![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পবিত্র মক্কা শহরে জন্ম হয় যার
তিনি আমাদের প্রিয় নূর মোহাম্মদ।
শত দুঃখ কষ্ট সয়ে, সৎপথে চলে
ন্যায় নীতি প্রদর্শন করতেন তিনি।
কাফেরদের নির্মম অত্যাচার সয়ে
দ্বীন প্রচার করতে দ্বীধাহীন যিনি।
আল্লার বানী পৌছাতে তিনি সর্বময়
করেছেন নিজ রক্ত দান অবিরাম।
তার প্রচেষ্টায় আজ বিশ্ব শান্তিময়
গড়ে উঠেছে সুন্দর সুশীল সমাজ।
বর্বর আরব জাতি এখন সুসভ্য
যে্ জাতি ছিল কাফের,রূঢ়ও অসভ্য।
হে মহা মানব, তুমি বিশ্বজগৎ শ্রেষ্ঠ
তুমি সর্বশেষ নবী, আল্লার রাসুল
মাত্রা: ৮+৬
কবিতা প্রকৃতি: সনেট
[
২২ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:২১
সাহিদা সুলতানা শাহী বলেছেন: ধন্যবাদ আপু আমাকে সাহস যোগানোর জন্য। দোয়া করিও আমি যেনো সবাইকে আরো ভাল সনেট উপহার দিতে পারি।
২| ০৯ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৪
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: খুব সুন্দর সনেট গড়েছেন, ভালো লাগলো
২২ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:২৫
সাহিদা সুলতানা শাহী বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় কবি । আপনার মন্তব্য পেয়ে নিজেকে ধন্য মনে করছি। ভালো থাকবেন।
৩| ৩০ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:১৯
জাহিদ হাসান রানা বলেছেন: আমিও টুকটাক লিখি।কিন্তু সনেটের নাম শুনলেই কেমন মাথার ভেতর শো শো করে।আপনাদের সনেট ফ্যামিলি দেখে খুব মজা পেয়েছি।শুভকামনা আপনাদের পরিবারের জন্য।এখন কিছু টিপস দিন তো সনেট সহজে কিভাবে আয়ত্ব করা যায়।পুনশ্চঃ আমি কিন্তু বাংলায় কাঁচা নই।এস এস সি এবং এইচ এস সি দুটোতেই বাংলায় এ প্লাস ছিল।
১৫ ই মে, ২০১৮ রাত ৮:৪৩
সাহিদা সুলতানা শাহী বলেছেন: আমরা তো অন্যদের সনেট দেখে দেখে সনেট লেখা শিখেছি আপনি ও সেভাবে চেষ্টা করবেন।
৪| ১৫ ই মে, ২০১৮ রাত ৮:৫৮
সেলিম আনোয়ার বলেছেন: মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে।
১৫ ই মে, ২০১৮ রাত ৯:০৪
সাহিদা সুলতানা শাহী বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ শ্রদ্ধেয়। দোয়া করবেন যেন আরো ভাল লিখতে পারি।
৫| ১৫ ই মে, ২০১৮ রাত ৯:৩৭
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: সুন্দর সনেট লিখেছেন..
আপনি কি ব্লগে রেগুলার হবেন???
১৭ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৮
সাহিদা সুলতানা শাহী বলেছেন: পড়ালেখা নিয়ে ব্যস্ত থাকি। তাই সময় হয়ে ওঠে না। মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
০৯ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:০০
ফাহিমা জেরিন জেবা্ বলেছেন: ভালো হয়েছে। সনেট লেখা সহজ কাজ নয়।তবুও তুমি চেষ্টা করেছো এটাই অনেক।