নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অপ্রিয় সত্য বলবে না।

আমরা জানি একদিন আমরা মরে যাব এই জন্যেই পৃথিবীটাকে এত সুন্দর লাগে।যদি জানতাম আমাদের মৃত্যু নেই তাহলে পৃথিবীটা কখনোই এত সুন্দর লাগতো না

শহিদশানু

আমরা জানি একদিন আমরা মরে যাব এই জন্যেই পৃথিবীটাকে এত সুন্দর লাগে।যদি জানতাম আমাদের মৃত্যু নেই তাহলে পৃথিবীটা কখনোই এত সুন্দর লাগতো না

শহিদশানু › বিস্তারিত পোস্টঃ

জানেন কি ?

২২ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৪:১৪

>> ঢাকায় প্রথম

বৈদ্যুতিক বাতি জ্বলে - ৭

ডিসেম্বর ১৯০১

সালে আহসান

মঞ্জিলে।



>>সামনে বাধা পেলে বাদুড়

সবসময় বামে ঘুরে যায়।



>>এক ডলারের

একটা নোট তৈরি করতে একুশ

টাকা খরচ হয়।



>> এলিট বাহিনী র্যাব

আনুষ্ঠানিক যাত্রা শুরু করে - ২৬

মার্চ ২০০৪।



>> বাংলাদেশ বর্ডার

গার্ডের সর্বপ্রথম

দেয়া নাম - রামগড়

লোকাল ব্যাটালিয়ন।



>> বাংলাদেশের

রাজনৈতিক

সমুদ্রসীমা - ১২

নটিক্যাল মাইল।



>> দেশে প্রথম

'রেডিক্যাশ কার্ড'

চালু করে -

জনতা ব্যাংক।



>> বাংলাদেশ ব্যাংকের

প্রথম গভর্নর - এ এন

এম হামিদুল্লাহ।



>> UNESCO

সুন্দরবনকে ওয়ার্ল্ড

হেরিটেজ

ঘোষনা করেছে - ৬

ডিসেম্বর ১৯৯৭।



>> সাধারণত

সিংহী শিকার

করে এবং সিংহ

বসে বসে খায়।



>>শিশুরা প্রাপ্তবয়স্ক

মানুষের চেয়ে দশগুণ

বেশি সময় স্বপ্ন

দেখে পার করে।



>>হিটলারের প্রিয়

সিনেমা ছিল কিংকং।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২২ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৫:২০

বিলাসী বলেছেন: ভালো লাগল। অনেক ধন্যবাদ

২| ২২ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৫:২৯

ফুরব বলেছেন: >> সাধারণত
সিংহী শিকার
করে এবং সিংহ
বসে বসে খায়।
কারন সিংহ উপজাতি সম্প্রদায়। :P :P

৩| ২২ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৪৭

শাহরিয়ার খান রোজেন বলেছেন: ঢাকায় প্রথম
বৈদ্যুতিক বাতি জ্বলে - ৭
ডিসেম্বর ১৯০১
সালে আহসান
মঞ্জিলে



শুধুই কি ঢাকাতে? বাংলাদেশে প্রথম কোথায় জ্বলে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.