নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অপ্রিয় সত্য বলবে না।

আমরা জানি একদিন আমরা মরে যাব এই জন্যেই পৃথিবীটাকে এত সুন্দর লাগে।যদি জানতাম আমাদের মৃত্যু নেই তাহলে পৃথিবীটা কখনোই এত সুন্দর লাগতো না

শহিদশানু

আমরা জানি একদিন আমরা মরে যাব এই জন্যেই পৃথিবীটাকে এত সুন্দর লাগে।যদি জানতাম আমাদের মৃত্যু নেই তাহলে পৃথিবীটা কখনোই এত সুন্দর লাগতো না

শহিদশানু › বিস্তারিত পোস্টঃ

থাবা বাবা তুমি আছো আমাদের মাঝে ।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৮

বেশী দিন হয়নি আমার ব্লগে আসা। মাঝে মাঝে ব্লগে উকি মারি। ব্লগার থাবাকে (ছন্ম নাম) গত রাতে পাকিস্তানী পেতআত্মারা আমাদের প্রিয় ব্লগার নিঃশংস ভাবে হত্যা করেছে। এর প্রতিবাদের ভাষা আমার জানা নেই । তুমরা শুনে রাখো যে একজনকে তোমরা মেরেছে। লক্ষ জন আমরা এখনো সজাগ আছি । আমাদের নীরব প্রতিবাদের ভাষা তোমাদের ঐ নিঃশংসতা হতে অত্যন্ত ভয়ন্কর । তোমরা যে যেখানেই যে ভাবেই থাকোনা কেন আমরা তোমাদের পিছু নেবই নেব ।

তোমরা যে ভাবে রাজপথে সন্ত্রাশী কর্মকান্ড ও জনগণের জানমালের ক্ষতি সাধন করো। আমাদের এই প্রতিবাদ তারচেয়েও ভংন্কর তোমাদের জন্য ।

তোমরা আমাদের থাবাকে সরিয়ে দিয়েছে। অথচ সে আমাদের মাঝে আছে - থাকবে। থাবার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শেষ করছি ।

জয় হোক----- সকল ব্লগারের ।

এ সোনার বাংলা থেকে পাকিস্তানী পেত্মারা একদিন না একদিন যেতেই হবে। তোমরা কি সে ডাক শুনতে পাচ্ছনা । এখনও সময় আছে তোমরা সব ছেড়ে দিয়ে গণমানুষের কাতারে এসে দাঁড়ায়। জয়-বাংলা. জয়-থাবা ।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৩

চ।ন্দু বলেছেন: থাবা বাবা সম্পর্কে অনেক কথাই শুনছি, অনেকে বিতর্ক করছেন তার ধর্ম বিশ্বাস নিয়ে। কিন্তু আমার মনে হয়, কারো ধর্ম বিশ্বাস তার নিজস্ব, একান্ত ব্যক্তিগত বিষয়। এ বিষয়ে আমাদের কথা বলা কি ঠিক? একটা উদাহরণ দেই, আমাদের পিতা ইব্রাহিম একদা এক নাস্তিককে অপমান করে খাবার টেবিল থেকে বের করে দিয়েছিলেন, কেননা সে বিসমিল্লাহ বলতে অস্বীকার করেছিল। তো লোকটি চলে গেলে জিব্রাইল এসে ইব্রাহিমকে বলল- আল্লাহ বলেছেন, 'আমি ঐ ব্যক্তির কুফরী জানা সত্বেও তাকে এ পর্যন্ত আহার জুটিয়ে দিচ্ছি। আর তুমি তাকে এক বেলা খাবার দিতে পারলে না?' একথা শুনে ইব্রাহিম তখনি বের হয়ে পড়লেন এবং অনেক খোঁজার পর তাকে পেয়ে বিনীত অনুরোধ করে বাড়ী নিয়ে এলেন। কিন্তু খাবার সময় লোকটি বেঁকে বসল, বলল- 'কেন তুমি আমাকে তাড়িয়ে দিলে ও পরে আবার এত অনুরোধ করে ফিরিয়ে আনলে তা না জানা পর্যন্ত আমি আহার করব না।' তখন ইব্রাহিম সব খুলে বললেন। এতে লোকটির মধ্যে ভাবান্তর হল, তার চোখ দিয়ে পানি গড়িয়ে নামল- সে বলল, 'তিনি সত্যিই দয়ালু।' সে বিসমিল্লাহ বলে খাবার খেল।

তো যা বলছিলাম, থাবা বাবা কি বিশ্বাস করেন আর কি বিশ্বাস করেন না এ বিচার তো আমাদের না। এ বিচার করবেন আল্লা, পরকালে। আমরা মানুষ হিসেবে এবং মুসলমান হিসেবে তাকে মানুষের মর্যাদা দেব এবং আমাদের নীতি এবং বিবেককে সর্বদা উচ্চে অধিষ্ঠিত রাখব।

২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২৮

মুণণা বলেছেন: চ।ন্দু ভাই: এইটা দেখেন এইটা তাহলে বিস্মিল্ল্হা র সাথে মিলাতে পারবেন না.

http://www.amarblog.com/thaba/posts/150478

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.