নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অপ্রিয় সত্য বলবে না।

আমরা জানি একদিন আমরা মরে যাব এই জন্যেই পৃথিবীটাকে এত সুন্দর লাগে।যদি জানতাম আমাদের মৃত্যু নেই তাহলে পৃথিবীটা কখনোই এত সুন্দর লাগতো না

শহিদশানু

আমরা জানি একদিন আমরা মরে যাব এই জন্যেই পৃথিবীটাকে এত সুন্দর লাগে।যদি জানতাম আমাদের মৃত্যু নেই তাহলে পৃথিবীটা কখনোই এত সুন্দর লাগতো না

শহিদশানু › বিস্তারিত পোস্টঃ

হিউম্যান সাইকোলজি বলে

২৩ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৪৫





১. যদি কোন মানুষ সবসময়ই খুব হাসে, এমনকি যে সামান্য কোন ব্যাপারে নিয়েও হাসি চেপে রাখাতে পারেনা তবে সে আসলে সবসময় খুবই একা ফিল করে।



২. যদি কোন মানুষ খুব বেশি ঘুমায় তবে সে দুঃখি একজন।



৩. যদি কোন মানুষ সবময় কম কথা বলে এবং যখন সে কথা বলে তখন দ্রুত বলে, তবে সে কিছু গোপন করছে।



৪. যদি কোন মানুষ কাঁদতে না জানে বা কখনো কাঁদতে না পারে তবে সে গভীর কোনও ব্যথা অতিক্রম করেছে নিজের জীবনে।



৫. যদি কোন মানুষ খাওয়ার সময় সভ্য ভাবে না খায় তবে সে খুব চিন্তিত।



৬. যদি কোন মানুষ খুব সাম্যান্য ব্যাপারে কেঁদে ফেলে তবে সে নরম মনের

মানুষ।



৭. যদি কোন মানুষ সামান্য ব্যাপারেই ঘন ঘন রেগে যায় তবে তার ভালোবাসা প্রয়োজন।



কারো ব্যাপারে তৎক্ষণাৎ সিদ্ধান্ত না নিয়ে মানুষকে বুঝতে চেষ্টা করুন। দেখবেন সবার মধ্যেই কিছু না কিছু ভালো গুন আবিষ্কার করতে পারবেন।



(সংগৃহীত)

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৩ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৩৩

ঘুমন্ত আমি বলেছেন: ঐরই আন্নে ভালা আছেন নি

২| ২৩ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৫:০২

বোধহীন স্বপ্ন বলেছেন: প্রথমটার সাথে আমার মিল আছে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.