![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমরা জানি একদিন আমরা মরে যাব এই জন্যেই পৃথিবীটাকে এত সুন্দর লাগে।যদি জানতাম আমাদের মৃত্যু নেই তাহলে পৃথিবীটা কখনোই এত সুন্দর লাগতো না
আমাদের দেশ স্বাধীন, এখানে ধর্ম যার যার দেশ সকলের। এই স্বাধীন স্বার্বভৌমত্ত একটি দেশের জাতীয় পতাকা আগুনে পুড়ানো ও অবমাননা করার সাহক ঐ জামায়ত শিবির কি ভাবে পেলো।তারা স্বাধীন দেশে বসবাস করে আমাদের স্বাধীনতাকেই স্বীকার করতে চায় না। এটা কোন অবস্থাতেই মেনে নেয়া যায় না। তোমরা দুষ্ঠরা ধর্মের দোহাই দিয়ে বাংলাদেশের নিরীহ ও সহজ সরল তালেবে আলীম সম্প্রদায়কে রাষ্ট্র তথা সরকারের বিরুদ্ধে কেন ক্ষেপিয়ে তুলছে । ইসলামতো সম্পূর্ণ শান্তির ধর্ম । আমাদের ধর্মের কোথায়ও উল্লেখ নাই নৃশংসতা, হানাহানী ও নিষ্ঠুরতার । অথচ তোমরা ২২/২/২০১৩ তারিখে জাতীয় মসজিদ বায়তুল মোকারমে গিয়েছে জুম্মার নামাজ আদায় করতে। কিন্তু তোমাদেরকে পাজ্ঞবির পকেটে করে বোমা, ইট পাটকেল নিয়ে মসজিদে যেতে কে বলেছে ।নামাজ শেষ হতে না হতেই তোমরা তান্ডবলীলা শুরু করেছে কেন ? দেশেতো এমন কোন পরিস্থিতির সৃষ্টি হয় নাই যে,আত্মরক্ষার জন্য তোমরা প্রতিপক্ষকে আক্রমন করতে পারো । তোমাদের অতীত কর্মকান্ডের জন্য বর্তমান প্রজন্ম প্রতিবাদ করছে। কিন্তু তারাতো তোমাদের মত এমন উচ্ছংখল আচরণ করছেনা । তোমরা নিজেদেরকে খুবই জ্ঞানী ও ফরেজগার মনে কর তাই না। দেখাওতো এমন কোন নজির আছে কিনা তোমাদের সম্প্রদায় (জামায়াত ছাত্র শিবিরকে বুঝাচ্ছি) হতে দেশের মুখ উজ্জল করেছে এমন কেউ। কুলাংগারেরা এখনও সময় আছে সত্যিকারের ইসলামী শান্তির পথে ফিরে আসো। তোমাদের মতে কুলাংগার মডেল ইসলামের কোন প্রয়োজন এ দেশে নাই । মানুষ এখন অনেক সচেতেন তারা পড়তে জানে এবং ডিজিটাল যুগের সর্বাধিক তথ্যের ভান্ডার নাড়াছাড়া করতে জানে। কাজেই কোনটা সঠিক আর কোনটি বেঠিক তা এখনকার যুগের মানুষ ভাল ভাবেই জানে। কাজেই ইসলাম রক্ষার নামে ভ্রান্ত ধারনা ও বিশ্বাষের দিন এখন শেষ। আমি কোন ওলায়মান-কেরাম মাসায়েক ও ধর্মকে কোনরুপ অবমাননা ও অবজ্ঞা করছি না । শুধু একটি সাধারণ একটি সত্যি কথা বলছি । তোমাদের প্রিয় নেতা ও বিশিষ্ট ইসলামী মনিষি ও মাসায়েকদের (তোমাদের দৃষ্টিতে) বিরুদ্ধে বর্তমানে যুদ্ধাপরাদের বিচার চলমান রয়েছে । বাংলাদেশের ভুখন্ডে এমন কোন জায়গা নাই যে, তারা ওয়াজ নছিয়ত ও সেজদা করেনি। অথচ জীবন সায়ন্নে এসে তাদের এ দশা কেন জান। তারা জনস্মুখে ইসলামের সুন্দুর বানী প্রচার করে সহজ সরল মানুষকে সত্যিকার ইসলামী আদর্শে উদ্ধত্ত না করে ওয়াজ-নছিয়তের মাঝখানে রাষ্ট তথা সরকারের বিরুদ্ধে