নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অপ্রিয় সত্য বলবে না।

আমরা জানি একদিন আমরা মরে যাব এই জন্যেই পৃথিবীটাকে এত সুন্দর লাগে।যদি জানতাম আমাদের মৃত্যু নেই তাহলে পৃথিবীটা কখনোই এত সুন্দর লাগতো না

শহিদশানু

আমরা জানি একদিন আমরা মরে যাব এই জন্যেই পৃথিবীটাকে এত সুন্দর লাগে।যদি জানতাম আমাদের মৃত্যু নেই তাহলে পৃথিবীটা কখনোই এত সুন্দর লাগতো না

শহিদশানু › বিস্তারিত পোস্টঃ

--বাবাকে নিয়ে অসাধারন একটি পোস্ট।----

২৩ শে অক্টোবর, ২০১৩ সকাল ১০:৫৭





তোমার বয়স যখন কয়েক মাস, তোমার

বাবা হয়তো মাসের পর মাস

ঠিকমতো ঘুমোতে পারেননি তোমার যত্ন

নেয়ার জন্য, গভীর

রাতে তোমার ঘুম থেকে কেঁদে উঠার

জন্য. . . . তোমার বয়স যখন

১০, তোমার বাবা হয়তো নিজের পছন্দের

পারফিউমটা কিনতে পারেননি তোমার

স্কুলের খরচ যোগানোর জন্য,

তোমার

বই খাতা নতুন জামার কেনার জন্য. . . . তোমার

বয়স যখন ২০,

তোমার বাবা হয়তো

তার অনেক দিনের

জমানো টাকা ভেঙ্গে ফেলেছেন

তোমরা গ্রাজুয়েশন কমপ্লিট করানোর জন্য. . .

তোমার বয়স যখন ২৪, তোমার

বাবা হয়তো অনেকের

কাছে তার

সন্মান হারিয়েছেন,

তোমাকে একটা চাকরি পাইয়ে দেয় জন্য,

অনেকের কাছে রিকোয়েস্ট

করে করে. . . . তোমার জীবনের সুখের জন্যে,

তোমার বাবা

হয়তো নিজের জন্য একটা ভালো কাপড়

কিনেন নি অনেকদিন ধরে. . . . তোমার

নিরাপদ ভবিষ্যৎ এর জন্য, তোমার

বাবা হয়তো নিজের

স্বাস্থ্যের দিকে যত্ন

নিতে পারেননি অনেকদিন ধরে. . . . হি ইজ

দা স্পেশাল ওয়ান, তোমার বাবা, যিনি

নিজের ব্যক্তিগত অনেক স্বার্থ ত্যাগ

করেছেন, তোমার উন্নতির

জন্য. . . . তোমার বাবাকে স্যালুট করো তার

ত্যাগের জন্য... তাকে ভালোবাসো ।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৩ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:১৭

আমিনুর রহমান বলেছেন:




বাবার জন্য ভালবাসা।
পোস্টে প্লাস।

২৩ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:৩২

শহিদশানু বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ

২| ২৩ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:৪৬

মো ঃ আবু সাঈদ বলেছেন: ভাই আমার বাবর জন্য দোয়া করবেন...
উনি ঈদের পরের দিন ইন্তেকাল করেন...
আফসি শেষে বাবার মুখ আর দখেবনা এইটা ভাবতেই বুক টা খালি হয়ে যায়।

আমাদের জন্য দুনিয়ার সূখ রেখে গেছেন আল্লাহর রহমতে, কোন কষ্টই উনি আমাদের জন্য রেখ জানি..

আমাদের জন্য দোয়া করবেন যেন উনার আন্তার শান্তির জন্য যেন সব সময় দোয়া কালাম করতে পারি।

আল্লাহ সমস্ত মুসলমানের কবর আজব যেন মাপ করে সবাই কে বেহশেতে নসিব করেন।

২৩ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:৪৮

শহিদশানু বলেছেন: আল্লাহ সমস্ত মুসলমানের কবর আজব যেন মাপ করে সবাই কে বেহশেতে নসিব করেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.