নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অপ্রিয় সত্য বলবে না।

আমরা জানি একদিন আমরা মরে যাব এই জন্যেই পৃথিবীটাকে এত সুন্দর লাগে।যদি জানতাম আমাদের মৃত্যু নেই তাহলে পৃথিবীটা কখনোই এত সুন্দর লাগতো না

শহিদশানু

আমরা জানি একদিন আমরা মরে যাব এই জন্যেই পৃথিবীটাকে এত সুন্দর লাগে।যদি জানতাম আমাদের মৃত্যু নেই তাহলে পৃথিবীটা কখনোই এত সুন্দর লাগতো না

শহিদশানু › বিস্তারিত পোস্টঃ

আসুন আজ একটি মেয়ে সম্পর্কে আমরা কিছু জানি

২৩ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:১৬





⇔ একটা মেয়ে আল্লাহর সবচেয়ে সুন্দর সৃষ্টিগুলোর মধ্যে একটি !!



⇔ সে খুব ছোটবেলা থেকেই সবকিছুর কারন বুঝতে শিখে !!



⇔ সে নিজে চকলেট না খেয়ে ছোট ভাইটিকে দিয়ে দেয় !!



⇔ সে তার পিতামাতার জন্য নিজের ভালবাসা উৎসর্গ করে !!



⇔ সে তার স্বামীর আরাম-আয়েসের জন্য নিজের সুখ ত্যাগ করে !!



⇔ সে তার পুরো যৌবন ত্যাগ করে কোন প্রকার অভিযোগ ছাড়া শুধুমাত্র তার স্বামী ও সন্তানের জন্য !!



⇔ পরিশেষে তার জীবন শেষ হয় শুধুমাত্র অন্যের সুখের জন্য নিজের সুখ ত্যাগ করে !!



⇔ সে সৃষ্টিকর্তার এমন একটি সুন্দর সৃষ্টি যে কেউ তার বিরুদ্ধে অভিযোগ করতে পারবে না !! সবশেষে একটাই কথা - আমরা আমাদের আশেপাশের মেয়েদের টিজ করি !! একবারও কি নিজের বোন ,মা ,স্ত্রীর কথা ভেবেছি?? ভাবিনি !! যদি ভাবতাম তাহলে ইভ টিজিং করতে পারতাম না !! যদি পারেন কথাগুলো সবাই মাথায় রাখবেন !!



⇔ প্রতিটি মেয়েকে শ্রদ্ধা করুন!! আপনি হয়তো নিজেও জানবেন না আপনার জন্য "সে" কখন কি ত্যাগ স্বীকার করবে !!

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৩ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৩৮

মহিদুল বেস্ট বলেছেন: লেখায় শ্রদ্ধা রেখে গেলাম! বিভাজিত মেয়েদেরকেও শ্রদ্ধা

২| ২৩ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৪:০৯

মুহাই বলেছেন: correct

৩| ২৩ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৪:২০

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: +++

৪| ২৩ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৪:২৫

এইচ আর খান বলেছেন: নারীজাতির প্রতি শ্রদ্ধা এবং সম্মান রইলো

৫| ২৩ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৩৩

সোহানী বলেছেন: ধন্যবাদ এমন লিখার জন্য। আপনারা যদি আমাদেরকে অনুভব না করেন তাহলে মেয়েদের সত্যিকারের প্রতিষ্ঠা সম্ভব নয়। ওরা আজীবন নির্যাতিতই থেকে যাবে।

৬| ২৩ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:০১

আলাপচারী বলেছেন: ++++

৭| ২৬ শে অক্টোবর, ২০১৩ সকাল ১০:৫৯

জিনাত আক্তার বলেছেন: ধন্যবাদ এ লিখার জন্য।

৮| ২৬ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:০৯

পথহারা সৈকত বলেছেন: সে তার পুরো যৌবন ত্যাগ করে কোন প্রকার অভিযোগ ছাড়া শুধুমাত্র তার স্বামী ও সন্তানের জন্য !! :P :P :P :P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.