![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমরা জানি একদিন আমরা মরে যাব এই জন্যেই পৃথিবীটাকে এত সুন্দর লাগে।যদি জানতাম আমাদের মৃত্যু নেই তাহলে পৃথিবীটা কখনোই এত সুন্দর লাগতো না
আজকে কোন বিষয় নিয়ে মন্তব্য করার কোন সময় নয়। দেখতে দেখতে ২টি দিন পেরিয়ে আর একটি রাত সমাগত। রাতে রানা প্লাজায় উদ্ধার কর্মীদের কাজ করতে এখন জরুরী ভিত্তিতে যা প্রয়োজন তা হচ্ছে : প্রর্যাপ্ত ছোট টর্স লাইট, রড় কাঁটার, ড্রিল মেশিন-আসুন আমরা তাদের পাশে দাঁড়াই। এর সাথে ধন্যবাদ জানাচ্ছি-বাংলাদেশ সেনা,বিমান,রেব,পুলিশ,ফায়ার সার্ভিস,রেডক্রম,স্বেচ্ছাসেবক ও এনামুল মেডিকেল কলেজ কর্তৃপক্ষকে ।
©somewhere in net ltd.
১|
২৬ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৫২
রাকিব হাসান (সাব্বির) বলেছেন: ঙ্কে করে অক্সিজেন
দেওয়ার কথা ভাবছি আমরা,
এটা ব্যয়সাপেক্ষ, আর আটকদের
সবার হাতে পৌঁছানোও খুব
কঠিন। এরচেয়ে দোকান
থেকে একটা ব্লোয়ার কিনুন,
একটা সুতির গামছা আর
একটা দীর্ঘ ২ ইঞ্চি ব্যাসের
রবার হোস
নিয়ে সাভারে ধ্বংসস্তুপের
কাছে যান। ব্লোয়ারের সাকশন
সাইডে গামছাটা বাঁধুন,
এটা এয়ার ফিল্টারের কাজ
করবে।
ডেলিভারি সাইডে রবারের
হোসটাফিট করুন। হোসের
যে মাথা আটকদের
কাছে পৌঁছাবে, সেখানে ১ ফিট
পর পর সুঁই দিয়ে ছিদ্র
করে দিন তিন চারটা করে।
তারপরবাতাস ব্লো করুন
ভেতরে। এভাবে বাতাস
ব্লো করলে ভেতরে ধূলা উড়বে ন
ফ্রেশ বাতাস যাবে, বদ্ধ
বাতাস সরে যাবে।
বাতাসের ২১% অক্সিজেন।
ট্যাঙ্কে করে অক্সিজেন
দিতে হবে না। সেই
টাকা দিয়ে ওষুধ, ব্যান্ডেজ
এসব কিনে এনাম
হাসপাতালে দিন।