কিছু জ্বলাময়ী বক্তব্য দিয়ে মানুষকে নিজেদের দলে ভিড়িয়ে রাষ্ট্র ক্ষমতা দখলসহ উচ্চবিলাসী পরিকল্পনা গ্রহণ করেছে । সে জন্য মহান আল্লাহ তালা তাদের জীবন সায়েন্নে তাদেরকে এমন আজাব দিয়েছে । তোমরা কি জানানা মিঃ শয়তান সাহেব পৃথিবীর এমন কোন জায়গা নাই যে,তার সেজদা পড়েনি। এক সময় সে সমগ্র ফিরশতাদেরও সর্দর হওয়ার যোগ্যতা অর্জন করেছিল। কিন্তু তার অহংকার ও উচ্চবিলশীতার কারনে মহান আল্লাহ তাহলা তাকে নালতের ঘন্ট পরিয়ে দিয়েছে এবং কেয়ামত পর্যন্ত অভিশপ্ত হয়ে থাকবে। তোমরা যাদের জন্য দেশের জাতীয় পতাকা পোড়ানোসহ জ্বালাও পোড়াও কর্মসূচী পালন করছে তারি ঠিক ঐ শয়তানের মত অবস্থা হয়েছে । সোজা কথা কেন বুঝনা তোমরা যে যেরুপ কাজ করবে মহান আল্লাহ ঠিক সেই রুপ কাজের পুরস্কার তাকে নিজ হাতে প্রদান করবে। কাজেই তোমাদের নেতাদের পুরস্কারও আল্লাহ নিজ হাতে প্রদানের ব্যবস্থা করছেন। কাজেই তোমরা এ ধরনে ঘৃণ কার্য্যকলাপ ছেড়ে সহজ-সরল শান্তির পথে চল। একই দেশের তোমরা থাকো আমরাও থাকি । কাজেই তোমরা সথ্যিকার ইসলামী জীবন ব্যবস্থা মোতাবেক চল দেখবে তোমাদের মনের সব অশান্তি দূর হয়ে যাবে। হেফাজতে ইসলাম নামে কোন সংগঠন সৃষ্টির তোমাদের কোন প্রয়োজন নাই । ইসলাম হল স্বয়ং মহান আল্লাহর সর্বশেষ্ঠ ধর্ম। তিনিই ভাল জানেন কি ভাবে তাঁর ধর্মকে রক্ষা করবেন। তোমরা যখন ছিলেনা তখন কি দেশে ইসলাম ধর্ম ছিলনা ? তোমরা মনে রাখবে এ উপমহাদেশে তোমরা ইসলাম ও ধর্ম প্রচারক নই। ইসলাম দর্শ কি ভাবে এ উপমাদেশে এসেছে তার ইতিহাস আমরা সবাই জানি। আমাদের শ্রদ্ধেও সাধু সন্নসীগনতো ধর্ম রক্ষার জন্য কোন সংগঠন করেননি এবং কোন হানাহানি করেননি। অথচ তোমরা নতুন মর্ডান পাগলেরা ধর্মের দোহাই দিয়ে জাতীয় পকাতা পোড়াসহ রাষ্ট্রীয় সম্পদ ও মানুষের জানের ক্ষতি করছে কেন কেন কেন ? ? ? ? ? ? তোমরা কি জাননা এ''ব'' দীপটি এক সময়ে হিন্দু পরিবেষ্টিত ছিল। ধীরে ধীরে মহান আলাহ রাব্বুল আলামীন সত্যি ধর্ম ইসলামকে নিজ হেফাজতে এবং সুফী সন্মাসীদের মাধ্যমে রক্ষা করেছে ও সম্পূর্ণ ''ব'' দ্বীপের মানুষ হিন্দু হতে মুসলমান হয়ে সুন্দর জীবন যাপন করেছে। কাজেই ধর্ম যেহেতু মহান আল্লাহ তালার কাজেই ধর্মের দোহাই দিয়ে তোমরা আর নৈরাজ্য সৃষ্টি করোনা । ভাল হয়ে যায়, ভাল হতে কোন পয়সা লাগেনা । তোমরা যদি রাষ্টীয় ক্ষমতায় যেতে চাও এখন হতে ভাল কাজ কর দেখবে মহান আল্লাহ রাব্বুল আলামীন তোমাদেরকে তোমাদের লক্ষ্যে পৌছে দিবেন ।
©somewhere in net ltd.
১|
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৫২
স্বপ্নের মানুষ বলেছেন: ঠিক
পোস্ট দিয়ে পুরস্কার জিতে নিন