![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমরা জানি একদিন আমরা মরে যাব এই জন্যেই পৃথিবীটাকে এত সুন্দর লাগে।যদি জানতাম আমাদের মৃত্যু নেই তাহলে পৃথিবীটা কখনোই এত সুন্দর লাগতো না
>> ঢাকায় প্রথম
বৈদ্যুতিক বাতি জ্বলে - ৭
ডিসেম্বর ১৯০১
সালে আহসান
মঞ্জিলে।
>>সামনে বাধা পেলে বাদুড়
সবসময় বামে ঘুরে যায়।
>>এক ডলারের
একটা নোট তৈরি করতে একুশ
টাকা খরচ হয়।
>> এলিট বাহিনী র্যাব
আনুষ্ঠানিক যাত্রা শুরু করে - ২৬
মার্চ ২০০৪।
>> বাংলাদেশ বর্ডার
গার্ডের সর্বপ্রথম
দেয়া নাম - রামগড়
লোকাল ব্যাটালিয়ন।
>> বাংলাদেশের
রাজনৈতিক
সমুদ্রসীমা - ১২
নটিক্যাল মাইল।
>> দেশে প্রথম
'রেডিক্যাশ কার্ড'
চালু করে -
জনতা ব্যাংক।
>> বাংলাদেশ ব্যাংকের
প্রথম গভর্নর - এ এন
এম হামিদুল্লাহ।
>> UNESCO
সুন্দরবনকে ওয়ার্ল্ড
হেরিটেজ
ঘোষনা করেছে - ৬
ডিসেম্বর ১৯৯৭।
>> সাধারণত
সিংহী শিকার
করে এবং সিংহ
বসে বসে খায়।
>>শিশুরা প্রাপ্তবয়স্ক
মানুষের চেয়ে দশগুণ
বেশি সময় স্বপ্ন
দেখে পার করে।
>>হিটলারের প্রিয়
সিনেমা ছিল কিংকং।
২| ২২ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৫:২৯
ফুরব বলেছেন: >> সাধারণত
সিংহী শিকার
করে এবং সিংহ
বসে বসে খায়।
কারন সিংহ উপজাতি সম্প্রদায়।
৩| ২২ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৪৭
শাহরিয়ার খান রোজেন বলেছেন: ঢাকায় প্রথম
বৈদ্যুতিক বাতি জ্বলে - ৭
ডিসেম্বর ১৯০১
সালে আহসান
মঞ্জিলে
শুধুই কি ঢাকাতে? বাংলাদেশে প্রথম কোথায় জ্বলে।
©somewhere in net ltd.
১|
২২ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৫:২০
বিলাসী বলেছেন: ভালো লাগল। অনেক ধন্যবাদ