জুলাই, ২০১৭ রাত ৯:০৯
সাহিদা সুলতানা শাহী বলেছেন: ধন্যবাদ ইমাম সাহেব হুজুর।
১৭| ১৬ ই জুলাই, ২০১৭ সকাল ১১:১৪
মোঃ কাওছার ইসলাম বলেছেন: অনেকে না বুঝেই ক্বোরআনের বিরোধীতা করে।
১৬ ই জুলাই, ২০১৭ রাত ৯:১০
সাহিদা সুলতানা শাহী বলেছেন: ঠিক বলেছেন।
১৮| ০৫ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:০২
আবু তালেব শেখ বলেছেন: একমাত্র কোরআনই সর্বশ্রেষ্ঠ পথপ্রদর্শক সঠিক এবং সত্যের সন্ধ্যানে।
০৭ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৫
সাহিদা সুলতানা শাহী বলেছেন: শতভাগ সঠিক।
©somewhere in net ltd.
১|
১৫ ই জুলাই, ২০১৭ সকাল ৯:৩৬
মো সজীব হাসান খাঁন বলেছেন: বুঝলে অনেক কিছু না বুঝলে কিচ্ছুনা। অনেকেই বলবে সব ঝুট হায় তফাত যাও। অনেকেই বলবে সব ঠিক হায় আঁকড়ে ধর। আর মানুষ তার নিজমতে সঠিক হলে তার ভুল শোধরানোর কোন সুযোগ নেই।